ক্রীড়া ডেস্ক
একটা টেনিস র্যাকেটের দাম সর্বোচ্চ কত হতে পারে! অর্থের অঙ্কটা যদি আপনি অনেকটা বাড়িয়েও বলেন, তবু সেটা হাজার ছাড়িয়ে লাখ টাকা হওয়ার কথা নয়। কিন্তু নিলামে নোভাক জোকোভিচের একটি র্যাকেট বিক্রি হয়েছে ১ লাখ সাড়ে ৭ হাজার মার্কিন ডলারে! বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা।
কী আছে ওই র্যাকেটে, যে এত চড়া দামে বিক্রি হলো সেটি! ওই র্যাকেট দিয়েই ২০১৬ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন জোকোভিচ। ফাইনালে ৩-৬,৬-১, ৬-২,৬-৪ গেমে অ্যান্ডি মারেকে হারিয়ে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেছিলেন।
তবে ইতিহাস গড়া সেই র্যাকেটটি নিজের কাছে রাখতে পারেননি জোকোভিচ। রাফায়েল নাদালের লাল দুর্গ জয়ের আনন্দের আতিশয্যে র্যাকেটটি ছুড়ে মেরেছিলেন দর্শকদের দিকে। আর ভাগ্যবান দর্শক হিসেবে সেটি পেয়েছেন অ্যাবি দোহার্টি। এত দিন ধরে সযত্নে রেখে দিলেও শেষমেশ সেটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ধারণা করা হয়েছিল নিলামে এটি বিক্রি করে হাজার পঞ্চাশেক ডলার পাওয়া যেতে পারে। কিন্তু এই র্যাকেট বিক্রির জন্য এসসিপি অকশন সাইটে তোলার পর সেটি বিক্রি হয়েছে ১০,৭৫০০ ডলারে!
এটিই কী সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো টেনিস স্মারক? না এর চেয়েও বেশি দামে বিক্রি হয়েছিল ১৯৭৩ সালে ববি রিগের বিপক্ষে ‘ব্যাটল অব সেক্সেস’ ম্যাচে কিংবদন্তি বিলি জিন কিং যে র্যাকেট নিয়ে খেলেছিলেন সেটি। সেটি বিক্রি হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার ডলার।
একটা টেনিস র্যাকেটের দাম সর্বোচ্চ কত হতে পারে! অর্থের অঙ্কটা যদি আপনি অনেকটা বাড়িয়েও বলেন, তবু সেটা হাজার ছাড়িয়ে লাখ টাকা হওয়ার কথা নয়। কিন্তু নিলামে নোভাক জোকোভিচের একটি র্যাকেট বিক্রি হয়েছে ১ লাখ সাড়ে ৭ হাজার মার্কিন ডলারে! বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা।
কী আছে ওই র্যাকেটে, যে এত চড়া দামে বিক্রি হলো সেটি! ওই র্যাকেট দিয়েই ২০১৬ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন জোকোভিচ। ফাইনালে ৩-৬,৬-১, ৬-২,৬-৪ গেমে অ্যান্ডি মারেকে হারিয়ে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেছিলেন।
তবে ইতিহাস গড়া সেই র্যাকেটটি নিজের কাছে রাখতে পারেননি জোকোভিচ। রাফায়েল নাদালের লাল দুর্গ জয়ের আনন্দের আতিশয্যে র্যাকেটটি ছুড়ে মেরেছিলেন দর্শকদের দিকে। আর ভাগ্যবান দর্শক হিসেবে সেটি পেয়েছেন অ্যাবি দোহার্টি। এত দিন ধরে সযত্নে রেখে দিলেও শেষমেশ সেটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ধারণা করা হয়েছিল নিলামে এটি বিক্রি করে হাজার পঞ্চাশেক ডলার পাওয়া যেতে পারে। কিন্তু এই র্যাকেট বিক্রির জন্য এসসিপি অকশন সাইটে তোলার পর সেটি বিক্রি হয়েছে ১০,৭৫০০ ডলারে!
এটিই কী সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো টেনিস স্মারক? না এর চেয়েও বেশি দামে বিক্রি হয়েছিল ১৯৭৩ সালে ববি রিগের বিপক্ষে ‘ব্যাটল অব সেক্সেস’ ম্যাচে কিংবদন্তি বিলি জিন কিং যে র্যাকেট নিয়ে খেলেছিলেন সেটি। সেটি বিক্রি হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার ডলার।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে