ক্রীড়া ডেস্ক
একজন তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন, আরেকজনের ছিল এটিই প্রথম ফাইনাল। গতকাল ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের ফাইনালে এই ব্যবধানটা অভিজ্ঞ ইগা সিয়াতেক এবং ‘অনভিজ্ঞ’ ক্যারোলিনা মুচোভার পারফরম্যান্সে দেখা গেল না। সমানতালে লড়ে গেলেন দুজনই। শেষ পর্যন্ত অবশ্য জিতলেন পোল্যান্ডের সিয়াতেকই। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে আসা মুচোভাকে হারালেন ৬-২,৫-৭, ৬-৪ গেমে।
এর আগে কখনো ফাইনালে একটি সেটও হারেননি সিয়াতেক। কালও প্রথম সেট স্বাচ্ছন্দ্যে জিতে নিয়েছিলেন। কিন্তু পরের সেটে বাগড়া দেন মুচোভা। সিয়াতেক সাধ্যমতো লড়াই করলেও দ্বিতীয় সেটে হেরে যান। তখনই কেউ কেউ হয়তো ফাইনালে ‘প্রথম’ সেটের হারটাকে ফাইনাল হারের সঙ্গে মেলাতে শুরু করেছিলেন। তা ছাড়া দ্বিতীয় সেটে মুচোভা খেলেছেনও দুর্দান্ত। কিন্তু শেষ সেটে সিয়াতেকের অভিজ্ঞতার কাছে আর পেরে ওঠেননি।
জয় নিশ্চিত হওয়ার পর হাতের র্যাকেটটি ফেলে হাঁটু ভেঙে কোর্টেই বসে পড়েন সিয়াতেক। চোখ দিয়ে বেরিয়ে আসতে থাকে আনন্দাশ্রু। নিজেকে সামলে নিয়ে ছুটে যান বক্সে, তাঁর কোচিং দলের কাছে। তখন চোখেমুখে রাজ্যের হতাশা ৪৩ তম বাছাই চেক প্রজাতন্ত্রের মেয়ে মুচোভার। এত কাছাকাছি এসেও প্যারিসের নতুন রানী হওয়ার স্বপ্ন পূরণ হলো তাঁর!
ফ্রেঞ্চ ওপেনে এটি তৃতীয় শিরোপা সিয়াতেকের। এর আগে ২০২০ ও ২০২২ সালে ট্রফি জিতেছিলেন রোলাঁ গারোতে। চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ২২ বছর বয়সী তারকা একটি কীর্তি গড়েছেন মুচোভাকে হারিয়ে। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর মেয়েদের এককে ফ্রেঞ্চ ওপেন ধরে রাখলেন তিনি।
একজন তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন, আরেকজনের ছিল এটিই প্রথম ফাইনাল। গতকাল ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের ফাইনালে এই ব্যবধানটা অভিজ্ঞ ইগা সিয়াতেক এবং ‘অনভিজ্ঞ’ ক্যারোলিনা মুচোভার পারফরম্যান্সে দেখা গেল না। সমানতালে লড়ে গেলেন দুজনই। শেষ পর্যন্ত অবশ্য জিতলেন পোল্যান্ডের সিয়াতেকই। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে আসা মুচোভাকে হারালেন ৬-২,৫-৭, ৬-৪ গেমে।
এর আগে কখনো ফাইনালে একটি সেটও হারেননি সিয়াতেক। কালও প্রথম সেট স্বাচ্ছন্দ্যে জিতে নিয়েছিলেন। কিন্তু পরের সেটে বাগড়া দেন মুচোভা। সিয়াতেক সাধ্যমতো লড়াই করলেও দ্বিতীয় সেটে হেরে যান। তখনই কেউ কেউ হয়তো ফাইনালে ‘প্রথম’ সেটের হারটাকে ফাইনাল হারের সঙ্গে মেলাতে শুরু করেছিলেন। তা ছাড়া দ্বিতীয় সেটে মুচোভা খেলেছেনও দুর্দান্ত। কিন্তু শেষ সেটে সিয়াতেকের অভিজ্ঞতার কাছে আর পেরে ওঠেননি।
জয় নিশ্চিত হওয়ার পর হাতের র্যাকেটটি ফেলে হাঁটু ভেঙে কোর্টেই বসে পড়েন সিয়াতেক। চোখ দিয়ে বেরিয়ে আসতে থাকে আনন্দাশ্রু। নিজেকে সামলে নিয়ে ছুটে যান বক্সে, তাঁর কোচিং দলের কাছে। তখন চোখেমুখে রাজ্যের হতাশা ৪৩ তম বাছাই চেক প্রজাতন্ত্রের মেয়ে মুচোভার। এত কাছাকাছি এসেও প্যারিসের নতুন রানী হওয়ার স্বপ্ন পূরণ হলো তাঁর!
ফ্রেঞ্চ ওপেনে এটি তৃতীয় শিরোপা সিয়াতেকের। এর আগে ২০২০ ও ২০২২ সালে ট্রফি জিতেছিলেন রোলাঁ গারোতে। চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ২২ বছর বয়সী তারকা একটি কীর্তি গড়েছেন মুচোভাকে হারিয়ে। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর মেয়েদের এককে ফ্রেঞ্চ ওপেন ধরে রাখলেন তিনি।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৮ ঘণ্টা আগে