ক্রীড়া ডেস্ক
একটা টেনিস র্যাকেটের দাম সর্বোচ্চ কত হতে পারে! অর্থের অঙ্কটা যদি আপনি অনেকটা বাড়িয়েও বলেন, তবু সেটা হাজার ছাড়িয়ে লাখ টাকা হওয়ার কথা নয়। কিন্তু নিলামে নোভাক জোকোভিচের একটি র্যাকেট বিক্রি হয়েছে ১ লাখ সাড়ে ৭ হাজার মার্কিন ডলারে! বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা।
কী আছে ওই র্যাকেটে, যে এত চড়া দামে বিক্রি হলো সেটি! ওই র্যাকেট দিয়েই ২০১৬ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন জোকোভিচ। ফাইনালে ৩-৬,৬-১, ৬-২,৬-৪ গেমে অ্যান্ডি মারেকে হারিয়ে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেছিলেন।
তবে ইতিহাস গড়া সেই র্যাকেটটি নিজের কাছে রাখতে পারেননি জোকোভিচ। রাফায়েল নাদালের লাল দুর্গ জয়ের আনন্দের আতিশয্যে র্যাকেটটি ছুড়ে মেরেছিলেন দর্শকদের দিকে। আর ভাগ্যবান দর্শক হিসেবে সেটি পেয়েছেন অ্যাবি দোহার্টি। এত দিন ধরে সযত্নে রেখে দিলেও শেষমেশ সেটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ধারণা করা হয়েছিল নিলামে এটি বিক্রি করে হাজার পঞ্চাশেক ডলার পাওয়া যেতে পারে। কিন্তু এই র্যাকেট বিক্রির জন্য এসসিপি অকশন সাইটে তোলার পর সেটি বিক্রি হয়েছে ১০,৭৫০০ ডলারে!
এটিই কী সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো টেনিস স্মারক? না এর চেয়েও বেশি দামে বিক্রি হয়েছিল ১৯৭৩ সালে ববি রিগের বিপক্ষে ‘ব্যাটল অব সেক্সেস’ ম্যাচে কিংবদন্তি বিলি জিন কিং যে র্যাকেট নিয়ে খেলেছিলেন সেটি। সেটি বিক্রি হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার ডলার।
একটা টেনিস র্যাকেটের দাম সর্বোচ্চ কত হতে পারে! অর্থের অঙ্কটা যদি আপনি অনেকটা বাড়িয়েও বলেন, তবু সেটা হাজার ছাড়িয়ে লাখ টাকা হওয়ার কথা নয়। কিন্তু নিলামে নোভাক জোকোভিচের একটি র্যাকেট বিক্রি হয়েছে ১ লাখ সাড়ে ৭ হাজার মার্কিন ডলারে! বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা।
কী আছে ওই র্যাকেটে, যে এত চড়া দামে বিক্রি হলো সেটি! ওই র্যাকেট দিয়েই ২০১৬ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন জোকোভিচ। ফাইনালে ৩-৬,৬-১, ৬-২,৬-৪ গেমে অ্যান্ডি মারেকে হারিয়ে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেছিলেন।
তবে ইতিহাস গড়া সেই র্যাকেটটি নিজের কাছে রাখতে পারেননি জোকোভিচ। রাফায়েল নাদালের লাল দুর্গ জয়ের আনন্দের আতিশয্যে র্যাকেটটি ছুড়ে মেরেছিলেন দর্শকদের দিকে। আর ভাগ্যবান দর্শক হিসেবে সেটি পেয়েছেন অ্যাবি দোহার্টি। এত দিন ধরে সযত্নে রেখে দিলেও শেষমেশ সেটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ধারণা করা হয়েছিল নিলামে এটি বিক্রি করে হাজার পঞ্চাশেক ডলার পাওয়া যেতে পারে। কিন্তু এই র্যাকেট বিক্রির জন্য এসসিপি অকশন সাইটে তোলার পর সেটি বিক্রি হয়েছে ১০,৭৫০০ ডলারে!
এটিই কী সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো টেনিস স্মারক? না এর চেয়েও বেশি দামে বিক্রি হয়েছিল ১৯৭৩ সালে ববি রিগের বিপক্ষে ‘ব্যাটল অব সেক্সেস’ ম্যাচে কিংবদন্তি বিলি জিন কিং যে র্যাকেট নিয়ে খেলেছিলেন সেটি। সেটি বিক্রি হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার ডলার।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
২ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৪ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৫ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৬ ঘণ্টা আগে