প্রযুক্তি ডেস্ক
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই দেখা দেয় চিপ-সংকট। ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় প্রযুক্তি ও গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে গতকাল শুক্রবার ইনটেল করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, চিপ তৈরির জন্য যুক্তরাষ্ট্রের ওহাইওতে বিশ্বের বৃহত্তম কমপ্লেক্স তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট জেলসিঙ্গারের এই উদ্যোগকে একটি কৌশল হিসেবে দেখেছেন বিশ্লেষকেরা। তাঁদের এ প্রকল্প বাস্তবায়িত হলে চিপ তৈরিতে আধিপত্য পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটি অনেকটাই সফল হবে। তা ছাড়া এ খাতে এশিয়ান ম্যানুফ্যাকচারিং হাবের বলয় থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসতে সক্ষম হবে বলেও ধারণা করা হচ্ছে।
জেলসিঙ্গার রয়টার্সকে জানান, বিশ্বের বৃহত্তম এ চিপ কারখানা ওহাইওর নিউ আলবানিতে এক হাজার একর জায়গার ওপর নির্মাণ করা হবে। এতে প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এ প্রকল্পে চিপ তৈরির জন্য মোট ৮টি প্ল্যান্ট থাকবে। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। প্রকল্পটি শেষ হলে এখানে ৩ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন বাড়াতে সম্প্রতি বেশ জোর দিয়েছে বাইডেন প্রশাসন। তারা বেশ কদিন ধরেই এ খাতে ৫২ বিলিয়ন ডলারের ভর্তুকি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের ওপর চাপ প্রয়োগ করে আসছে।
এর আগে এক বিবৃতিতে সেমিকন্ডাক্টর চিপের বিশ্ব বাজার দখলের জন্য চীনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
গতকাল শুক্রবার মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, শিগগিরই সেমিকন্ডাক্টর চিপের সরবরাহ চেইনকে শক্তিশালী করতে কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হবে। যেখানে ৫২ বিলিয়ন ডলারে ভর্তুকির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই দেখা দেয় চিপ-সংকট। ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় প্রযুক্তি ও গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে গতকাল শুক্রবার ইনটেল করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, চিপ তৈরির জন্য যুক্তরাষ্ট্রের ওহাইওতে বিশ্বের বৃহত্তম কমপ্লেক্স তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট জেলসিঙ্গারের এই উদ্যোগকে একটি কৌশল হিসেবে দেখেছেন বিশ্লেষকেরা। তাঁদের এ প্রকল্প বাস্তবায়িত হলে চিপ তৈরিতে আধিপত্য পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটি অনেকটাই সফল হবে। তা ছাড়া এ খাতে এশিয়ান ম্যানুফ্যাকচারিং হাবের বলয় থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসতে সক্ষম হবে বলেও ধারণা করা হচ্ছে।
জেলসিঙ্গার রয়টার্সকে জানান, বিশ্বের বৃহত্তম এ চিপ কারখানা ওহাইওর নিউ আলবানিতে এক হাজার একর জায়গার ওপর নির্মাণ করা হবে। এতে প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এ প্রকল্পে চিপ তৈরির জন্য মোট ৮টি প্ল্যান্ট থাকবে। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। প্রকল্পটি শেষ হলে এখানে ৩ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন বাড়াতে সম্প্রতি বেশ জোর দিয়েছে বাইডেন প্রশাসন। তারা বেশ কদিন ধরেই এ খাতে ৫২ বিলিয়ন ডলারের ভর্তুকি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের ওপর চাপ প্রয়োগ করে আসছে।
এর আগে এক বিবৃতিতে সেমিকন্ডাক্টর চিপের বিশ্ব বাজার দখলের জন্য চীনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
গতকাল শুক্রবার মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, শিগগিরই সেমিকন্ডাক্টর চিপের সরবরাহ চেইনকে শক্তিশালী করতে কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হবে। যেখানে ৫২ বিলিয়ন ডলারে ভর্তুকির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১১ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৯ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২০ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে