ক্রীড়া ডেস্ক
হতাশা প্রকাশে কোর্টে র্যাকেট ছুড়ে মারার ঘটনা টেনিস কোর্টে নতুন কিছু নয়। বিশেষ করে ছেলেদের ম্যাচে তো এমন ঘটনা হরহামেশাই দেখা যায়। এই চেনা দৃশ্যেই এবার ঘটল বিপত্তি। ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে ম্যাচ চলাকালীন হতাশায় কোর্টে র্যাকেট ছুড়ে মারেন রোমানিয়ান তারকা ইরিনা ক্যামেলিয়া বেগু। র্যাকেটটি আচমকা লাফিয়ে উঠে গ্যালারিতে বসা এক খুদে দর্শকের মাথায় গিয়ে লাগে। এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
খুদে দর্শক মাথায় আঘাত পেয়ে ব্যথায় কাঁদতে শুরু করে। বেগু নিজেও হতভম্ব হয়ে যান। পরিস্থিতি বুঝে আম্পায়ারও সাময়িক বন্ধ করে দেন ম্যাচ। ম্যাচ শেষে ওই খুদে সমর্থকের সঙ্গে গিয়ে কথা বলেন বেগু। তার সঙ্গে ছবিও তোলেন। সবার কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘ওই মুহূর্তটা খুবই কঠিন ছিল। আমি র্যাকেট দিয়ে কাউকে আঘাত করতে চাইনি। মাটিতে আঘাত করলে সেটা যে অতটা লাফিয়ে উঠতে পারে সেটা বুঝতেও পারিনি। খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। সবার কাছে ক্ষমা চাইছি ।’
ফ্রেঞ্চ ওপেনে একাতেরিনা আলেকজান্দ্রোভার বিপক্ষে ম্যাচ চলছিল বেগুর। তৃতীয় সেটে একটি ব্রেক পয়েন্ট কাজে লাগাতে না পেরে র্যাকেট ছুড়ে মারেন কোর্টে। সেটিই গিয়ে ওই খুদে সমর্থকের মাথায় লাগে। পরে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ রেখে আবারও ম্যাচ শুরু করার নির্দেশ দেন আম্পায়ার। শেষ পর্যন্ত অবশ্য নিজের স্বাভাবিক খেলাটা খেলেই রাশিয়ার আলেকজান্দ্রোভাকে ৬-৭, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে যান বেগু। ম্যাচ জিতলেও শাস্তির হাত থেকে রেহাই পাননি। তাঁকে ১০ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে।
এই ঘটনা মানতে পারছে না বেগুর প্রতিপক্ষ, সমর্থক সবাই। তারা পাল্টা প্রশ্ন ছুড়েছেন, বল দিয়ে লাইন জাজকে আঘাত করার অপরাধে ২০২০ ইউএস ওপেন থেকে নোভাক জোকোভিচকে টুর্নামেন্ট থেকে বাতিল করা হয়েছিল। তাহলে এবার বেগুকে কেন প্রতিযোগিতায় খেলতে দেওয়া হচ্ছে! এমনকি, জার্মানির আলেকজান্ডার জেরেভকেও গত ফেব্রুয়ারিতে আকাপুলকো ওপেন থেকে বের করে দেওয়া হয়। কারণ, তিনি বারবার র্যাকেট দিয়ে আম্পায়ারের চেয়ারে মেরেছিলেন।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
হতাশা প্রকাশে কোর্টে র্যাকেট ছুড়ে মারার ঘটনা টেনিস কোর্টে নতুন কিছু নয়। বিশেষ করে ছেলেদের ম্যাচে তো এমন ঘটনা হরহামেশাই দেখা যায়। এই চেনা দৃশ্যেই এবার ঘটল বিপত্তি। ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে ম্যাচ চলাকালীন হতাশায় কোর্টে র্যাকেট ছুড়ে মারেন রোমানিয়ান তারকা ইরিনা ক্যামেলিয়া বেগু। র্যাকেটটি আচমকা লাফিয়ে উঠে গ্যালারিতে বসা এক খুদে দর্শকের মাথায় গিয়ে লাগে। এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
খুদে দর্শক মাথায় আঘাত পেয়ে ব্যথায় কাঁদতে শুরু করে। বেগু নিজেও হতভম্ব হয়ে যান। পরিস্থিতি বুঝে আম্পায়ারও সাময়িক বন্ধ করে দেন ম্যাচ। ম্যাচ শেষে ওই খুদে সমর্থকের সঙ্গে গিয়ে কথা বলেন বেগু। তার সঙ্গে ছবিও তোলেন। সবার কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘ওই মুহূর্তটা খুবই কঠিন ছিল। আমি র্যাকেট দিয়ে কাউকে আঘাত করতে চাইনি। মাটিতে আঘাত করলে সেটা যে অতটা লাফিয়ে উঠতে পারে সেটা বুঝতেও পারিনি। খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। সবার কাছে ক্ষমা চাইছি ।’
ফ্রেঞ্চ ওপেনে একাতেরিনা আলেকজান্দ্রোভার বিপক্ষে ম্যাচ চলছিল বেগুর। তৃতীয় সেটে একটি ব্রেক পয়েন্ট কাজে লাগাতে না পেরে র্যাকেট ছুড়ে মারেন কোর্টে। সেটিই গিয়ে ওই খুদে সমর্থকের মাথায় লাগে। পরে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ রেখে আবারও ম্যাচ শুরু করার নির্দেশ দেন আম্পায়ার। শেষ পর্যন্ত অবশ্য নিজের স্বাভাবিক খেলাটা খেলেই রাশিয়ার আলেকজান্দ্রোভাকে ৬-৭, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে যান বেগু। ম্যাচ জিতলেও শাস্তির হাত থেকে রেহাই পাননি। তাঁকে ১০ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে।
এই ঘটনা মানতে পারছে না বেগুর প্রতিপক্ষ, সমর্থক সবাই। তারা পাল্টা প্রশ্ন ছুড়েছেন, বল দিয়ে লাইন জাজকে আঘাত করার অপরাধে ২০২০ ইউএস ওপেন থেকে নোভাক জোকোভিচকে টুর্নামেন্ট থেকে বাতিল করা হয়েছিল। তাহলে এবার বেগুকে কেন প্রতিযোগিতায় খেলতে দেওয়া হচ্ছে! এমনকি, জার্মানির আলেকজান্ডার জেরেভকেও গত ফেব্রুয়ারিতে আকাপুলকো ওপেন থেকে বের করে দেওয়া হয়। কারণ, তিনি বারবার র্যাকেট দিয়ে আম্পায়ারের চেয়ারে মেরেছিলেন।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৯ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৩ ঘণ্টা আগে