প্রতিশোধ নিয়ে সেমিতে ওঠা জাবিরের সামনে সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ২৩: ০৫
আপডেট : ১২ জুলাই ২০২৩, ২৩: ০৬

প্রতিশোধ নিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন ওনস জাবির। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনাকে ৬-৭ (৫-৭),৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন তিউনিসিয়ার মেয়ে।

গত বছর উইম্বলডনের ফাইনালে জাবিরকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেয়েছিলেন রাইবাকিনা। ১২ মাসের মধ্যে সেই হারের প্রতিশোধ নিলেন জাবির। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথম সেট টাইব্রেকারে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান এই ষষ্ঠ বাছাই।

মেয়েদের সিঙ্গেলের শেষ আটের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস পাত্তায় পাননি আরিনা সাবালেঙ্কার সামনে। দ্বিতীয় বাছাই বেলারুশিয়ান জিতেছেন ৬-২,৬-৪ গেমে। সেই সঙ্গে বাঁচিয়ে রাখলেন প্রথম উইম্বলডন জয়ের স্বপ্নও। সাবালেঙ্কার সামনে ইগা সিয়াতেককে সরিয়ে শীর্ষ বাছাই হওয়ারও সুযোগ রয়েছে। সেমিতে তাঁর প্রতিপক্ষ জাবির।

রাইবাকিনার বিদায়ের অর্থ—এ বছর নতুন রানি পেতে যাচ্ছে উইম্বলডন। গত বছরের চেয়ে এই বছর বেশ আগ্রাসী ছিলেন জাবির। শেষ চার নিশ্চিত করার পর তিউনিসিয়ান তারকা বলেছেন, ‘তার (রাইবাকিনা) বিপক্ষে খেলা খুব কঠিন। এই ম্যাচটি গত বছরের ফাইনালের সঙ্গে বিনিময় করতে পারতাম।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত