প্রযুক্তি ডেস্ক
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই দেখা দেয় চিপ-সংকট। ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় প্রযুক্তি ও গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে গতকাল শুক্রবার ইনটেল করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, চিপ তৈরির জন্য যুক্তরাষ্ট্রের ওহাইওতে বিশ্বের বৃহত্তম কমপ্লেক্স তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট জেলসিঙ্গারের এই উদ্যোগকে একটি কৌশল হিসেবে দেখেছেন বিশ্লেষকেরা। তাঁদের এ প্রকল্প বাস্তবায়িত হলে চিপ তৈরিতে আধিপত্য পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটি অনেকটাই সফল হবে। তা ছাড়া এ খাতে এশিয়ান ম্যানুফ্যাকচারিং হাবের বলয় থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসতে সক্ষম হবে বলেও ধারণা করা হচ্ছে।
জেলসিঙ্গার রয়টার্সকে জানান, বিশ্বের বৃহত্তম এ চিপ কারখানা ওহাইওর নিউ আলবানিতে এক হাজার একর জায়গার ওপর নির্মাণ করা হবে। এতে প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এ প্রকল্পে চিপ তৈরির জন্য মোট ৮টি প্ল্যান্ট থাকবে। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। প্রকল্পটি শেষ হলে এখানে ৩ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন বাড়াতে সম্প্রতি বেশ জোর দিয়েছে বাইডেন প্রশাসন। তারা বেশ কদিন ধরেই এ খাতে ৫২ বিলিয়ন ডলারের ভর্তুকি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের ওপর চাপ প্রয়োগ করে আসছে।
এর আগে এক বিবৃতিতে সেমিকন্ডাক্টর চিপের বিশ্ব বাজার দখলের জন্য চীনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
গতকাল শুক্রবার মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, শিগগিরই সেমিকন্ডাক্টর চিপের সরবরাহ চেইনকে শক্তিশালী করতে কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হবে। যেখানে ৫২ বিলিয়ন ডলারে ভর্তুকির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই দেখা দেয় চিপ-সংকট। ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় প্রযুক্তি ও গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে গতকাল শুক্রবার ইনটেল করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, চিপ তৈরির জন্য যুক্তরাষ্ট্রের ওহাইওতে বিশ্বের বৃহত্তম কমপ্লেক্স তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট জেলসিঙ্গারের এই উদ্যোগকে একটি কৌশল হিসেবে দেখেছেন বিশ্লেষকেরা। তাঁদের এ প্রকল্প বাস্তবায়িত হলে চিপ তৈরিতে আধিপত্য পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটি অনেকটাই সফল হবে। তা ছাড়া এ খাতে এশিয়ান ম্যানুফ্যাকচারিং হাবের বলয় থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসতে সক্ষম হবে বলেও ধারণা করা হচ্ছে।
জেলসিঙ্গার রয়টার্সকে জানান, বিশ্বের বৃহত্তম এ চিপ কারখানা ওহাইওর নিউ আলবানিতে এক হাজার একর জায়গার ওপর নির্মাণ করা হবে। এতে প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এ প্রকল্পে চিপ তৈরির জন্য মোট ৮টি প্ল্যান্ট থাকবে। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। প্রকল্পটি শেষ হলে এখানে ৩ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন বাড়াতে সম্প্রতি বেশ জোর দিয়েছে বাইডেন প্রশাসন। তারা বেশ কদিন ধরেই এ খাতে ৫২ বিলিয়ন ডলারের ভর্তুকি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের ওপর চাপ প্রয়োগ করে আসছে।
এর আগে এক বিবৃতিতে সেমিকন্ডাক্টর চিপের বিশ্ব বাজার দখলের জন্য চীনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
গতকাল শুক্রবার মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, শিগগিরই সেমিকন্ডাক্টর চিপের সরবরাহ চেইনকে শক্তিশালী করতে কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হবে। যেখানে ৫২ বিলিয়ন ডলারে ভর্তুকির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৪ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৬ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৭ ঘণ্টা আগে