অনলাইন ডেস্ক
হঠাৎ করেই ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অসংখ্য ব্যবহারকারী। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে চেষ্টা করেও প্রবেশ করা সম্ভব হয়নি। অনেকের ক্ষেত্রেই দেখা গেছে, স্বয়ংক্রিয়ভাবেই ফেসবুক থেকে লগ–আউট হয়ে গেছেন তাঁরা। পাসওয়ার্ড দিয়েও আর প্রবেশ করা যাচ্ছে না। ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেও প্রবেশ করা যাচ্ছে না।
প্রকৃত ঘটনা জানতে তাৎক্ষণিকভাবে গুগল করেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেখা গেছে, বিশ্বজুড়েই এই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। ‘ফেসবুকডাউন’ হ্যাশট্যাগে অসংখ্য অভিযোগ জানিয়েছেন এক্স ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে এই মাধ্যমটিতে ফেসবুক নিয়ে অনেককে ট্রল করতেও দেখা গেছে।
রাত সাড়ে ৯টার দিকে ভ্যারাইটির এক প্রতিবেদনে ফেসবুকসহ মেটা কোম্পানির অন্তর্ভুক্ত ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ডাউন হওয়ার কথা বলা হয়েছে। তবে কী কারণে এই পরিস্থিতি তা জানাতে পারেনি পত্রিকাটি।
পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’
রাত পৌনে ১০টার দিকে গেম–রেন্ট নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, মেটা কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সাধারণত কোনো নির্দিষ্ট অঞ্চল কিংবা নির্দিষ্ট সময়ের জন্য কখনো কখনো ডাউন হয়েছে ইতিপূর্বে। কিন্তু একসঙ্গে পুরো পৃথিবীজুড়ে এমন হওয়ার ঘটনা বিরল।
এ বিষয়ে মাত্র আধা ঘণ্টার মধ্যেই ‘ডাউন ডিটেক্টরের’ কাছে ২ লাখের বেশি মানুষ রিপোর্ট করেছে বলে জানা গেছে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত ৫ লাখ ৩৮ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী এবং ৮৪ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারী ডাউন ডিটেক্টরে রিপোর্ট করেছেন।
হঠাৎ ডাউন হয়ে যাওয়ার বিষয়ে ফেসবুক কিংবা মেটা কর্তৃপক্ষ কোনো পূর্বাভাসও দেয়নি। ঘটনার পর বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্তও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি সংস্থাটি।
হঠাৎ করেই ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অসংখ্য ব্যবহারকারী। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে চেষ্টা করেও প্রবেশ করা সম্ভব হয়নি। অনেকের ক্ষেত্রেই দেখা গেছে, স্বয়ংক্রিয়ভাবেই ফেসবুক থেকে লগ–আউট হয়ে গেছেন তাঁরা। পাসওয়ার্ড দিয়েও আর প্রবেশ করা যাচ্ছে না। ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেও প্রবেশ করা যাচ্ছে না।
প্রকৃত ঘটনা জানতে তাৎক্ষণিকভাবে গুগল করেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেখা গেছে, বিশ্বজুড়েই এই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। ‘ফেসবুকডাউন’ হ্যাশট্যাগে অসংখ্য অভিযোগ জানিয়েছেন এক্স ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে এই মাধ্যমটিতে ফেসবুক নিয়ে অনেককে ট্রল করতেও দেখা গেছে।
রাত সাড়ে ৯টার দিকে ভ্যারাইটির এক প্রতিবেদনে ফেসবুকসহ মেটা কোম্পানির অন্তর্ভুক্ত ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ডাউন হওয়ার কথা বলা হয়েছে। তবে কী কারণে এই পরিস্থিতি তা জানাতে পারেনি পত্রিকাটি।
পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’
রাত পৌনে ১০টার দিকে গেম–রেন্ট নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, মেটা কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সাধারণত কোনো নির্দিষ্ট অঞ্চল কিংবা নির্দিষ্ট সময়ের জন্য কখনো কখনো ডাউন হয়েছে ইতিপূর্বে। কিন্তু একসঙ্গে পুরো পৃথিবীজুড়ে এমন হওয়ার ঘটনা বিরল।
এ বিষয়ে মাত্র আধা ঘণ্টার মধ্যেই ‘ডাউন ডিটেক্টরের’ কাছে ২ লাখের বেশি মানুষ রিপোর্ট করেছে বলে জানা গেছে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত ৫ লাখ ৩৮ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী এবং ৮৪ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারী ডাউন ডিটেক্টরে রিপোর্ট করেছেন।
হঠাৎ ডাউন হয়ে যাওয়ার বিষয়ে ফেসবুক কিংবা মেটা কর্তৃপক্ষ কোনো পূর্বাভাসও দেয়নি। ঘটনার পর বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্তও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি সংস্থাটি।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৭ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৯ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
২১ ঘণ্টা আগে