নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্সে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতি বাড়লেও চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী সেবা পাচ্ছেন না গ্রাহক। গ্রাহক অসন্তোষ চরম পর্যায়ে পৌঁছেছে।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা জানায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গত ২৫ এপ্রিল স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স এর ফলাফলে দেখা যায়, বাংলাদেশের অবস্থান ১২২ তম অবস্থানে নেমে এসেছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশের অবস্থান ছিল তাদের তথ্যমতে ১০৬ তম। যেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারতের অবস্থান দেখানো হয়েছে ১৬ তম অবস্থানে। পরীক্ষায় দেখা যায় ইন্টারনেট ডাউনলোডের গতি ছিল ২৪ দশমিক ৫৯ এমবিপিএস। আর আপলোড গতি ছিল ১১ দশমিক ৫৩ এমবিপিএস।
মহিউদ্দিন বলেন, ১০ অক্টোবর ওকলার স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স প্রতিবেদনে লক্ষ্য করলাম, বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট ডাউনলোড গড় ইন্টারনেটের গতি ২৭ দশমিক ৭৬ এমবিপিএস। আর গড় আপলোড স্পিড ১১ দশমিক ২২ এমবিপিএস। মোবাইল ইন্টারনেট ল্যাটেনসি দেখানো হয়েছে ২৫ মিলি সেকেন্ড। এপ্রিল থেকে অক্টোবরের শুরুতে তাদের তথ্য বলছে, বাংলাদেশের ক্রমান্বয়ে উন্নতি হয়েছে, বাংলাদেশের বর্তমান অবস্থান ৮৯ তম। যেখানে আগের প্রতিবেদনে ছিল ১০৬ অর্থাৎ ১৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। যেখানে বিশ্বের সর্বোচ্চ গতির দেশ আরব আমিরাতের গড় ডাউনলোড গতি ৩৯৮ এমবিপিএস। সেখানে বাংলাদেশের ২৭ দশমিক ৭৬ এমবিপিএস!
বিবৃতিতে বলা হয়, ওকলার এ তথ্য গ্রহণযোগ্য নয়। কারণ, ওকলা স্পিড টেস্টের স্যাম্পল সংগ্রহের জন্য যেসব ডিভাইস ব্যবহার করে থাকে তার নমুনা সংগ্রহের ডিভাইসের তথ্য অনুযায়ী সেসব ডিভাইস ব্যবহারকারী বাংলাদেশে মাত্র ৫ থেকে ৮ শতাংশ। বাংলাদেশে গ্রাহকেরা যে ধরনের ডিভাইস ব্যবহার করে থাকেন সেসব ডিভাইস দিয়ে যদি ইন্টারনেটের গড় ডাউনলোড বা আপলোড পরিমাপ করা হয় সেখানে গড় গতি পাওয়া যাবে ৫ থেকে ১০ এমবিপিএস। প্রান্তিক পর্যায়ে কিংবা ভবনের অভ্যন্তরে আবার ইন্টারনেটের গতি কম থাকে। বহুতল ভবনে কিংবা পুরান ঢাকা এমনকি সংসদ ভবনের ভেতরেও ইন্টারনেটের গতি ৫ এমবিপিএস।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইন্টারনেটের গতি যেভাবে বৃদ্ধি হওয়া উচিত সে অনুযায়ী বৃদ্ধি পায়নি। ফলে গ্রাহক অসন্তোষ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ইন্টারনেটের ডেটা থাকলেও ইন্টারনেটের গতি না থাকায় অব্যবহৃত থেকে যাচ্ছে ডেটা। মোবাইল ইন্টারনেট সেবা খাতে অনেক বৈষম্য ও সংকট যেমন চলমান, ঠিক একইভাবে সঠিক নজরদারি কমিশনের আন্তরিকতা ও জবাবদিহি ঘাটতি থাকা অন্যতম কারণ। পাশাপাশি অপারেটরদের মনোপলি বা তাদের ব্যবসার দিকে কেবল নজর থাকার কারণে সেবার মান বাড়ছে না।
স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্সে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতি বাড়লেও চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী সেবা পাচ্ছেন না গ্রাহক। গ্রাহক অসন্তোষ চরম পর্যায়ে পৌঁছেছে।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা জানায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গত ২৫ এপ্রিল স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স এর ফলাফলে দেখা যায়, বাংলাদেশের অবস্থান ১২২ তম অবস্থানে নেমে এসেছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশের অবস্থান ছিল তাদের তথ্যমতে ১০৬ তম। যেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারতের অবস্থান দেখানো হয়েছে ১৬ তম অবস্থানে। পরীক্ষায় দেখা যায় ইন্টারনেট ডাউনলোডের গতি ছিল ২৪ দশমিক ৫৯ এমবিপিএস। আর আপলোড গতি ছিল ১১ দশমিক ৫৩ এমবিপিএস।
মহিউদ্দিন বলেন, ১০ অক্টোবর ওকলার স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স প্রতিবেদনে লক্ষ্য করলাম, বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট ডাউনলোড গড় ইন্টারনেটের গতি ২৭ দশমিক ৭৬ এমবিপিএস। আর গড় আপলোড স্পিড ১১ দশমিক ২২ এমবিপিএস। মোবাইল ইন্টারনেট ল্যাটেনসি দেখানো হয়েছে ২৫ মিলি সেকেন্ড। এপ্রিল থেকে অক্টোবরের শুরুতে তাদের তথ্য বলছে, বাংলাদেশের ক্রমান্বয়ে উন্নতি হয়েছে, বাংলাদেশের বর্তমান অবস্থান ৮৯ তম। যেখানে আগের প্রতিবেদনে ছিল ১০৬ অর্থাৎ ১৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। যেখানে বিশ্বের সর্বোচ্চ গতির দেশ আরব আমিরাতের গড় ডাউনলোড গতি ৩৯৮ এমবিপিএস। সেখানে বাংলাদেশের ২৭ দশমিক ৭৬ এমবিপিএস!
বিবৃতিতে বলা হয়, ওকলার এ তথ্য গ্রহণযোগ্য নয়। কারণ, ওকলা স্পিড টেস্টের স্যাম্পল সংগ্রহের জন্য যেসব ডিভাইস ব্যবহার করে থাকে তার নমুনা সংগ্রহের ডিভাইসের তথ্য অনুযায়ী সেসব ডিভাইস ব্যবহারকারী বাংলাদেশে মাত্র ৫ থেকে ৮ শতাংশ। বাংলাদেশে গ্রাহকেরা যে ধরনের ডিভাইস ব্যবহার করে থাকেন সেসব ডিভাইস দিয়ে যদি ইন্টারনেটের গড় ডাউনলোড বা আপলোড পরিমাপ করা হয় সেখানে গড় গতি পাওয়া যাবে ৫ থেকে ১০ এমবিপিএস। প্রান্তিক পর্যায়ে কিংবা ভবনের অভ্যন্তরে আবার ইন্টারনেটের গতি কম থাকে। বহুতল ভবনে কিংবা পুরান ঢাকা এমনকি সংসদ ভবনের ভেতরেও ইন্টারনেটের গতি ৫ এমবিপিএস।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইন্টারনেটের গতি যেভাবে বৃদ্ধি হওয়া উচিত সে অনুযায়ী বৃদ্ধি পায়নি। ফলে গ্রাহক অসন্তোষ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ইন্টারনেটের ডেটা থাকলেও ইন্টারনেটের গতি না থাকায় অব্যবহৃত থেকে যাচ্ছে ডেটা। মোবাইল ইন্টারনেট সেবা খাতে অনেক বৈষম্য ও সংকট যেমন চলমান, ঠিক একইভাবে সঠিক নজরদারি কমিশনের আন্তরিকতা ও জবাবদিহি ঘাটতি থাকা অন্যতম কারণ। পাশাপাশি অপারেটরদের মনোপলি বা তাদের ব্যবসার দিকে কেবল নজর থাকার কারণে সেবার মান বাড়ছে না।
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
৭ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
৮ ঘণ্টা আগে