Ajker Patrika

গুগলের অ্যাপে ত্রুটি খুঁজে দিলে মিলবে অর্থ 

প্রযুক্তি ডেস্ক
গুগলের অ্যাপে ত্রুটি খুঁজে দিলে মিলবে অর্থ 

নিজেদের তৈরি বিভিন্ন অ্যাপে থাকা ত্রুটির সন্ধান দিলে সন্ধানদাতাকে অর্থ পুরস্কার দেবে গুগল। নতুন এই ‘বাগ বাউন্টি’ কর্মসূচির আওতায় ৫০০ থেকে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেবে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ‘ভালনেরাবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম’ (ভিআরপি)- এর আওতায় দেওয়া হবে এই অর্থ পুরস্কার। 

গুগল জানিয়েছে, জিমেইল, গুগল প্লে, গুগল ক্রোম, ক্রোম রিমোট ডেস্কটপ অ্যাপের নিরাপত্তাত্রুটির সন্ধান দিলে সর্বোচ্চ ৩০ হাজার এবং গুগল ড্রাইভ বা গুগল ফটোজের ত্রুটির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া, গুগলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অ্যাপের সাধারণ ত্রুটি শনাক্তে সর্বনিম্ন ৫০০ ডলার পুরস্কার দেবে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এদিকে, নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্টগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল। মুছে যাওয়া অ্যাকাউন্টগুলো পরবর্তীতে আবেদন করলেও ফিরিয়ে দেওয়া হবে না। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে মুছে ফেলা হবে। 

গুগল জানিয়েছে, ইমেইল পড়া বা পাঠানো, গুগল ড্রাইভ ব্যবহার, ইউটিউবে ভিডিও দেখা, গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা, গুগল সার্চ ব্যবহার করা বা তৃতীয় পক্ষের কোনো অ্যাপে সাইন ইন করতে গুগলের অ্যাকাউন্ট ব্যবহার করলে সেই অ্যাকাউন্টগুলোকে সক্রিয় হিসেবে বিবেচনা করা হবে। ফলে দুই বছর ধরে শুধু ইমেইল আদান-প্রদান না করলেও সেই অ্যাকাউন্ট মুছে ফেলবে না গুগল।

চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কার্যক্রম শুরু করতে পারে গুগল। নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হলে সেগুলোর ইউজার নেম অন্য যে কেউ সহজেই ব্যবহার করার সুযোগ পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ