অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন চিপ উন্মোচন করল অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস বা এএমডি। এ ছাড়া চিপের বাজারে শীর্ষে থাকা এনভিডিয়াকে টেক্কা দিতে আগামী দুই বছরের পরিকল্পনাও ঘোষণা করেছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত সোমবার তাইওয়ানের রাজধানী তাইপেতে ‘কমপিউটেক্সট টেকনোলজি ট্রেড’ সম্মেলনে এএমডির নতুন ‘এমআই ৩২৫ এক্স এক্সিলারেটর উন্মোচন করেন কোম্পানিটির সিইও লিসা সু। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) চিপটি বাজারে আসবে।
এআই ডেটা সেন্টারের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য এই ধরনের চিপের ব্যাপক বাড়ছে। এআই চিপ বাজারের ৮০ শতাংশ এনভিডিয়ার দখলে। তাই এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্য নির্ধারণ করেছে এএমডি।
গত বছরে এনভিডিয়া বিনিয়োগকারীদের জানিয়েছে, আগের চেয়েও বেশি বেশি নতুন চিপ বাজারে আনবে তারা। আর সে পথেই এগোচ্ছে এমএমডি।
লিসা সু বলেন, কোম্পানি হিসেবে আমাদের এক নম্বর অগ্রাধিকার এআই ও এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কোম্পানির অভ্যন্তরীণ সমস্ত সক্ষমতা ব্যবহার করেছি।’
এ ছাড়া ‘এমআই ৩৫০’ নামের একটি নতুন সিরিজের চিপও দেখিয়েছে এএমডি। এই সিরিজ বাজারে আসতে পারে ২০২৫ সালে। আর এতে পুরোপুরি নতুন ধরনের নকশা ব্যবহার করা হবে।
এএমডি বলছে, বর্তমান বাজারে প্রচলিত ‘এমআই ৩০০’ সিরিজের এআই চিপের তুলনায় নতুন চিপের ‘ইনফিয়ারেন্স’-এর কার্যকারিতা ৩৫ গুণ বেশি হবে। মূলত জেনারেটিভ এআইয়ের বিভিন্ন জবাব কম্পিউট করার প্রক্রিয়া হলো ইনফিয়ারেন্স।
এ ছাড়া, ‘এআই ৪০০’ সিরিজের চিপও দেখিয়েছে এএমডি। এটি ২০২৬ সালে বাজারে আসতে পারে। আর এতে ‘নেক্সট’ নামের নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে।
গত রোববার এনভিডিয়ার সিইও জেনসন হুয়াং বলেন, কোম্পানিটির নতুন চিপ ‘রুবিন’ বাজারে আসবে ২০২৬ সালে। এটি জিপিইউ, সিপিইউ ও নেটওয়ার্কিং পণ্যে এসব চিপ ব্যবহার করা হবে।
জেনারেটিভ এআই খাতে দীর্ঘায়ু মূল্যায়ন করতে চিপ নির্মাতাদের কাছ থেকে দীর্ঘমেয়াদি আপডেট চান বিনিয়োগকারী। তবে এখন পর্যন্ত এই খাতের বিকাশের গতি ধীর হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।
গত সোমবার এএমডির শেয়ারের কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে এনভিডিয়ার শেয়ারদর ৩ শতাংশ বেড়েছে। ২০২৩ সাল শুরুর পর থেকে এএমডির শেয়ারমূল্য হয়েছে দ্বিগুণেরও বেশি। তবে একই সময়ে এনভিডিয়ার শেয়ারমূল্য সাত গুণে বেড়েছে।
গত এপ্রিলে এএমডির সু এপ্রিলে বলেন, ২০২৪ সালে প্রায় ৪০০ কোটি ডলার মূল্যের চিপ বিক্রির আশা করছে কোম্পানিটি। এর আগে ৫০ কোটি ডলার আয় করার অনুমান করছিল করেছিল এএমডি।
এক বছরের দীর্ঘ মন্দা থেকে বেরিয়ে আসার জন্য কম্পিউটারের সঙ্গে এআই ফিচার যুক্ত করছে চিপ উৎপাদকেরা।
এএমডির এআই পিসি চিপসহ নতুন ডিভাইস উন্মোচন করবে এইচপি ও লেনোভো কোম্পানি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন চিপ উন্মোচন করল অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস বা এএমডি। এ ছাড়া চিপের বাজারে শীর্ষে থাকা এনভিডিয়াকে টেক্কা দিতে আগামী দুই বছরের পরিকল্পনাও ঘোষণা করেছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত সোমবার তাইওয়ানের রাজধানী তাইপেতে ‘কমপিউটেক্সট টেকনোলজি ট্রেড’ সম্মেলনে এএমডির নতুন ‘এমআই ৩২৫ এক্স এক্সিলারেটর উন্মোচন করেন কোম্পানিটির সিইও লিসা সু। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) চিপটি বাজারে আসবে।
এআই ডেটা সেন্টারের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য এই ধরনের চিপের ব্যাপক বাড়ছে। এআই চিপ বাজারের ৮০ শতাংশ এনভিডিয়ার দখলে। তাই এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্য নির্ধারণ করেছে এএমডি।
গত বছরে এনভিডিয়া বিনিয়োগকারীদের জানিয়েছে, আগের চেয়েও বেশি বেশি নতুন চিপ বাজারে আনবে তারা। আর সে পথেই এগোচ্ছে এমএমডি।
লিসা সু বলেন, কোম্পানি হিসেবে আমাদের এক নম্বর অগ্রাধিকার এআই ও এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কোম্পানির অভ্যন্তরীণ সমস্ত সক্ষমতা ব্যবহার করেছি।’
এ ছাড়া ‘এমআই ৩৫০’ নামের একটি নতুন সিরিজের চিপও দেখিয়েছে এএমডি। এই সিরিজ বাজারে আসতে পারে ২০২৫ সালে। আর এতে পুরোপুরি নতুন ধরনের নকশা ব্যবহার করা হবে।
এএমডি বলছে, বর্তমান বাজারে প্রচলিত ‘এমআই ৩০০’ সিরিজের এআই চিপের তুলনায় নতুন চিপের ‘ইনফিয়ারেন্স’-এর কার্যকারিতা ৩৫ গুণ বেশি হবে। মূলত জেনারেটিভ এআইয়ের বিভিন্ন জবাব কম্পিউট করার প্রক্রিয়া হলো ইনফিয়ারেন্স।
এ ছাড়া, ‘এআই ৪০০’ সিরিজের চিপও দেখিয়েছে এএমডি। এটি ২০২৬ সালে বাজারে আসতে পারে। আর এতে ‘নেক্সট’ নামের নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে।
গত রোববার এনভিডিয়ার সিইও জেনসন হুয়াং বলেন, কোম্পানিটির নতুন চিপ ‘রুবিন’ বাজারে আসবে ২০২৬ সালে। এটি জিপিইউ, সিপিইউ ও নেটওয়ার্কিং পণ্যে এসব চিপ ব্যবহার করা হবে।
জেনারেটিভ এআই খাতে দীর্ঘায়ু মূল্যায়ন করতে চিপ নির্মাতাদের কাছ থেকে দীর্ঘমেয়াদি আপডেট চান বিনিয়োগকারী। তবে এখন পর্যন্ত এই খাতের বিকাশের গতি ধীর হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।
গত সোমবার এএমডির শেয়ারের কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে এনভিডিয়ার শেয়ারদর ৩ শতাংশ বেড়েছে। ২০২৩ সাল শুরুর পর থেকে এএমডির শেয়ারমূল্য হয়েছে দ্বিগুণেরও বেশি। তবে একই সময়ে এনভিডিয়ার শেয়ারমূল্য সাত গুণে বেড়েছে।
গত এপ্রিলে এএমডির সু এপ্রিলে বলেন, ২০২৪ সালে প্রায় ৪০০ কোটি ডলার মূল্যের চিপ বিক্রির আশা করছে কোম্পানিটি। এর আগে ৫০ কোটি ডলার আয় করার অনুমান করছিল করেছিল এএমডি।
এক বছরের দীর্ঘ মন্দা থেকে বেরিয়ে আসার জন্য কম্পিউটারের সঙ্গে এআই ফিচার যুক্ত করছে চিপ উৎপাদকেরা।
এএমডির এআই পিসি চিপসহ নতুন ডিভাইস উন্মোচন করবে এইচপি ও লেনোভো কোম্পানি।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৬ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৮ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
২০ ঘণ্টা আগে