অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডেটা ট্রান্সফার করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
Thumbnail image

সম্প্রতি নতুন আইফোন ১৬ সিরিজ উন্মোচন করেছে অ্যাপল। এতে অ্যাকশন ও ক্যামেরা বাটন, শক্তিশালী এ১৮ চিপস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেম অ্যাপল ইন্টিলিজেন্সসহ বিভিন্ন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। তাই আইওএসের নতুন ফিচারগুলো ব্যবহার করার জন্য আইফোন কেনার পরিকল্পনা করছেন অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। সে অনুযায়ী অ্যান্ড্রয়েড ফোনের ডেটা আইফোনে স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা যায়। 

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডেটা স্থানান্তর ঝামেলার বিষয় বলে মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। আইফোনের ‘মুভ টু আইওএস’ অ্যাপ রয়েছে, যা ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে নতুন আইফোনে ছবি, কন্টাক্ট, মেসেজের মতো ইত্যাদি ডেটা ওয়্যারলেসভাবে স্থানান্তর করতে দেয়। তাই গুরুত্বপূর্ণ ডেটা হারানোর ছাড়াই নিশ্চিন্তে আইফোন ব্যবহার করা যাবে। 

অ্যান্ড্রয়েড থেকে আইওএসে ডেটা স্থানান্তরের আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেগুলো হলো—
• আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি ওয়াইফাইয়ে যুক্ত রয়েছে এবং সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণে আপডেট করা হয়েছে তা নিশ্চিত করুন। একইভাবে নতুন আইফোনেও ওয়াইফাই সংযোগ রয়েছে এবং সর্বশেষ আইওএস সংস্করণে আপডেট করা হয়েছে কিনা তা খেয়াল করুন। 
• স্থানান্তর প্রক্রিয়া চলাকালীন উভয় ডিভাইসই চার্জে থাকতে হবে। 
• আপনার নতুন আইফোনে অ্যান্ড্রয়েড ফোন থেকে সমস্ত ডেটা গ্রহণ করার মতো যথেষ্ট স্টোরেজ স্পেস আছে কিনা তা নিশ্চিত করুন। প্রয়োজনে কিছু স্টোরেজ মুছে ফেলুন বা কোনো ফাইলগুলো ক্লাউডে সংরক্ষণ করতে হবে তা নির্ধারণ করুন। 
• আইফোনে আইওএস ১৫.৫ বা এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেম থাকতে হবে। 
•উভয় ডিভাইসই একই ওয়াইফাই বা ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। 

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডেটা স্থানান্তর করবেন যেভাবে 
১. অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে স্টোরে যান এবং ‘মুভ টু আইওএস’ অ্যাপটি সার্চ করুন। এটি ডাউনলোড এবং ইনস্টল করুন। 
২ আপনার নতুন আইফোন চালু করুন এবং প্রাথমিক সেটআপ শুরু করুন। ‘অ্যাপস অ্যান্ড ডেটা’ স্ক্রিনে দেখালে ‘মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড’ নির্বাচন করুন। 
৩. আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে মুভ টু আইওএস অ্যাপটি খুলুন এবং ‘কনটিনিউ’–তে ট্যাপ করুন। নিশ্চিত করুন যে উভয় ডিভাইসই চার্জ দেওয়ার রয়েছে এবং একে অপরের কাছে রয়েছে। 
৪. আইফোনে একটি এককালীন কোড প্রদর্শন করবে, যা ছয় অথবা দশ ডিজিটের হতে পারে। এই কোডটি অ্যান্ড্রয়েড ডিভাইসে দিন। 
৫. এখন আইফোন একটি অস্থায়ী ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করবে। এই নেটওয়ার্কে সংযুক্ত হতে আপনার অ্যান্ড্রয়েড ফোনে নির্দেশনা অনুসরণ করুন এবং স্থানান্তর অপশন স্ক্রিনে দেখানো পর্যন্ত অপেক্ষা করুন। 
৬. যে ধরনের ডেটা স্থানান্তর করতে পারবেন তার একটি তালিকা দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পারবেন। যেমন কন্টাক্ট, মেসেজ, ছবি, ভিডিও, এবং আরও অনেক কিছু। আপনি যে ডেটা স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন এবং তারপর ‘নেক্সট’ অপশনে ট্যাপ করুন। ডেটার আকার অনুযায়ী এই প্রক্রিয়া কিছু সময় নিতে পারে। প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ডিভাইসগুলো চালু রাখুন। 

টিপস: 
ইতিমধ্যে আইফোন সেটআপ করে থাকেন, তবে আপনাকে নতুন করে শুরু করতে হবে। এ জন্য সেটিংস থেকে জেনারেল অপশনে যেতে হবে। এরপর ট্রান্সফার বা রিসেট আইফোন অপশন নির্বাচন করুন ও ইরেজ অল কনটেন্ট অ্যান্ড সেটিংস বাটনে ট্যাপ করুন। এভাবে নতুন আইফোন স্বাভাবিকভাবে সেটআপ করতে থাকতে হবে। 

ডেটা স্থানান্তরের সময় কেবলমাত্র গুগল প্লে এবং অ্যাপল অ্যাপ স্টোরে থাকা অ্যাপগুলো স্থানান্তরিত হবে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে অন্যান্য অ্যাপ আইফোনের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া, মিউজিক, বই, এবং পিডিএফ ফাইল ‘মুভ টু আইওএস’ অ্যাপের মাধ্যমে স্থানান্তরিত হয় না। এই ফাইলগুলি ম্যানুয়ালি আইটিউনস অথবা অন্যান্য পদ্ধতির মাধ্যমে স্থানান্তর করতে হবে। 

ডেটা স্থানান্তর সম্পন্ন হলে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশাবলি অনুসরণ করে আপনার আইফোনের সেটআপ সম্পন্ন করুন। নিশ্চিত করুন যে আপনার সমস্ত কন্টাক্ট, মেসেজ, এবং মিডিয়া সফলভাবে স্থানান্তরিত হয়েছে কিনা তা নিশ্চিত করুন। যদি কিছু মিস থাকে নির্দিষ্ট ফাইলগুলো ম্যানুয়ালি স্থানান্তর করতে হতে পারে। 

যদি অ্যান্ড্রয়েড থেকে আইওএস ডেটা স্থানান্তর প্রক্রিয়ার সময় সমস্যার সম্মুখীন হলে উভয় ডিভাইস রিস্টার্ট করুন এবং স্থানান্তর আবার চেষ্টা করুন। উভয় ডিভাইসই ওয়াইফাইতে সংযুক্ত করুন এবং যেকোনো সেটিংস যেমন–স্মার্ট নেটওয়ার্ক সুইচ বন্ধ করুন। স্থানান্তরের সময় আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে মোবাইল ইন্টারনেট বন্ধ করুন। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত