গেমিং ল্যাপটপের অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে যা করবেন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১২: ০৬
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২: ২১

ভালো কনফিগারেশনের বা দামি ল্যাপটপও অতিরিক্ত গরম হতে পারে। বিশেষ করে গেমিং কম্পিউটারগুলো বেশি গরম হয়। অপর্যাপ্ত কুলিং সিস্টেম, সীমিত বায়ুপ্রবাহ ও ধুলাবালু জমার কারণে ল্যাপটপগুলো অতিরিক্ত গরম হয়। 

ল্যাপটপকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচাতে প্রথমেই এর কারণ খুঁজে করতে হবে। সে অনুযায়ী ল্যাপটপের যত্ন নিতে হবে এবং অতিরিক্ত গরম হওয়া সমস্যার সমাধান করতে হবে। 

ল্যাপটপ গরম হওয়ার সম্ভাব্য কারণ 
অপর্যাপ্ত বায়ুপ্রবাহ: বায়ুপ্রবাহের ব্যবস্থা সঠিক ও পর্যাপ্ত না হলে ল্যাপটপটি বেশি গরম হতে পারে। সঠিক বায়ু চলাচলের জন্য ল্যাপটপে চারপাশে পর্যাপ্ত বায়ুপ্রবাহ নিশ্চিত করতে হবে। 

ঘরের তাপমাত্রা: যে ঘরে ল্যাপটপ ব্যবহার করা হয়ে, সেই ঘর গরম হলে ডিভাইসটিও অতিরিক্ত গরম হয়ে যাবে। তাই দরজা-জানালা খুলে পর্যাপ্ত বাতাস ঘরে প্রবেশ করাতে হবে বা এসি ব্যবহার করতে হবে। 

অপর্যাপ্ত কুলিং সিস্টেম: যদি ল্যাপটপের কুলিং সিস্টেম, ফ্যান ও হিট সিঙ্ক ভালোভাবে কাজ না করে, তাহলে এটি অতিরিক্ত তাপ বের করতে পারে না। ফলে ল্যাপটপ গরম হয়ে যায়। 

হার্ডওয়্যার সীমাবদ্ধতা: কিছু ল্যাপটপে এমন হার্ডওয়্যার উপাদান থাকতে পারে, যেগুলো জটিল কাজ করার জন্য নকশা করা হয়নি। ফলে ল্যাপটপটি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। 

ধুলাবালু: আপনার ল্যাপটপের কুলিং ফ্যান, ভেন্টে ধুলোবালি জমে বায়ুপ্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে, যা ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার কারণ হতে পারে। 

ওভারক্লকিং: ল্যাপটপের সিপিইউ বা জিপিইউকে কোম্পানির রেকেমেনডশন বা সুপারিশের চেয়ে বেশি কাজ দিলে অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে ডিভাইসটি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। 

অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে যা যা করা যায়

সমতল পৃষ্ঠে ল্যাপটপ ব্যবহার করুন 
গেমিংয়ের সময় ল্যাপটপকে ঠান্ডা রাখার একটি সহজ উপায় হলো—একে টেবিল বা সমতল জায়গায় রাখা। একটি ডেস্ক বা টেবিল ল্যাপটপে বাতাস অবাধে সঞ্চালন করতে দেয়। ফলে ল্যাপটপ ঠান্ডা হতে পারে। নিজের কোলে রেখে বা বিছানার ওপর রেখে ল্যাপটপ চালানো মোটেও উচিত নয়।

ডেস্ক বা টেবিল দেয়াল বা অন্যান্য আসবাবপত্র যেন ল্যাপটপের গা ঘেঁষে না থাকে তা নিশ্চিত করতে হবে। ল্যাপটপকে উঁচু করার জন্য একটি ল্যাপটপ স্ট্যান্ডও ব্যবহার করা যায়। যদি সোফা থেকে আরাম করে গেমিং পছন্দ করেন, তবে ল্যাপ ডেস্ক একটি কার্যকর বিকল্প হতে পারে। এগুলো ল্যাপটপের বাতাস অবাধে সঞ্চালন করতে দেয়। 

ল্যাপটপ পরিষ্কার রাখুন
ধুলো ও ময়লা ল্যাপটপের ভেন্ট এবং ফ্যানকে আটকে রেখে বায়ুপ্রবাহকে হ্রাস করে। তাই ল্যাপটপ এবং এর আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অপরিহার্য। ল্যাপটপ পরিষ্কার করার জন্য সংকুচিত বাতাসের একটি ক্যানিস্টার (এক ধরনের ডিভাইস যা দিয়ে জোরে বায়ুপ্রবাহ দেওয়া হয়) ও একটি হালকা ভেজা কাপড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় যাতে ভেন্ট ও ফ্যানগুলো সাবধানে পরিষ্কার করা যায়। 

কিবোর্ডের জন্যও এই ক্যানিস্টার ব্যবহার করে কিগুলোর মধ্যে বা নিচে লুকিয়ে থাকা ধুলাবালি সরানো যায়। পরিষ্কার করতে বেশি ভেজা কাপড় ব্যবহার করা যাবে না। 

কুলিং প্যাডে বিনিয়োগ করুন
ল্যাপটপ কুলিং প্যাড হল একটি বাহ্যিক অনুষঙ্গ যা গেমিং সেশনের সময় আপনার ল্যাপটপকে ঠান্ডা করার জন্য নকশা করা হয়েছে। কুলিং প্যাডগুলো গেমিং ল্যাপটপের নিচে স্থাপন করা যেতে পারে অথবা  সরাসরি ল্যাপটপ বা ল্যাপটপ স্ট্যান্ডের সঙ্গে যুক্ত করা যেতে পারে। 

বেশির ভাগ ল্যাপটপ কুলিং প্যাড ইউএসবি-চালিত। একক বা একাধিক বিল্ট-ইন ফ্যান ব্যবহার করে কাজ করে এসব কুলিং প্যাড ল্যাপটপের বাইরের দিকে শীতল বাতাস প্রবাহিত করে। ফলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয় না। যা আপনার ল্যাপটপের ঘরে ভালো বায়ুপ্রবাহের ব্যবস্থা থাকলে ল্যাপটপ কুলিং প্যাড কার্যকরভাবে গেমিং ল্যাপটপের তাপমাত্রা কমাতে পারে। 

থার্মাল পেস্ট বা প্যাড পরিবর্তন করুন
যদি ল্যাপটপ অতিরিক্ত গরম হয় তবে বিদ্যমান থার্মাল পেস্ট বা থার্মাল প্যাডগুলো পরিবর্তন করতে হতে পারে। থার্মাল পেস্ট প্রসেসর থেকে দূরে তাপ সঞ্চালনে সহায়তা করে। অপরদিকে থার্মাল প্যাডগুলো মাদারবোর্ডের বিভিন্ন অংশ ঠান্ডা করতে ব্যবহৃত হয়। যেমন মেমোরি ও পাওয়ার রেগুলেটর। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ক্ষয় হয়ে যেতে পারে ও তাপ অপসারণে কম কার্যকর হতে পারে যার ফলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়। 

ল্যাপটপ কয়েক বছর ব্যবহারের পরে সাধারণত এসব থার্মাল পেস্ট বা প্যাড পরিবর্তনে প্রয়োজন হয়। একটি নতুন ল্যাপটপ কেনা সম্ভব না হলে তাই এসব পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে হবে। 

তবে এসব নিজে নিজে পরিবর্তন করা যাবে না। এজন্য কম্পিউটার বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে। 

গ্রাফিকস সেটিংস পরিবর্তন করুন
গেমের গ্রাফিকস ও এফপিএস সেটিংস কমিয়ে ল্যাপটপের হার্ডওয়্যারের ওপর চাপ কমানো যায়।। উচ্চ গ্রাফিকস ও এফপিএস সেটিংস জিপিইউ–কে বেশি চাপ দেয়। ফলে ল্যাপটপে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। তাই এসব সেটিংস কমিয়ে রাখা জরুরি। 

স্ট্র্যাটেজি ওয়ার গেমস ও দ্রুত গতির শুটারের মতো গেমগুলো ল্যাপটপের ওপর বেশি চাপ তৈরি করে। বেশির ভাগ গেম ডেভেলপার গেমটির জন্য কোন ল্যাপটপ ভালো হবে তার স্পেসিফিকেশন জানিয়ে দেয়। তাই গেমের কোম্পানিগুলোর এসব পরামর্শগুলো জেনেই ল্যাপটপে গেমগুলো ইনস্টল করা উচিত। 

সঠিক বায়ু চলাচল নিশ্চিত করুন
গেমিং সেশনের সময় ল্যাপটপের সঠিক তাপমাত্রা বজায় রাখার একটি কার্যকর উপায় হল ঘরটি ঠান্ডা রাখা ও ঘরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা। ঘর গরম হলে ল্যাপটপ গরম হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের মতো ল্যাপটপের ঠান্ডা করার জন্য বাতাসের প্রয়োজন। জানালা খুলে ঘরের বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। বায়ু চলাচলের জন্য ফ্যান ব্যবহার করা যেতে পারে। আর ঘর ঠান্ডা করার জন্য এয়ার কন্ডিশনার চালু রাখা যেতে পারে। এসব পদ্ধতি অনুসরণ করলে কম্পিউটারের হার্ডওয়্যার কম গরম হবে। 

তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত