অনলাইন ডেস্ক
সার্চ ইঞ্জিনের বাজারে শামিল হলো চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘সার্চজিপিটি’ নামের সার্চ ইঞ্জিন নিয়ে আসার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর মাধ্যমে গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় নামল ওপেনএআই।
ইন্টারনেট জুড়ে থাকা রিয়েলটাইম (তাৎক্ষণিক) তথ্য জানাবে সার্চজিপিটি। কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হলে তা বিভিন্ন ওয়েবসাইটের তালিকা দেওয়ার পরিবর্তে উত্তরটি গুছিয়ে লেখে ও বোঝানোর চেষ্টা করবে এই সার্চ ইঞ্জিন। উদাহরণস্বরূপ, কোনো সংগীত উৎসব সম্পর্কে জানতে চাওয়া হলে সে সম্পর্কে একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে। সেই সঙ্গে উৎসব সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটের লিংকও দেখাবে।
আবার টমেটো গাছের চারা কখন রোপণ করা হবে, সে সম্পর্কে জানতে চাওয়া হলে বিভিন্ন প্রজাতির টমেটো গাছ কোন সময়ে রোপণ করতে হবে তা জানাবে সার্চজিপিটি। এর পরও ফলোআপ প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন ব্যবহারকারীরা বা সাইডবার থেকে প্রাসঙ্গিক ওয়েবসাইটের লিংকগুলো চালু করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে চ্যাটজিপিটির মুখপাত্র কায়লা উড বলেন, সার্চজিপিটি এখনো প্রোটোটাইপ বা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রথমেই মাত্র ১০ হাজার ব্যবহারকারী ও ডেভেলপারের কাছে সার্চ ইঞ্জিনটি উন্মোচন করা হবে। কোম্পানিটির জিপিটি-৪ মডেলের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। থার্ড পার্টি অংশীদারত্বদের সঙ্গে কাজ করছে ওপেনএআই এবং সার্চ ফলাফল তৈরির জন্য সরাসরি কনটেন্ট ফিড ব্যবহার করবে সার্চ ইঞ্জিনটি। চ্যাটজিপিটির সঙ্গে ফলাফলগুলো একত্রিত করাই কোম্পানিটির চূড়ান্ত লক্ষ্য।
ওপেনএআইয়ের সার্চ ইঞ্জিনটি গুগলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। সার্চজিপিটি উন্মোচনের ঘোষণা দেওয়ার পর গত বৃহস্পতিবার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ারদর ৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে এআইভিত্তিক আরেক সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটির সঙ্গেও তীব্র প্রতিযোগিতা করবে ওপেনএআই। সম্প্রতি এআই দিয়ে তৈরি উত্তরের জন্য সমালোচনার মুখে পড়েছে পারপ্লেক্সিটি। বিভিন্ন প্রকাশক দাবি করেন, সার্চ ইঞ্জিনটি সরাসরি তাদের কাজ চুরি করছে।
এসব সমালোচনা থেকে শিক্ষা নিয়ে সম্পূর্ণ ভিন্ন পথে এগিয়েছে ওপেনএআই। এক ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, সার্চজিপিটি তৈরির জন্য ওয়ালস্ট্রিট জার্নাল, দ্য অ্যাসোসিয়েট প্রেস ও ভক্স মিডিয়ার মতো বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে অংশীদারত্ব করেছে।
ওপেনএআই আরও বলেছে, সার্চজিপিটির ফলাফলের সঙ্গে বিভিন্ন লিংক ও উদ্ধৃতি মাধ্যমে প্রকাশকদের সঙ্গে ব্যবহারকারীদের যুক্ত করা হবে। সার্চজিপিটির উত্তরগুলোতে স্পষ্টভাবে প্রকাশদের স্বীকৃতি ও লিংক দেওয়া হয়েছে। ফলে কোথা থেকে তথ্যগুলো নেওয়া হয়েছে তা ব্যবহারকারীরা জানতে পারবেন এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য দ্রুত জানা যাবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্লুমবার্গের ও মে মাসে দ্য ইনফরমেশনের প্রতিবেদনে ওপেনএআইয়ের এই পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। গুগলের অনেক কর্মীকেও ওপেনএআই নিজের কোম্পানিতে নিয়োগ দিতে চেয়েছিল বলে সে সময় জানা গেছে।
চ্যাটজিপিটিতে রিয়েলটাইম তথ্য যুক্ত করতে চায় ওপেনএআই। যখন চ্যাটজিপিটি ৩.৫ উন্মোচন হয়েছিল, তখন কয়েক মাস পিছিয়ে ছিল এআই মডেলটির তথ্য। চ্যাটজিপিটির মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করার জন্য গত সেপ্টেম্বরে নতুন একটি উপায় উন্মোচন করে ওপেনএআই। সে সময় চ্যাটজিপিটির সঙ্গে বিং সার্চ ইঞ্জিনের ক্ষমতা জুড়ে দেওয়া হয়।
ওপেনএআই পণ্যের দ্রুত অগ্রগতির ফলে কয়েক বছরে চ্যাটজিপিটিতে লাখ লাখ ব্যবহারকারী যুক্ত হয়েছে। এক প্রতিবেদনে দ্য ইনফরমেশন বলেছে, এ বছর এআই প্রশিক্ষণে ওপেনএআইয়ের খরচ ৭০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। সার্চজিপিটি প্রাথমিকভাবে বিনা মূল্যে ব্যবহার করা যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে শিগগিরই পণ্যটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের অর্থ খরচ করতে হতে পারে।
সার্চ ইঞ্জিনের বাজারে শামিল হলো চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘সার্চজিপিটি’ নামের সার্চ ইঞ্জিন নিয়ে আসার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর মাধ্যমে গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় নামল ওপেনএআই।
ইন্টারনেট জুড়ে থাকা রিয়েলটাইম (তাৎক্ষণিক) তথ্য জানাবে সার্চজিপিটি। কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হলে তা বিভিন্ন ওয়েবসাইটের তালিকা দেওয়ার পরিবর্তে উত্তরটি গুছিয়ে লেখে ও বোঝানোর চেষ্টা করবে এই সার্চ ইঞ্জিন। উদাহরণস্বরূপ, কোনো সংগীত উৎসব সম্পর্কে জানতে চাওয়া হলে সে সম্পর্কে একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে। সেই সঙ্গে উৎসব সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটের লিংকও দেখাবে।
আবার টমেটো গাছের চারা কখন রোপণ করা হবে, সে সম্পর্কে জানতে চাওয়া হলে বিভিন্ন প্রজাতির টমেটো গাছ কোন সময়ে রোপণ করতে হবে তা জানাবে সার্চজিপিটি। এর পরও ফলোআপ প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন ব্যবহারকারীরা বা সাইডবার থেকে প্রাসঙ্গিক ওয়েবসাইটের লিংকগুলো চালু করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে চ্যাটজিপিটির মুখপাত্র কায়লা উড বলেন, সার্চজিপিটি এখনো প্রোটোটাইপ বা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রথমেই মাত্র ১০ হাজার ব্যবহারকারী ও ডেভেলপারের কাছে সার্চ ইঞ্জিনটি উন্মোচন করা হবে। কোম্পানিটির জিপিটি-৪ মডেলের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। থার্ড পার্টি অংশীদারত্বদের সঙ্গে কাজ করছে ওপেনএআই এবং সার্চ ফলাফল তৈরির জন্য সরাসরি কনটেন্ট ফিড ব্যবহার করবে সার্চ ইঞ্জিনটি। চ্যাটজিপিটির সঙ্গে ফলাফলগুলো একত্রিত করাই কোম্পানিটির চূড়ান্ত লক্ষ্য।
ওপেনএআইয়ের সার্চ ইঞ্জিনটি গুগলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। সার্চজিপিটি উন্মোচনের ঘোষণা দেওয়ার পর গত বৃহস্পতিবার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ারদর ৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে এআইভিত্তিক আরেক সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটির সঙ্গেও তীব্র প্রতিযোগিতা করবে ওপেনএআই। সম্প্রতি এআই দিয়ে তৈরি উত্তরের জন্য সমালোচনার মুখে পড়েছে পারপ্লেক্সিটি। বিভিন্ন প্রকাশক দাবি করেন, সার্চ ইঞ্জিনটি সরাসরি তাদের কাজ চুরি করছে।
এসব সমালোচনা থেকে শিক্ষা নিয়ে সম্পূর্ণ ভিন্ন পথে এগিয়েছে ওপেনএআই। এক ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, সার্চজিপিটি তৈরির জন্য ওয়ালস্ট্রিট জার্নাল, দ্য অ্যাসোসিয়েট প্রেস ও ভক্স মিডিয়ার মতো বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে অংশীদারত্ব করেছে।
ওপেনএআই আরও বলেছে, সার্চজিপিটির ফলাফলের সঙ্গে বিভিন্ন লিংক ও উদ্ধৃতি মাধ্যমে প্রকাশকদের সঙ্গে ব্যবহারকারীদের যুক্ত করা হবে। সার্চজিপিটির উত্তরগুলোতে স্পষ্টভাবে প্রকাশদের স্বীকৃতি ও লিংক দেওয়া হয়েছে। ফলে কোথা থেকে তথ্যগুলো নেওয়া হয়েছে তা ব্যবহারকারীরা জানতে পারবেন এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য দ্রুত জানা যাবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্লুমবার্গের ও মে মাসে দ্য ইনফরমেশনের প্রতিবেদনে ওপেনএআইয়ের এই পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। গুগলের অনেক কর্মীকেও ওপেনএআই নিজের কোম্পানিতে নিয়োগ দিতে চেয়েছিল বলে সে সময় জানা গেছে।
চ্যাটজিপিটিতে রিয়েলটাইম তথ্য যুক্ত করতে চায় ওপেনএআই। যখন চ্যাটজিপিটি ৩.৫ উন্মোচন হয়েছিল, তখন কয়েক মাস পিছিয়ে ছিল এআই মডেলটির তথ্য। চ্যাটজিপিটির মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করার জন্য গত সেপ্টেম্বরে নতুন একটি উপায় উন্মোচন করে ওপেনএআই। সে সময় চ্যাটজিপিটির সঙ্গে বিং সার্চ ইঞ্জিনের ক্ষমতা জুড়ে দেওয়া হয়।
ওপেনএআই পণ্যের দ্রুত অগ্রগতির ফলে কয়েক বছরে চ্যাটজিপিটিতে লাখ লাখ ব্যবহারকারী যুক্ত হয়েছে। এক প্রতিবেদনে দ্য ইনফরমেশন বলেছে, এ বছর এআই প্রশিক্ষণে ওপেনএআইয়ের খরচ ৭০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। সার্চজিপিটি প্রাথমিকভাবে বিনা মূল্যে ব্যবহার করা যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে শিগগিরই পণ্যটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের অর্থ খরচ করতে হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৯ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২১ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে