অনলাইন ডেস্ক
পুরোনো কম্পিউটার (পিসি) ব্যবহারকারীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই। এবার উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা তাঁদের পিসি উইন্ডোজ ১১-এ আপগ্রেড করতে পারবেন।
মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার প্যানোস পানে একটি ব্লগ পোস্টে লিখেছেন, আজ, আমরা এ তথ্যটি শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত যে, উইন্ডোজ ১১-এ আপগ্রেড অফারটি ব্যবহারকারীদের প্রাপ্যতার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে শুরু করেছে। ২০২২ সালের মাঝামাঝি আমাদের প্রাথমিক পরিকল্পনাকে অনেকখানি এগিয়ে রাখবে এটি।
বিনা মূল্যে আপগ্রেড অফার দিয়ে উইন্ডোজ ১০ মেশিনের জন্য গত বছরের ৫ অক্টোবর থেকে উইন্ডোজ ১১ অবমুক্ত করেছে মাইক্রোসফট। তখন থেকে শুধু নতুন বা হালনাগাদ হার্ডওয়্যারের জন্যই এই অফারটি পাওয়া যাচ্ছে। এখন কোম্পানিটি ইঙ্গিত দিচ্ছে, পুরোনো পিসিগুলোও আপগ্রেড করার সুযোগ পাওয়া যাবে। তবে হার্ডওয়্যারের ন্যূনতম প্রয়োজনীয় স্পেসিফিকেশন পূরণ করতে হবে।
পানাইয়ের মতে, অনেক উইন্ডোজ ১০ ব্যবহারকারী এরই মধ্যে বিনা মূল্যে আপগ্রেড পেয়েছেন। অক্টোবরে উইন্ডোজ ১১ অবমুক্ত হওয়ার পর থেকে, আমরা এর জন্য ব্যাপক চাহিদা দেখছি। মানুষ এটিকে পছন্দও করছে।
মাইক্রোসফট সম্ভবত উইন্ডোজ ১০ এর তুলনায় ছোট ব্যবহারকারী বেজে উইন্ডোজ ১১ আপগ্রেড অপশন দিচ্ছে। যেখানে উইন্ডোজ ১০ সংস্করণটি ২০১৫ সালে প্রাথমিক অবমুক্তের কয়েক মাসের মধ্যে ১ কোটি ১০ লাখের বেশি ডিভাইসে ইনস্টল করা হয়েছিল।
পুরোনো পিসিতে উইন্ডোজ ১১ আপগ্রেডের অপশন দেওয়া হলেও চার বা পাঁচ বছরের বেশি পুরোনোগুলোতে কিন্তু উইন্ডোজ ১১ আপগ্রেডের যোগ্য বলে গণ্য হবে না। অবশ্য এখনো ম্যানুয়ালি এটি ইনস্টল করা যাচ্ছে। এখানে হার্ডওয়্যার যাচাই বাইপাস করে এটি করা যায়।
এদিকে পানাই আরও জানিয়েছেন, উইন্ডোজ ১১-এ অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থনের একটি পাবলিক প্রিভিউ আগামী মাসে শুরু হতে চলেছে। বর্তমানে এই সুযোগটি বেটা সংস্করণে আছে এবং শুধু উইন্ডোজ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।
পানাই জানান, আগামী ফেব্রুয়ারি মাসে কল মিউট এবং আনমিউটসহ টাস্কবারের কিছু উন্নতি, সহজে উইন্ডো শেয়ারিং এবং টাস্কবারে আবহাওয়া ফিচার আনার পাশাপাশি নতুন ডিজাইনের নোটপ্যাড এবং মিডিয়া প্লেয়ার আনার পরিকল্পনা করেছে উইন্ডোজ।
পুরোনো কম্পিউটার (পিসি) ব্যবহারকারীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই। এবার উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা তাঁদের পিসি উইন্ডোজ ১১-এ আপগ্রেড করতে পারবেন।
মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার প্যানোস পানে একটি ব্লগ পোস্টে লিখেছেন, আজ, আমরা এ তথ্যটি শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত যে, উইন্ডোজ ১১-এ আপগ্রেড অফারটি ব্যবহারকারীদের প্রাপ্যতার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে শুরু করেছে। ২০২২ সালের মাঝামাঝি আমাদের প্রাথমিক পরিকল্পনাকে অনেকখানি এগিয়ে রাখবে এটি।
বিনা মূল্যে আপগ্রেড অফার দিয়ে উইন্ডোজ ১০ মেশিনের জন্য গত বছরের ৫ অক্টোবর থেকে উইন্ডোজ ১১ অবমুক্ত করেছে মাইক্রোসফট। তখন থেকে শুধু নতুন বা হালনাগাদ হার্ডওয়্যারের জন্যই এই অফারটি পাওয়া যাচ্ছে। এখন কোম্পানিটি ইঙ্গিত দিচ্ছে, পুরোনো পিসিগুলোও আপগ্রেড করার সুযোগ পাওয়া যাবে। তবে হার্ডওয়্যারের ন্যূনতম প্রয়োজনীয় স্পেসিফিকেশন পূরণ করতে হবে।
পানাইয়ের মতে, অনেক উইন্ডোজ ১০ ব্যবহারকারী এরই মধ্যে বিনা মূল্যে আপগ্রেড পেয়েছেন। অক্টোবরে উইন্ডোজ ১১ অবমুক্ত হওয়ার পর থেকে, আমরা এর জন্য ব্যাপক চাহিদা দেখছি। মানুষ এটিকে পছন্দও করছে।
মাইক্রোসফট সম্ভবত উইন্ডোজ ১০ এর তুলনায় ছোট ব্যবহারকারী বেজে উইন্ডোজ ১১ আপগ্রেড অপশন দিচ্ছে। যেখানে উইন্ডোজ ১০ সংস্করণটি ২০১৫ সালে প্রাথমিক অবমুক্তের কয়েক মাসের মধ্যে ১ কোটি ১০ লাখের বেশি ডিভাইসে ইনস্টল করা হয়েছিল।
পুরোনো পিসিতে উইন্ডোজ ১১ আপগ্রেডের অপশন দেওয়া হলেও চার বা পাঁচ বছরের বেশি পুরোনোগুলোতে কিন্তু উইন্ডোজ ১১ আপগ্রেডের যোগ্য বলে গণ্য হবে না। অবশ্য এখনো ম্যানুয়ালি এটি ইনস্টল করা যাচ্ছে। এখানে হার্ডওয়্যার যাচাই বাইপাস করে এটি করা যায়।
এদিকে পানাই আরও জানিয়েছেন, উইন্ডোজ ১১-এ অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থনের একটি পাবলিক প্রিভিউ আগামী মাসে শুরু হতে চলেছে। বর্তমানে এই সুযোগটি বেটা সংস্করণে আছে এবং শুধু উইন্ডোজ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।
পানাই জানান, আগামী ফেব্রুয়ারি মাসে কল মিউট এবং আনমিউটসহ টাস্কবারের কিছু উন্নতি, সহজে উইন্ডো শেয়ারিং এবং টাস্কবারে আবহাওয়া ফিচার আনার পাশাপাশি নতুন ডিজাইনের নোটপ্যাড এবং মিডিয়া প্লেয়ার আনার পরিকল্পনা করেছে উইন্ডোজ।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে