নাদালকে শিরোপা দিয়ে বিদায় দিতে চান আলকারাস

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
নাদালকে শিরোপা দিয়ে বিদায় দিতে চান আলকারাস। ছবি: এএফপি

‘জীবনে, সবকিছুর শুরু ও শেষ আছে’—এই বলে গত অক্টোবরে অবসরের ঘোষণা দিয়েছিলেন রাফায়েল নাদাল। জানিয়েছিলেন ডেভিস কাপ ফাইনালে স্পেনের হয়ে খেলে আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন টেনিস কিংবদন্তি। তাঁর সেই বিদায় বলার দিনও ঘনিয়ে এল।

মালাগায় ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ডেভিস কাপ। নাদালের ২৩ বছরের ক্যারিয়ারের যতিচ্ছেদ পড়তে যাচ্ছে এখানেই। আবেগাপ্লুত বিদায়ের আগে ৩৮ বছর বয়সী স্পেনিয়ার্ড জিততে চান এই টুর্নামেন্টের শিরোপা। পাঁচ বছর আগে তাঁর নেতৃত্বে মাদ্রিদে ডেভিস কাপ জিতেছিল স্পেন। তবে এবার তিনি ডাবলস নাকি সিঙ্গেলসে খেলবেন সেটি নিশ্চিত করেননি।

তবে সবকিছু নির্ভর করছে ফিটনেসের ওপর। এ নিয়ে গতকাল স্পেনিশ টেনিস ফেডারেশনকে নাদাল বলেছেন, ‘প্রথমে, আমি অনুশীলনে কেমন অনুভব করি সেটি দেখতে হবে। যদি সিঙ্গেলসে জেতার সুযোগ না থাকার মতো মনে হয়, তাহলে খেলব না।’

২২ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর কয়েক বছর ধরে চোটের কারণে বেশির ভাগ সময় কোর্টের বাইরে থাকতে হয়েছে নাদালকে। ফিরলেও স্বরূপে দেখা যায়নি। এ কারণেই ডেভিস কাপের আগে ফিটনেস নিয়ে যত চিন্তা তাঁর। ক্যারিয়ারের সপ্তাহ শুরুর আগে তিনি আরও বলেছেন, ‘যদি প্রস্তুত বোধ না করি, প্রথমেই আমি অধিনায়কের (ডেভিড ফেরার) সঙ্গে কথা বলব। পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই কয়েকবার তাঁকে বলেছি, আমার শেষ সপ্তাহের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিতে।’

নাদাল জুটি বাঁধবেন কার্লোস আলকারাসের সঙ্গে। এ বছর দুজনে ডাবলসে একসঙ্গে খেলেছেন প্যারিস অলিম্পিকে। পূর্বসূরির অবসর নিয়ে আলকারাস বলেছেন, ‘হয়তো সবচেয়ে বিশেষ টুর্নামেন্টটিই আমি খেলতে যাচ্ছি, রাফার শেষ টুর্নামেন্ট। আমি সত্যিই চায়, তিনি শিরোপা জিতে অবসর নিক। এটা সত্যি আমার জন্য আবেগময় ও বিশেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত