ক্রীড়া ডেস্ক
ইউএস ওপেনে অব্যাহত রয়েছে তারকা পতন। কার্লোস আলকারাস ও নোভাক জোকোভিচের পর এবার হার্ড কোর্টের এই গ্র্যান্ড স্লাম থেকে বিদায় নিলেন মেয়েদের বিভাগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোকো গফ। চতুর্থ রাউন্ডে তৃতীয় বাছাই আমেরিকান এই তারকাকে বিদায় করেছেন গফেরই স্বদেশি এমা নাভারো। পুরুষ বিভাগ থেকেও বিদায় নিয়েছেন আন্দ্রেই রুভলেভ ও ক্যাসপার রুডের মতো বাছাই তারকা।
নাভারোর বিপক্ষে রোববারের ম্যাচে প্রথম সেটেই পিছিয়ে পড়েছিলেন কোকো। তবে ঘুরে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় সেটে। তখন কারও কারও মনে ভেসে উঠেছিল গত ইউএস ওপেনের ফাইনালের স্মৃতি। আরিনা সাবালেঙ্কার বিপক্ষে প্রথম সেটে হেরেও পরের দুই সেট জিতে ফ্ল্যাশিং মিডোয় নতুন রানি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু এদিন নিজেদের সেরা ছন্দে ছিলেন না কোকো। ১৯টি ডাবল ফল্ট করেছেন, আনফোর্স এরর ৬০টি। হেরেছেন ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে।
কোকো বিদায় নিলেও, পুরুষ বিভাগে শেষ আটে উঠেছেন দুই আমেরিকান ট্রেলর ফ্রিটজ ও ফ্রান্সেস্কো টিয়াফো। চতুর্থ রাউন্ডে ফ্রিটজ ৩-৬, ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই নরওয়ের ক্যাসপার রুডকে। জোকোভিচকে বিদায় করা অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনকে ৬-৪,৭-৬ (৭ /৩),২-৬, ৬-৩ গেমে হারিয়েছেন তিয়াফো। শেষ আট নিশ্চিত করেছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভও। পাঁচ সেটের ম্যারাথন ম্যাচে তিনি ৬-৩, ৭-৬ (৭/৩), ১-৬, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ষষ্ঠ বাছাই রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে।
মেয়েদের বিভাগে এমা নাভারো ছাড়াও শেষ আটে উঠেছেন বেলারুশে সাবালেঙ্কা, স্পেনের পাওলা বাদোসা ও চীনের ঝেং কুইওয়েন।
ইউএস ওপেনে অব্যাহত রয়েছে তারকা পতন। কার্লোস আলকারাস ও নোভাক জোকোভিচের পর এবার হার্ড কোর্টের এই গ্র্যান্ড স্লাম থেকে বিদায় নিলেন মেয়েদের বিভাগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোকো গফ। চতুর্থ রাউন্ডে তৃতীয় বাছাই আমেরিকান এই তারকাকে বিদায় করেছেন গফেরই স্বদেশি এমা নাভারো। পুরুষ বিভাগ থেকেও বিদায় নিয়েছেন আন্দ্রেই রুভলেভ ও ক্যাসপার রুডের মতো বাছাই তারকা।
নাভারোর বিপক্ষে রোববারের ম্যাচে প্রথম সেটেই পিছিয়ে পড়েছিলেন কোকো। তবে ঘুরে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় সেটে। তখন কারও কারও মনে ভেসে উঠেছিল গত ইউএস ওপেনের ফাইনালের স্মৃতি। আরিনা সাবালেঙ্কার বিপক্ষে প্রথম সেটে হেরেও পরের দুই সেট জিতে ফ্ল্যাশিং মিডোয় নতুন রানি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু এদিন নিজেদের সেরা ছন্দে ছিলেন না কোকো। ১৯টি ডাবল ফল্ট করেছেন, আনফোর্স এরর ৬০টি। হেরেছেন ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে।
কোকো বিদায় নিলেও, পুরুষ বিভাগে শেষ আটে উঠেছেন দুই আমেরিকান ট্রেলর ফ্রিটজ ও ফ্রান্সেস্কো টিয়াফো। চতুর্থ রাউন্ডে ফ্রিটজ ৩-৬, ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই নরওয়ের ক্যাসপার রুডকে। জোকোভিচকে বিদায় করা অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনকে ৬-৪,৭-৬ (৭ /৩),২-৬, ৬-৩ গেমে হারিয়েছেন তিয়াফো। শেষ আট নিশ্চিত করেছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভও। পাঁচ সেটের ম্যারাথন ম্যাচে তিনি ৬-৩, ৭-৬ (৭/৩), ১-৬, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ষষ্ঠ বাছাই রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে।
মেয়েদের বিভাগে এমা নাভারো ছাড়াও শেষ আটে উঠেছেন বেলারুশে সাবালেঙ্কা, স্পেনের পাওলা বাদোসা ও চীনের ঝেং কুইওয়েন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২৯ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে