অনলাইন ডেস্ক
ফেসবুকের মতো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভেরিফিকেশন করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে প্রোফাইলের নামের পাশে একটি নীল চেকমার্ক বা টিকচিহ্ন যুক্ত হয়। যে অ্যাকাউন্টে ভেরিফিকেশন চেকমার্ক থাকে অন্য ব্যবহারকারীদের কাছে সেই অ্যাকাউন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। এই অ্যাকাউন্ট ব্যবহারকারী সত্যিই কোনো শিল্পী, সেলব্রেটি, সংস্থা বা ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে তা বোঝা যায়। এর মাধ্যমে অ্যাকাউন্টটি আরও নির্ভরযোগ্য হয়ে ওঠে।
তবে ভেরিফিকেশন ব্যাজ দেওয়ার ক্ষেত্রে কিছুটা কঠোর ইনস্টাগ্রাম। বেশ কিছু শর্তাবলী পেরিয়েই এই ব্যাজ পাওয়া যাবে।
ইনস্টাগ্রাম ভেরিফিকেশন পাওয়ার শর্তাবলি
আপনি যদি জনপ্রিয় ব্যক্তি হন বা কোনো পাবলিক ফিগার, সেলিব্রিটি, ব্যবসা, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের পক্ষ থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করেন তাহলে ইনস্টাগ্রাম ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদন করার আগে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে—
•ইনস্টাগ্রামের ‘টার্মস অফ ইউজ’ এবং ‘কমিউনিটি গাইডলাইনস’ অনুসরণ করতে হবে।
• কোনো আসল ব্যক্তি, নিবন্ধিত ব্যবসা বা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করতে হবে।
•ব্যক্তির, ব্যবসা বা প্রতিষ্ঠানের একটি অ্যাকাউন্ট থাকতে হবে।
•অ্যাকাউন্টটি ‘পাবলিক’ হতে হবে এবং ‘বায়ো’–তে অ্যাকাউন্টটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে।
• অ্যাকাউন্টে প্রোফাইল ছবি এবং অন্তত একটি পোস্ট থাকতে হবে।
•এমন একজন বিশ্বস্ত ব্যক্তি, ব্যবসা, ব্র্যান্ড বা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করতে হবে যাকে মানুষ বেশি খোঁজে।
ইনস্টাগ্রাম সেই সমস্ত অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করবে যেগুলো বিভিন্ন সংবাদ ও মিডিয়া সোর্সে দেখা যায়। তবে ‘পেইড বা প্রোমোশনাল কনটেন্ট’ ভেরিফিকেশনের জন্য গণ্য হবে না। এ ছাড়া ইনস্টাগ্রাম সাধারণ আগ্রহের অ্যাকাউন্টগুলোর পর্যালোচনা করবে না ইনস্টাগ্রাম। যেমন জনপ্রিয় বই, মজাদার মিম বা পোষা প্রাণীর অ্যাকাউন্ট। তবে এসব অ্যাকাউন্টে অনেক বেশি ফলোয়ার থাকলেও ভেরিফিকেশন ব্যাজ দেবে না ইনস্টাগ্রাম।
একটি অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম ভেরিফিকেশনের জন্য সমস্ত শর্ত পূরণ করলেও এটি ভেরিফাইড হবে তা নিশ্চিতভাবে বলা যায় না। যদি আপনি ভেরিফাইড ব্যাজ পাওয়ার জন্য আবেদন করার সময় মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন, তবে ইনস্টাগ্রাম আপনার আবেদন বাতিল করতে পারে। যদি ভুলবশত আপনাকে ব্যাজ দেওয়া হয় তাহলে সেটি সরিয়ে নেওয়া হতে পারে এবং এমনকি আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি নিষ্ক্রিয় বা মুছে ফেলতে পারে।
ইনস্টাগ্রামে ভেরিফাই ব্যাজের জন্য আবেদন করবেন যেভাবে
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফিকেশন ব্যাজ পাওয়ার সমস্ত শর্ত পূরণ করলে ভেরিফিকেশন ব্যাজের জন্য আবেদন করতে পারবেন। ভেরিফিকেশনের জন্য যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ব্যবহার করবেন, সে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও ইমেইল আইডি জানতে হবে। আইওএস ও অ্যান্ড্রয়েডের ইনস্টাগ্রাম অ্যাপের মাধ্যমে লগইন করতে হবে। ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণ থেকে ভ্যারিফাইড ব্যাজের জন্য আবেদন করা সম্ভব নয়। এ ছাড়া, ইনস্টাগ্রাম কখনোই ভেরিফিকেশনের জন্য অর্থ চাইবে না এবং আপনার পরিচয় যাচাইয়ের জন্য কখনো যোগাযোগ করবে না। ভেরিফাইড ব্যাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ভ্যারিফাই করতে চান, তাতে আইওএস বা অ্যান্ড্রয়েড ইনস্টাগ্রাম অ্যাপ দিয়ে লগইন করুন। নিচের মেনু থেকে প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল ট্যাবে যান।
২. প্রোফাইল ট্যাবের ওপরে ডানদিকের কোণে থাকা মেনু আইকনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
৩. সেটিংস অপশনে নির্বাচন করুন।
৪. ‘অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করুন।
৫. এরপর ‘রিকোয়েস্ট ভেরিফিকেশন’ অপশন নির্বাচন করুন।
৬. এবার ‘ফুল নেম’ ফিল্ডে পুরো নাম লিখুন ও ‘নোওন এজ’ ফিল্ডে আপনি যেভাবে পরিচিত তা বর্ণনা করুন এবং ‘ক্যাটাগরি’ ড্রপডাউন তালিকা থেকে অ্যাকাউন্টটি যেই ক্যাটাগরিতে পড়ে তা নির্বাচন করুন।
৭. অ্যাপটি বন্ধ না করে, ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে গিয়ে আপনার ডিভাইস ব্যবহার করে একটি সরকারি-ফটো আইডি অথবা অফিশিয়াল বিজনেস ডকুমেন্টের ছবি তুলুন।
ভেরিফিকেশনের জন্য ফটো আইডি দিয়ে আবেদন করুন। এ ক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা সরকারের দেওয়া কোনো আইডি কার্ড ব্যবহার করতে হবে।
আবার ইনস্টাগ্রামে ফিরে এসে ডিভাইস থেকে আইডি ছবিটি নির্বাচন করতে হবে। এ জন্য ‘চুজ ফাইল’ অপশনে ট্যাপ করুন।
৮. আবেদন পর্যালোচনার জন্য পাঠানোর জন্য ‘সেন্ড’ অপশনে ট্যাপ করুন। এসব ডকুমেন্ট পর্যালোচনা করবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: লাইফওয়্যার
ফেসবুকের মতো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভেরিফিকেশন করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে প্রোফাইলের নামের পাশে একটি নীল চেকমার্ক বা টিকচিহ্ন যুক্ত হয়। যে অ্যাকাউন্টে ভেরিফিকেশন চেকমার্ক থাকে অন্য ব্যবহারকারীদের কাছে সেই অ্যাকাউন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। এই অ্যাকাউন্ট ব্যবহারকারী সত্যিই কোনো শিল্পী, সেলব্রেটি, সংস্থা বা ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে তা বোঝা যায়। এর মাধ্যমে অ্যাকাউন্টটি আরও নির্ভরযোগ্য হয়ে ওঠে।
তবে ভেরিফিকেশন ব্যাজ দেওয়ার ক্ষেত্রে কিছুটা কঠোর ইনস্টাগ্রাম। বেশ কিছু শর্তাবলী পেরিয়েই এই ব্যাজ পাওয়া যাবে।
ইনস্টাগ্রাম ভেরিফিকেশন পাওয়ার শর্তাবলি
আপনি যদি জনপ্রিয় ব্যক্তি হন বা কোনো পাবলিক ফিগার, সেলিব্রিটি, ব্যবসা, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের পক্ষ থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করেন তাহলে ইনস্টাগ্রাম ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদন করার আগে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে—
•ইনস্টাগ্রামের ‘টার্মস অফ ইউজ’ এবং ‘কমিউনিটি গাইডলাইনস’ অনুসরণ করতে হবে।
• কোনো আসল ব্যক্তি, নিবন্ধিত ব্যবসা বা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করতে হবে।
•ব্যক্তির, ব্যবসা বা প্রতিষ্ঠানের একটি অ্যাকাউন্ট থাকতে হবে।
•অ্যাকাউন্টটি ‘পাবলিক’ হতে হবে এবং ‘বায়ো’–তে অ্যাকাউন্টটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে।
• অ্যাকাউন্টে প্রোফাইল ছবি এবং অন্তত একটি পোস্ট থাকতে হবে।
•এমন একজন বিশ্বস্ত ব্যক্তি, ব্যবসা, ব্র্যান্ড বা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করতে হবে যাকে মানুষ বেশি খোঁজে।
ইনস্টাগ্রাম সেই সমস্ত অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করবে যেগুলো বিভিন্ন সংবাদ ও মিডিয়া সোর্সে দেখা যায়। তবে ‘পেইড বা প্রোমোশনাল কনটেন্ট’ ভেরিফিকেশনের জন্য গণ্য হবে না। এ ছাড়া ইনস্টাগ্রাম সাধারণ আগ্রহের অ্যাকাউন্টগুলোর পর্যালোচনা করবে না ইনস্টাগ্রাম। যেমন জনপ্রিয় বই, মজাদার মিম বা পোষা প্রাণীর অ্যাকাউন্ট। তবে এসব অ্যাকাউন্টে অনেক বেশি ফলোয়ার থাকলেও ভেরিফিকেশন ব্যাজ দেবে না ইনস্টাগ্রাম।
একটি অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম ভেরিফিকেশনের জন্য সমস্ত শর্ত পূরণ করলেও এটি ভেরিফাইড হবে তা নিশ্চিতভাবে বলা যায় না। যদি আপনি ভেরিফাইড ব্যাজ পাওয়ার জন্য আবেদন করার সময় মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন, তবে ইনস্টাগ্রাম আপনার আবেদন বাতিল করতে পারে। যদি ভুলবশত আপনাকে ব্যাজ দেওয়া হয় তাহলে সেটি সরিয়ে নেওয়া হতে পারে এবং এমনকি আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি নিষ্ক্রিয় বা মুছে ফেলতে পারে।
ইনস্টাগ্রামে ভেরিফাই ব্যাজের জন্য আবেদন করবেন যেভাবে
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফিকেশন ব্যাজ পাওয়ার সমস্ত শর্ত পূরণ করলে ভেরিফিকেশন ব্যাজের জন্য আবেদন করতে পারবেন। ভেরিফিকেশনের জন্য যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ব্যবহার করবেন, সে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও ইমেইল আইডি জানতে হবে। আইওএস ও অ্যান্ড্রয়েডের ইনস্টাগ্রাম অ্যাপের মাধ্যমে লগইন করতে হবে। ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণ থেকে ভ্যারিফাইড ব্যাজের জন্য আবেদন করা সম্ভব নয়। এ ছাড়া, ইনস্টাগ্রাম কখনোই ভেরিফিকেশনের জন্য অর্থ চাইবে না এবং আপনার পরিচয় যাচাইয়ের জন্য কখনো যোগাযোগ করবে না। ভেরিফাইড ব্যাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ভ্যারিফাই করতে চান, তাতে আইওএস বা অ্যান্ড্রয়েড ইনস্টাগ্রাম অ্যাপ দিয়ে লগইন করুন। নিচের মেনু থেকে প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল ট্যাবে যান।
২. প্রোফাইল ট্যাবের ওপরে ডানদিকের কোণে থাকা মেনু আইকনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
৩. সেটিংস অপশনে নির্বাচন করুন।
৪. ‘অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করুন।
৫. এরপর ‘রিকোয়েস্ট ভেরিফিকেশন’ অপশন নির্বাচন করুন।
৬. এবার ‘ফুল নেম’ ফিল্ডে পুরো নাম লিখুন ও ‘নোওন এজ’ ফিল্ডে আপনি যেভাবে পরিচিত তা বর্ণনা করুন এবং ‘ক্যাটাগরি’ ড্রপডাউন তালিকা থেকে অ্যাকাউন্টটি যেই ক্যাটাগরিতে পড়ে তা নির্বাচন করুন।
৭. অ্যাপটি বন্ধ না করে, ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে গিয়ে আপনার ডিভাইস ব্যবহার করে একটি সরকারি-ফটো আইডি অথবা অফিশিয়াল বিজনেস ডকুমেন্টের ছবি তুলুন।
ভেরিফিকেশনের জন্য ফটো আইডি দিয়ে আবেদন করুন। এ ক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা সরকারের দেওয়া কোনো আইডি কার্ড ব্যবহার করতে হবে।
আবার ইনস্টাগ্রামে ফিরে এসে ডিভাইস থেকে আইডি ছবিটি নির্বাচন করতে হবে। এ জন্য ‘চুজ ফাইল’ অপশনে ট্যাপ করুন।
৮. আবেদন পর্যালোচনার জন্য পাঠানোর জন্য ‘সেন্ড’ অপশনে ট্যাপ করুন। এসব ডকুমেন্ট পর্যালোচনা করবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: লাইফওয়্যার
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৭ ঘণ্টা আগে