ক্রীড়া ডেস্ক
পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন নোভাক জোকোভিচ। ব্যক্তিগত ছন্দ এবার দলীয়ভাবে দেখানোর পালা তাঁর। সেটা দুর্দান্তভাবে করছেনও তিনি। ডেভিস কাপে অবশ্য তিনি একা নন তাঁর সতীর্থরাও দারুণ খেলছেন।
সেই ধারাবাহিকতা বজায় রেখে গতকাল ডেভিস কাপের সেমিফাইনালে উঠেছে সার্বিয়া। কোয়ার্টার ফাইনালের ম্যাচে গ্রেট ব্রিটেনকে ২-০ ব্যবধানে হারিয়েছে তাঁরা। ২০১০ সালের পর আবারও ডেভিস কাপ জিততে তাঁদের দূরত্ব আর দুই ধাপ। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা ফুরাতে পারলে বিমান থেকে লাফ দেওয়ার ঘোষণা দিয়েছেন জোকোভিচরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন জোকোভিচ ও সার্বিয়ার অধিনায়ক ভিক্টর ট্রয়িকি। তবে সেটা যে তাঁরা মজার ছলে বলেছেন তা স্পষ্ট জোকোভিচের শেষ কথায়, ‘যদি এমনটা সরাসরি করতে চাও তাহলে জিতো না।’
শেষ আটের লড়াইয়ে প্রথম ম্যাচে সার্বিয়াকে জয় এনে দেন মিওমির কেনমানভিক। প্রতিপক্ষ জ্যাক ড্রাপারকে ৭-৬ (২),৭-৬ (৬) গেমে হারান সার্বিয়ান তারকা। দ্বিতীয় ম্যাচে সতীর্থের দেখা পথেই জয় পান জোকোভিচ। ক্যামেরুন নিকে ৬-৪, ৬-৪ গেমে হারান টেনিসের শীর্ষ বাছাই। জয়টি ডেভিস কাপের এককে টানা ২১তম জয় টেনিস কিংবদন্তির। যা সার্বিয়ার রেকর্ড। আগামীকাল রাতে সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইতালি।
পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন নোভাক জোকোভিচ। ব্যক্তিগত ছন্দ এবার দলীয়ভাবে দেখানোর পালা তাঁর। সেটা দুর্দান্তভাবে করছেনও তিনি। ডেভিস কাপে অবশ্য তিনি একা নন তাঁর সতীর্থরাও দারুণ খেলছেন।
সেই ধারাবাহিকতা বজায় রেখে গতকাল ডেভিস কাপের সেমিফাইনালে উঠেছে সার্বিয়া। কোয়ার্টার ফাইনালের ম্যাচে গ্রেট ব্রিটেনকে ২-০ ব্যবধানে হারিয়েছে তাঁরা। ২০১০ সালের পর আবারও ডেভিস কাপ জিততে তাঁদের দূরত্ব আর দুই ধাপ। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা ফুরাতে পারলে বিমান থেকে লাফ দেওয়ার ঘোষণা দিয়েছেন জোকোভিচরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন জোকোভিচ ও সার্বিয়ার অধিনায়ক ভিক্টর ট্রয়িকি। তবে সেটা যে তাঁরা মজার ছলে বলেছেন তা স্পষ্ট জোকোভিচের শেষ কথায়, ‘যদি এমনটা সরাসরি করতে চাও তাহলে জিতো না।’
শেষ আটের লড়াইয়ে প্রথম ম্যাচে সার্বিয়াকে জয় এনে দেন মিওমির কেনমানভিক। প্রতিপক্ষ জ্যাক ড্রাপারকে ৭-৬ (২),৭-৬ (৬) গেমে হারান সার্বিয়ান তারকা। দ্বিতীয় ম্যাচে সতীর্থের দেখা পথেই জয় পান জোকোভিচ। ক্যামেরুন নিকে ৬-৪, ৬-৪ গেমে হারান টেনিসের শীর্ষ বাছাই। জয়টি ডেভিস কাপের এককে টানা ২১তম জয় টেনিস কিংবদন্তির। যা সার্বিয়ার রেকর্ড। আগামীকাল রাতে সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইতালি।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৫ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১০ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে