প্রযুক্তি ডেস্ক
তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর থেকে আইফোন কিংবা আইপ্যাডে অ্যাপ ইনস্টল করার সুবিধা চালু করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। এতে করে অ্যাপলের নির্ধারিত অ্যাপ স্টোর এর ওপর নির্ভর করে থাকতে হবে না অ্যাপল পণ্য ব্যবহারকারীদের।
ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলেই অ্যাপ স্টোরের পাশাপাশি অন্য অ্যাপ স্টোর থেকে বিভিন্ন অ্যাপ বা গেম নামিয়ে আইফোন ও আইপ্যাডে ব্যবহার করতে পারবেন। তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এর মধ্যেই কাজও শুরু করেছে অ্যাপল। মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন মেনে চলতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আইনটি হলো ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ)। চলতি বছরের সেপ্টেম্বরে এটি স্বাক্ষরিত হয়েছিল। আইনটি তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের জন্য প্রতিযোগিতায় সমতা নিয়ে আসবে।
আগামী বছর বাজারে আসবে অ্যাপলের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৭। এ অপারেটিং সিস্টেম থাকা ডিভাইসগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। তবে প্রাথমিকভাবে এ সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীরা পাবে। তবে ইইউর কারণে এমন সিদ্ধান্ত নিতে ‘বাধ্য’ অ্যাপল খুশি নয়। কোম্পানিটি দাবি করেছে, অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টলের অনুমতি দেওয়ায় নিরাপত্তা দুর্বলতা এবং গোপনীয়তার উদ্বেগ তৈরি হতে পারে।
এই সুবিধা চালুর ফলে শুধু ব্যবহারকারীদের সুবিধা হবে তা নয়, অ্যাপ নির্মাতারাও পাবেন এর সুফল। তাদের অ্যাপ বিক্রির সময় অ্যাপলকে ৩০ শতাংশ কমিশনও দিতে হবে না। নির্মাতারা চাইলেই তাদের অ্যাপ কোনো তৃতীয় পক্ষ অ্যাপ স্টোরে রেখে তাদের অ্যাপ বিক্রি করতে পারবেন ব্যবহারকারীদের কাছে।
ইউরোপের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও সফটওয়্যার নির্মাতাদের অনেক দিন ধরে অভিযোগ, অ্যাপল একচেটিয়া নিয়ন্ত্রণকারীর মতো আচরণ করছে। শুধুমাত্র নিজেদের প্ল্যাটফর্মে থাকা পণ্য ব্যবহারে বাধ্য করার পাশাপাশি মোটা অঙ্কের অর্থও আদায় করছে বিভিন্ন চার্জের নামে।
তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর থেকে আইফোন কিংবা আইপ্যাডে অ্যাপ ইনস্টল করার সুবিধা চালু করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। এতে করে অ্যাপলের নির্ধারিত অ্যাপ স্টোর এর ওপর নির্ভর করে থাকতে হবে না অ্যাপল পণ্য ব্যবহারকারীদের।
ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলেই অ্যাপ স্টোরের পাশাপাশি অন্য অ্যাপ স্টোর থেকে বিভিন্ন অ্যাপ বা গেম নামিয়ে আইফোন ও আইপ্যাডে ব্যবহার করতে পারবেন। তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এর মধ্যেই কাজও শুরু করেছে অ্যাপল। মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন মেনে চলতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আইনটি হলো ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ)। চলতি বছরের সেপ্টেম্বরে এটি স্বাক্ষরিত হয়েছিল। আইনটি তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের জন্য প্রতিযোগিতায় সমতা নিয়ে আসবে।
আগামী বছর বাজারে আসবে অ্যাপলের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৭। এ অপারেটিং সিস্টেম থাকা ডিভাইসগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। তবে প্রাথমিকভাবে এ সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীরা পাবে। তবে ইইউর কারণে এমন সিদ্ধান্ত নিতে ‘বাধ্য’ অ্যাপল খুশি নয়। কোম্পানিটি দাবি করেছে, অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টলের অনুমতি দেওয়ায় নিরাপত্তা দুর্বলতা এবং গোপনীয়তার উদ্বেগ তৈরি হতে পারে।
এই সুবিধা চালুর ফলে শুধু ব্যবহারকারীদের সুবিধা হবে তা নয়, অ্যাপ নির্মাতারাও পাবেন এর সুফল। তাদের অ্যাপ বিক্রির সময় অ্যাপলকে ৩০ শতাংশ কমিশনও দিতে হবে না। নির্মাতারা চাইলেই তাদের অ্যাপ কোনো তৃতীয় পক্ষ অ্যাপ স্টোরে রেখে তাদের অ্যাপ বিক্রি করতে পারবেন ব্যবহারকারীদের কাছে।
ইউরোপের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও সফটওয়্যার নির্মাতাদের অনেক দিন ধরে অভিযোগ, অ্যাপল একচেটিয়া নিয়ন্ত্রণকারীর মতো আচরণ করছে। শুধুমাত্র নিজেদের প্ল্যাটফর্মে থাকা পণ্য ব্যবহারে বাধ্য করার পাশাপাশি মোটা অঙ্কের অর্থও আদায় করছে বিভিন্ন চার্জের নামে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে