অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের আধুনিক কম্পিউটিংয়ের স্বর্গ ব্লেচলে পার্কে এআই সেফটি সামিট শেষ হওয়ার কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী ঋষি সুনাক টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের সাক্ষাৎকার নিতে লন্ডনে যান। তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে, কীভাবে সরকারের এসব ঝুঁকি মোকাবিলা করা উচিত এবং প্রযুক্তি কীভাবে মানুষের কর্মসংস্থান প্রভাবিত করতে পারে। এ সময় মাস্ক ভবিষ্যদ্বাণী করে বলেন, ‘এটি বেশির ভাগ কর্মসংস্থানই বিলুপ্ত করে দিতে পারে।’
গতকাল বৃহস্পতিবার রাতে সাক্ষাৎকারের পরিবেশ ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাস্ক ও সুনাক একে অপরকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকারের শুরুতে মাস্ক বলেন, ‘মানুষ নিরাপত্তাকে গুরুত্বসহকারে নিচ্ছে—বিষয়টি দেখে আমি খুশি। আমি এআই নিরাপত্তা সম্মেলন আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি, আসলে এটি ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।’
এআই কীভাবে কর্মসংস্থানকে প্রভাবিত করবে, সে সম্পর্কে সুনাকের প্রশ্নের জবাবে মাস্ক ভবিষ্যদ্বাণী করে বলেন, ‘মানব শ্রম সেকেলে হয়ে যাবে। আমরা এখানে ইতিহাসের সবচেয়ে বড় শক্তি দেখতে পাচ্ছি। আমাদের কাছে প্রথমবারের মতো এমন কিছু থাকবে, যা সবচেয়ে বুদ্ধিমান মানুষের চেয়েও স্মার্ট। এমন একটা সময় আসবে, যেখানে চাকরির প্রয়োজন থাকবে না। আপনি যদি মনের শান্তির জন্য চাকরি করতে চান, তখন ভিন্ন কথা। তবে এআই সবকিছু করতে সক্ষম হবে।’
এই ভাবনায় অস্বস্তি প্রকাশ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং সাবেক বিনিয়োগ ব্যাংকার ঋষি সুনাক বলেন, ‘আমি বিশ্বাস করি, কাজই জীবন অর্থপূর্ণ করে। আমি মনে করি, কাজ একটি ভালো জিনিস, কাজই মানুষকে জীবনের একটি উদ্দেশ্য দেয়।’
এআইয়ের ঝুঁকিগুলো ‘পরিচালনা ও প্রশমন’ করার জন্য সরকারের ঔচিত্য সম্পর্কে জিজ্ঞাসা করেন সুনাক। জবাবে মাস্ক বলেন, ‘সরকারি হস্তক্ষেপ প্রয়োজন হবে।’
এআইয়ের সঙ্গে এক দীর্ঘ ইতিহাস রয়েছে মাস্কের। স্যাম অল্টম্যানের সঙ্গে তিনি ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন এবং ওপেনএআই চালুর সময় ১ বিলিয়ন ডলার অর্থায়ন করেছিলেন। তবে ২০১৮ সালে টেসলার সঙ্গে স্বার্থ দ্বন্দ্বের কথা উল্লেখ করে তিনি ওপেনএআই ছেড়ে চলে যান। এরপর থেকেই তিনি ওপেনএআইয়ের সমালোচনা করে আসছেন।
মাস্ক সতর্ক করে আসছেন যে, এআই এক দশকের মধ্যেই মানবজাতির টিকে থাকার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তিনি এ নিয়েও সুনাকের সঙ্গে আলোচনা করেন।
চলতি বছরের জুলাই মাসে মাস্ক ঘোষণা দেন, তিনি ‘বাস্তবতা বুঝতে’ এক্সএআই তৈরি করছেন। এক্সএআইয়ের প্রবর্তনের পরে মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কংগ্রেসম্যান রো খান্না এবং মাইক গ্যালাঘারের সঙ্গে এক আলোচনায় মাস্ক ‘এআই নিরাপত্তার’ বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, এটি হবে একটি সত্যসন্ধানী এআই সিস্টেম।
মাস্ক সেই সময় বলেছিলেন, ‘এআই নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটি একটি সর্বাধিক কৌতূহলী এআই হবে, যা মহাবিশ্বকে বোঝার চেষ্টা করবে, মানবতার পক্ষে হবে।’ তবে এরপর থেকে তিনি এ নিয়ে প্রকাশ্যে আর কিছু বলেননি।
এদিকে যুক্তরাজ্যকে এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক প্রচেষ্টার গুরুত্বর্পূণ অংশীদার করতে সুনাক কয়েক মাস ধরে কাজ করে আসছেন। বিশ্বনেতাদের এবং প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এআইয়ের ঝুঁকি মোকাবিলার বিষয়ে ঐকমত্যের জন্য বৈঠক ডাকার পর মাস্কের সঙ্গে এই সাক্ষাৎকারে অংশ নিলেন মাস্ক।
যুক্তরাজ্যের আধুনিক কম্পিউটিংয়ের স্বর্গ ব্লেচলে পার্কে এআই সেফটি সামিট শেষ হওয়ার কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী ঋষি সুনাক টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের সাক্ষাৎকার নিতে লন্ডনে যান। তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে, কীভাবে সরকারের এসব ঝুঁকি মোকাবিলা করা উচিত এবং প্রযুক্তি কীভাবে মানুষের কর্মসংস্থান প্রভাবিত করতে পারে। এ সময় মাস্ক ভবিষ্যদ্বাণী করে বলেন, ‘এটি বেশির ভাগ কর্মসংস্থানই বিলুপ্ত করে দিতে পারে।’
গতকাল বৃহস্পতিবার রাতে সাক্ষাৎকারের পরিবেশ ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাস্ক ও সুনাক একে অপরকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকারের শুরুতে মাস্ক বলেন, ‘মানুষ নিরাপত্তাকে গুরুত্বসহকারে নিচ্ছে—বিষয়টি দেখে আমি খুশি। আমি এআই নিরাপত্তা সম্মেলন আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি, আসলে এটি ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।’
এআই কীভাবে কর্মসংস্থানকে প্রভাবিত করবে, সে সম্পর্কে সুনাকের প্রশ্নের জবাবে মাস্ক ভবিষ্যদ্বাণী করে বলেন, ‘মানব শ্রম সেকেলে হয়ে যাবে। আমরা এখানে ইতিহাসের সবচেয়ে বড় শক্তি দেখতে পাচ্ছি। আমাদের কাছে প্রথমবারের মতো এমন কিছু থাকবে, যা সবচেয়ে বুদ্ধিমান মানুষের চেয়েও স্মার্ট। এমন একটা সময় আসবে, যেখানে চাকরির প্রয়োজন থাকবে না। আপনি যদি মনের শান্তির জন্য চাকরি করতে চান, তখন ভিন্ন কথা। তবে এআই সবকিছু করতে সক্ষম হবে।’
এই ভাবনায় অস্বস্তি প্রকাশ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং সাবেক বিনিয়োগ ব্যাংকার ঋষি সুনাক বলেন, ‘আমি বিশ্বাস করি, কাজই জীবন অর্থপূর্ণ করে। আমি মনে করি, কাজ একটি ভালো জিনিস, কাজই মানুষকে জীবনের একটি উদ্দেশ্য দেয়।’
এআইয়ের ঝুঁকিগুলো ‘পরিচালনা ও প্রশমন’ করার জন্য সরকারের ঔচিত্য সম্পর্কে জিজ্ঞাসা করেন সুনাক। জবাবে মাস্ক বলেন, ‘সরকারি হস্তক্ষেপ প্রয়োজন হবে।’
এআইয়ের সঙ্গে এক দীর্ঘ ইতিহাস রয়েছে মাস্কের। স্যাম অল্টম্যানের সঙ্গে তিনি ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন এবং ওপেনএআই চালুর সময় ১ বিলিয়ন ডলার অর্থায়ন করেছিলেন। তবে ২০১৮ সালে টেসলার সঙ্গে স্বার্থ দ্বন্দ্বের কথা উল্লেখ করে তিনি ওপেনএআই ছেড়ে চলে যান। এরপর থেকেই তিনি ওপেনএআইয়ের সমালোচনা করে আসছেন।
মাস্ক সতর্ক করে আসছেন যে, এআই এক দশকের মধ্যেই মানবজাতির টিকে থাকার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তিনি এ নিয়েও সুনাকের সঙ্গে আলোচনা করেন।
চলতি বছরের জুলাই মাসে মাস্ক ঘোষণা দেন, তিনি ‘বাস্তবতা বুঝতে’ এক্সএআই তৈরি করছেন। এক্সএআইয়ের প্রবর্তনের পরে মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কংগ্রেসম্যান রো খান্না এবং মাইক গ্যালাঘারের সঙ্গে এক আলোচনায় মাস্ক ‘এআই নিরাপত্তার’ বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, এটি হবে একটি সত্যসন্ধানী এআই সিস্টেম।
মাস্ক সেই সময় বলেছিলেন, ‘এআই নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটি একটি সর্বাধিক কৌতূহলী এআই হবে, যা মহাবিশ্বকে বোঝার চেষ্টা করবে, মানবতার পক্ষে হবে।’ তবে এরপর থেকে তিনি এ নিয়ে প্রকাশ্যে আর কিছু বলেননি।
এদিকে যুক্তরাজ্যকে এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক প্রচেষ্টার গুরুত্বর্পূণ অংশীদার করতে সুনাক কয়েক মাস ধরে কাজ করে আসছেন। বিশ্বনেতাদের এবং প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এআইয়ের ঝুঁকি মোকাবিলার বিষয়ে ঐকমত্যের জন্য বৈঠক ডাকার পর মাস্কের সঙ্গে এই সাক্ষাৎকারে অংশ নিলেন মাস্ক।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৭ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২০ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১ দিন আগে