Ajker Patrika

ইতিহাসের চূড়ায় ওঠা নাদালের বিলাসবহুল জীবন যেমন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১১: ৫৫
ইতিহাসের চূড়ায় ওঠা নাদালের বিলাসবহুল জীবন যেমন

রজার ফেদেরার-নোভাক জোকোভিচকে ছাড়িয়ে এখন সবচেয়ে বেশি ২১ গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদাল। বছরের প্রথম গ্র্যান্ড অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে ৩-২ সেটে হারিয়েছেন এই স্প্যানিয়ার্ড। সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী নাদাল কোর্টের ভেতরে যেমন, বাইরেও তেমন বিলাসবহুল জীবনযাপন করেন। 

এ রকম চারটি গেস্ট কেভিন আছে নাদালের ইয়টেসানস্পোর্টসের দেওয়া তথ্য মতে বর্ণাঢ্য ক্যারিয়ারে নাদাল এখন পর্যন্ত আয় করেছেন প্রায় ১৫০ মিলিয়ন পাউন্ডের মতো। এই অর্থের বড় একটা অংশ নিজের বিলাসবহুল জীবন যাপনের পেছনে ব্যয় করেন নাদাল। ২০১৩ সালে থেকে নাদাল যে সমুদ্র তীরবর্তী বাড়িতে থেকে আসছেন তার মূল্য ৩ মিলিয়ন পাউন্ড। এ ছাড়া তাঁর একটি ব্যক্তিগত বিমানও আছে, যে ব্যবহার কের নাদাল বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলতে যান। তাঁর সেই উড়োজাহাজটির মূল্য ৫ মিলিয়ন পাউন্ড। 

ব্যক্তিগত ইয়টে বিশ্রাম করছেন নাদালনিজের পছন্দ অনুযায়ী একটি ইয়টও তৈরি করেছেন নাদাল। নদী পথে ভ্রমণের জন্য কেনা তাঁর এই সুপার ইয়টটির মূল্য ৪.৫ মিলিয়ন পাউন্ড। 

২০১৯ সালে বিয়ে করেন নাদাল ও মারিয়াশুধু বিলাসী জীবন যাপনেই নন, পারিবারিকভাবে বেশ গুছানো নাদাল। ১৪ বছর প্রেম করার পর ২০১৯ সালে নাদাল বিয়ে করেন প্রেমিকা মারিয়া ফ্রান্সিসকা পেরেলোকে। ক্যারিয়ারের উত্থান-পতনের পুরোটা সময় নাদালের ছায়াসঙ্গী হয়ে ছিলেন মারিয়া। 

স্পেনের বিশ্বকাপ শিরোপা হাতে ফুটবল ভক্ত নাদাল

রাফায়েল নাদাল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত