ইনস্টাগ্রামের কোয়াইট মোড কী, ব্যবহার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬: ৩৮
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬: ৪০
Thumbnail image
এই মোড চালু থাকলেও ইনস্টাগ্রাম ব্রাউজ করা যাবে। ছবি: হাও টু গিক

গুরুত্বপূর্ণ কাজের সময় মনোযোগ বিঘ্ন করে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনগুলো। এজন্য ‘কোয়াইট মোড’ ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত নোটিফিকেশন আসা বন্ধ রাখা যায়। তবে পরবর্তীতে সব নোটিফিকেশন দেখা যায়।

ইনস্টাগ্রামের কোয়াইট মোড কী
ব্যবহারকারীদের তাদের সময় ব্যবস্থাপনা করতে এবং বিভ্রান্তি কমাতে সাহায্য করে ইনস্টাগ্রামের কোয়াইট মোড। এই মোডটি চালু করলে ইনস্টাগ্রামের সমস্ত নোটিফিকেশন স্থগিত থাকে। প্ল্যাটফর্মটিতে কার্যকলাপের স্ট্যাটাস পরিবর্তিত হয়ে ‘ইন কোয়াইট মোড’ হিসেবে দেখানো হয়। এই মোড চালু থাকার সময় কেউ আপনাকে ডাইরেক্ট মেসেজ পাঠালে ইনস্টাগ্রাম একটি স্বয়ংক্রিয় উত্তর দেখাবে। এই স্বয়ংক্রিয় উত্তরে অন্যদের জানানো হবে যে, আপনার ইনস্টাগ্রামে এখন কোয়াইট মোডে আছে এবং এই মেসেজগুলো পরে দেখানো হবে।

এটি ফোনের ডু নট ডিস্টার্ব ফিচারের মতোই কাজ করে। তবে এই মোড চালু থাকলেও ইনস্টাগ্রাম ব্রাউজ করা যাবে এবং কনটেন্টের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। এটি একটি ছোট, কিন্তু শক্তিশালী টুল যা মানসিক স্বাস্থ্যের ভালো রাখতে এবং কাজের মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।

ইনস্টাগ্রামে কোয়াইট মোড চালু করবেন যেভাবে
আপনি যদি অ্যান্ড্রয়েড বা আইফোন ব্যবহার করেন, তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:

১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।
২. এখন ‘প্রোফাইল’ (প্রোফাইল ছবি) সেকশনে যান।
৩. ওপরের ডান কোনায় তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
৪. এখন ‘নোটিফিকেশনস’ অপশনে-এ ট্যাপ করুন।
৫. ‘কোয়াইট মোড’ অপশন খুঁজে বের করুন এবং এরপর ‘স্লিপ মোড’ অপশনের পাশে টগল বাটনটি চালু করুন।
৬. এরপর ‘স্টার্ট টাইম’ ও ‘অ্যান্ড টাইম’ অপশনে ট্যাপ করে কোয়াইট মোডের সময়সীমা নির্ধারণ করুন।
৭. এর নিচে সপ্তাহের বিভিন্ন নাম লেখা থাকবে। প্রতিদিন এই স্লিপ মোড চালু রাখলে সবগুলো অপশনে ট্যাপ করুন। আর সপ্তাহে এই নির্দিষ্ট দিনে চালু রাখতে চাইলে নির্দিষ্ট বারের ওপর ট্যাপ করুন।

একইভাবে কোয়াইট মোড অপশনটি সেটিংস থেকে পরিবর্তন করা যাবে। এজন্য স্লিপ মোড অপশনটির পাশের টগল বাটনটি বন্ধ করে দিতে হবে।

উদাহরণস্বরূপ: রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোনো বিরক্তিকর না পেতে চাইলে কোয়াইট মোড কাস্টমাইজ করা যায়। তাহলে আপনি এই সময়গুলোর জন্য কোয়াইট মোড নির্ধারণ করতে পারেন। একবার সেট করে নিলে, কোয়াইট মোড স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময়ে সক্রিয় এবং নিষ্ক্রিয় হয়ে যাবে।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত