Ajker Patrika

৪৭ বছরের অপেক্ষা ফুরাল ইতালির

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৬: ৪০
৪৭ বছরের অপেক্ষা ফুরাল ইতালির

অপেক্ষাটা অবশেষে ফুরাল ইতালির। দীর্ঘ ৪৭ বছর ডেভিস কাপ জিততে না পারার অপেক্ষা। গতকাল ফাইনালে অস্ট্রেলিয়াকে ২–০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। 

স্পেনের মালাগায় শুরুতে ইতালিকে লিড এনে দেন মাত্তেও আর্নাল্ডি। এককের লড়াইয়ে অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনকে ৭–৫,২–৬, ৬–৪ গেমে হারান আর্নাল্ডি। দ্বিতীয় এককে ইতালিয়ান টেনিস তারকা জনিক সিনারকে হারাতে পারলে অস্ট্রেলিয়ার সুযোগ থাকতে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু সেটা পারেননি অস্ট্রেলিয়ান তারকা অ্যালেক্স ডি মিনাউর। 

উল্টো সিনারের কাছে সরাসরি ৬–৩,৬–০ সেটে হেরে গেছেন মিনাউর। সিনারের জয়ের মধ্যে দিয়ে ইতালিরও চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়। দলকে চ্যাম্পিয়ন করে উচ্ছ্বসিত সিনার বলেছেন, ‘আমাদের জন্য এটি অবিশ্বাস্য এক অনুভূতি। অবশ্য আমরা ভীষণ খুশি।’ 

১৯৭৬ সালে প্রথমবার ডেভিস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। এরপর চারবার ফাইনাল খেললেও রানার্সআপের হতাশায় পুড়তে হয় তাদের। এবার সেই হতাশা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত