মাহবুব শুভ
বাজারের কোনো এয়ারপডে পানিরোধক সুবিধা নেই বললে চলে। অবশ্য কিছু মডেল ও এয়ারপড কেস আছে, যেগুলো পানি রোধ করতে পারে বটে; কিন্তু দীর্ঘ সময় পানিতে পড়ে থাকলে সেগুলোও নষ্ট হওয়ার ঝুঁকি আছে। কিছু ডিভাইস আছে, যেগুলোর ভেতরে পানি ঢোকারই সুযোগ নেই, যত সময় কিংবা পানির যত গভীরেই থাকুক না কেন। এসব এয়ারপড সাধারণ ব্যবহারকারীদের নাগালের বাইরে সেগুলোর দামের কারণে। তাই জেনে নেওয়া ভালো, আপনার ব্যবহার করা এয়ারপডটি পানিতে ভিজে গেলে কী করতে পারেন।
পানিতে ভিজে গেলে
সুতি বা মাইক্রো ফাইবারযুক্ত শুকনো কাপড় দিয়ে এয়ারপড মুছে নিন। চাইলে কটন বাডও ব্যবহার করতে পারেন। এরপর শুকানোর জন্য খোলা জায়গায় কমপক্ষে দুই ঘণ্টা রেখে দিন। এ সময়ের মধ্যে এয়ারপড ব্যবহার করা যাবে না। সম্ভব হলে মৃদু হাওয়াযুক্ত ঠান্ডা ও শুকনো জায়গায় পুরো রাত রেখে দিন। চার্জিং কেসে ঢোকানোর আগে এয়ারপড পুরোপুরি শুকিয়েছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করে নিন। না হলে জমে থাকা পানির কারণে কেসের ক্ষতি হতে পারে।
কেস ভিজে গেলে সেখান থেকে এয়ারপড বের করে রাখুন। কেসটি শুকনো কাপড় দিয়ে মুছে কয়েক ঘণ্টা কিংবা সারা রাতের জন্য কেস খোলা জায়গায় রেখে দিন। যে যা-ই বলুক না কেন, শুকানোর জন্য কোনোমতেই চালের বস্তায় এয়ারপড রাখা যাবে না। চালে এমন কিছু নেই যে এটি পানিতে ক্ষতি হওয়া এয়ারপড ঠিক করে দিতে পারবে। বরং এতে ডিভাইসের ছিদ্রগুলোতে চাল আটকে যাওয়ার আশঙ্কা আছে। অতিরিক্ত গরম ও ঠান্ডা জায়গায় এয়ারপড বা তার ভেজা কেস রাখবেন না। দ্রুত শুকাতে রেডিয়েটর কিংবা হেয়ার ড্রায়ার জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। এতে বরং এয়ারপড গরম হয়ে ভেতরের সার্কিটের ক্ষতি হতে পারে।
পানি ছাড়া অন্য কিছু পড়লে
বিভিন্ন ধরনের তরল এয়ারপডের নানা রকম ক্ষতি করতে পারে। লোশন পানিরোধক পর্দা নষ্ট করে দিতে পারে, সোডা আঠালো হয়ে স্পিকারের মুখ বন্ধ করে দেয়। অন্যদিকে কফি সাদা প্লাস্টিকে দাগ বসিয়ে দেয়। সমুদ্রের পানি শুকিয়ে গেলে এয়ারপডের গায়ে লবণ এঁটে থাকতে পারে। পানি ছাড়া অন্য কিছু ঢুকলে শুকানোর আগে হালকা ভেজা কাপড় দিয়ে এয়ারপড মুছে ফেলুন। তবে কাপড় থেকে পানি যাতে ভেতরে ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরও ময়লা তরল পদার্থ দূর করতে না পারলে ভিন্ন পদ্ধতি অবলম্বন করুন।
যেহেতু এয়ারপড দীর্ঘ সময় পানিতে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাই চার্জিং কেস যাতে পুরোপুরি পানিরোধী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: মেক ইউজ অব
বাজারের কোনো এয়ারপডে পানিরোধক সুবিধা নেই বললে চলে। অবশ্য কিছু মডেল ও এয়ারপড কেস আছে, যেগুলো পানি রোধ করতে পারে বটে; কিন্তু দীর্ঘ সময় পানিতে পড়ে থাকলে সেগুলোও নষ্ট হওয়ার ঝুঁকি আছে। কিছু ডিভাইস আছে, যেগুলোর ভেতরে পানি ঢোকারই সুযোগ নেই, যত সময় কিংবা পানির যত গভীরেই থাকুক না কেন। এসব এয়ারপড সাধারণ ব্যবহারকারীদের নাগালের বাইরে সেগুলোর দামের কারণে। তাই জেনে নেওয়া ভালো, আপনার ব্যবহার করা এয়ারপডটি পানিতে ভিজে গেলে কী করতে পারেন।
পানিতে ভিজে গেলে
সুতি বা মাইক্রো ফাইবারযুক্ত শুকনো কাপড় দিয়ে এয়ারপড মুছে নিন। চাইলে কটন বাডও ব্যবহার করতে পারেন। এরপর শুকানোর জন্য খোলা জায়গায় কমপক্ষে দুই ঘণ্টা রেখে দিন। এ সময়ের মধ্যে এয়ারপড ব্যবহার করা যাবে না। সম্ভব হলে মৃদু হাওয়াযুক্ত ঠান্ডা ও শুকনো জায়গায় পুরো রাত রেখে দিন। চার্জিং কেসে ঢোকানোর আগে এয়ারপড পুরোপুরি শুকিয়েছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করে নিন। না হলে জমে থাকা পানির কারণে কেসের ক্ষতি হতে পারে।
কেস ভিজে গেলে সেখান থেকে এয়ারপড বের করে রাখুন। কেসটি শুকনো কাপড় দিয়ে মুছে কয়েক ঘণ্টা কিংবা সারা রাতের জন্য কেস খোলা জায়গায় রেখে দিন। যে যা-ই বলুক না কেন, শুকানোর জন্য কোনোমতেই চালের বস্তায় এয়ারপড রাখা যাবে না। চালে এমন কিছু নেই যে এটি পানিতে ক্ষতি হওয়া এয়ারপড ঠিক করে দিতে পারবে। বরং এতে ডিভাইসের ছিদ্রগুলোতে চাল আটকে যাওয়ার আশঙ্কা আছে। অতিরিক্ত গরম ও ঠান্ডা জায়গায় এয়ারপড বা তার ভেজা কেস রাখবেন না। দ্রুত শুকাতে রেডিয়েটর কিংবা হেয়ার ড্রায়ার জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। এতে বরং এয়ারপড গরম হয়ে ভেতরের সার্কিটের ক্ষতি হতে পারে।
পানি ছাড়া অন্য কিছু পড়লে
বিভিন্ন ধরনের তরল এয়ারপডের নানা রকম ক্ষতি করতে পারে। লোশন পানিরোধক পর্দা নষ্ট করে দিতে পারে, সোডা আঠালো হয়ে স্পিকারের মুখ বন্ধ করে দেয়। অন্যদিকে কফি সাদা প্লাস্টিকে দাগ বসিয়ে দেয়। সমুদ্রের পানি শুকিয়ে গেলে এয়ারপডের গায়ে লবণ এঁটে থাকতে পারে। পানি ছাড়া অন্য কিছু ঢুকলে শুকানোর আগে হালকা ভেজা কাপড় দিয়ে এয়ারপড মুছে ফেলুন। তবে কাপড় থেকে পানি যাতে ভেতরে ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরও ময়লা তরল পদার্থ দূর করতে না পারলে ভিন্ন পদ্ধতি অবলম্বন করুন।
যেহেতু এয়ারপড দীর্ঘ সময় পানিতে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাই চার্জিং কেস যাতে পুরোপুরি পানিরোধী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: মেক ইউজ অব
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে