ক্রীড়া ডেস্ক
কাসপার রুডকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন স্তেফানোস সিৎসিফাস। এ নিয়ে এ টুর্নামেন্টে চার বছরের মধ্যে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন এই গ্রিক।
গত রাতে রুদকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন সিৎসিফাস। ২০২১ সালে প্রথম মন্টে কার্লো জেতেন ২৫ বছর বয়সী তারকা। পরের বছরও চ্যাম্পিয়ন হন তিনি। তবে ২০২৩ সালে ফাইনালে ওঠা হয়নি তাঁর।
এবার শিরোপা পুনরুদ্ধারের পথে শুরু থেকে দাপট দেখান সিৎসিফাস। আর ফাইনালে প্রথম সেট জেতেন মাত্র ৩৬ মিনিটে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেন নরওয়েজীয় রুড। সিৎসিফাস শেষ দুই গেম জেতার আগে ব্যবধানটা ৪-৪ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে বেশ খারাপ সময় যাচ্ছিল সিৎসিফাসের। তবে মন্টে কার্লোতে দাপুটে জয়ে শিরোপা পুনরুদ্ধার করতে পেরে খুশি তিনি, ‘আমার খুব খারাপ সময় যাচ্ছিল। তাই মঞ্চে ফেরা ও জিততে পেরে খুশি।’
শিরোপা জিতে এটিপি র্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন সিৎসিফাস। পাঁচ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন তিনি। চার ধাপ এগিয়ে ছয়ে রুড। এবারের মন্টে কার্লোর ফাইনালে ওঠার পথে সিৎসিফাস হারিয়েছেন র্যাঙ্কিংয়ের দশে থাকা দুই তারকা আলেক্সান্দর জাভেরভ ও ইয়ানিক সিনারকে।
সেই সঙ্গে আরেকটি মাইলফলকও ছুঁলেন সিৎসিফাস। মন্টে কার্লোতে তিন বা তার বেশি শিরোপা জেতা রাফায়েল নাদাল, বিয়র্ন বোর্গ, টমাস মাস্টার ও ইলি নাস্তাসের পাশে বসলেন ‘গ্রীক যোদ্ধা’
কাসপার রুডকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন স্তেফানোস সিৎসিফাস। এ নিয়ে এ টুর্নামেন্টে চার বছরের মধ্যে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন এই গ্রিক।
গত রাতে রুদকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন সিৎসিফাস। ২০২১ সালে প্রথম মন্টে কার্লো জেতেন ২৫ বছর বয়সী তারকা। পরের বছরও চ্যাম্পিয়ন হন তিনি। তবে ২০২৩ সালে ফাইনালে ওঠা হয়নি তাঁর।
এবার শিরোপা পুনরুদ্ধারের পথে শুরু থেকে দাপট দেখান সিৎসিফাস। আর ফাইনালে প্রথম সেট জেতেন মাত্র ৩৬ মিনিটে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেন নরওয়েজীয় রুড। সিৎসিফাস শেষ দুই গেম জেতার আগে ব্যবধানটা ৪-৪ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে বেশ খারাপ সময় যাচ্ছিল সিৎসিফাসের। তবে মন্টে কার্লোতে দাপুটে জয়ে শিরোপা পুনরুদ্ধার করতে পেরে খুশি তিনি, ‘আমার খুব খারাপ সময় যাচ্ছিল। তাই মঞ্চে ফেরা ও জিততে পেরে খুশি।’
শিরোপা জিতে এটিপি র্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন সিৎসিফাস। পাঁচ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন তিনি। চার ধাপ এগিয়ে ছয়ে রুড। এবারের মন্টে কার্লোর ফাইনালে ওঠার পথে সিৎসিফাস হারিয়েছেন র্যাঙ্কিংয়ের দশে থাকা দুই তারকা আলেক্সান্দর জাভেরভ ও ইয়ানিক সিনারকে।
সেই সঙ্গে আরেকটি মাইলফলকও ছুঁলেন সিৎসিফাস। মন্টে কার্লোতে তিন বা তার বেশি শিরোপা জেতা রাফায়েল নাদাল, বিয়র্ন বোর্গ, টমাস মাস্টার ও ইলি নাস্তাসের পাশে বসলেন ‘গ্রীক যোদ্ধা’
টি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
১৬ মিনিট আগেবাংলাদেশ দল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আজ। টেস্ট শুরুর আগেই গত রাতে একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
১ ঘণ্টা আগেকাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা। কদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হবেন তিনি। কিন্তু সূত্র জানিয়েছে, পিটার বাটলার মেয়েদের কোচ হিসেবেই থাকছেন।
১ ঘণ্টা আগেটেস্ট ক্যারিয়ারের ফিফটির ম্যাচেই নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এর চেয়ে স্মরণীয় মুহূর্ত মিরাজের জন্য আর কী হতে পারে! মিরাজও অ্যান্টিগায় গতকাল যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তাঁকে দেখেই বোঝা গেছে এমন রোমাঞ্চ তাঁকে কতটা স্পর্শ করেছে।
২ ঘণ্টা আগে