অলকানন্দা রায়, ঢাকা
সম্প্রতি বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। এগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণও বিশাল। অগ্নিকাণ্ড থেকে বাঁচতে সতর্ক থাকার পাশাপাশি জানতে হবে কোন উৎসের আগুন কীভাবে নেভাতে হয়।
বদলেছে আগুনের উৎস
একটা সময় ছিল, চৈত্র-বৈশাখ মাসে প্রায়ই বাড়িতে বাড়িতে আগুন লেগে যেত ছাইয়ের গাদা, রান্নাঘরের কাঠ-কয়লা থেকে। সেসব আগুন পানিতেই নিভে যেত। এখন সময় বদলেছে। আধুনিক হয়েছে মানুষের যাপন। এখন শুধু ছাইয়ের গাদা কিংবা কাঠ-কয়লার থেকেই অগ্নিকাণ্ড ঘটে না, কারখানায় রাখা নানা রকম রাসায়নিক দাহ্য পদার্থ, শর্টসার্কিট, গ্যাসলাইন বা গ্যাসের চুলার লিকেজ থেকেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বিভিন্ন উৎসের আগুন শুধু পানি দিয়ে নেভানো যায় না; বরং কখনো কখনো এর ফল হয় উল্টো। ফলে জানতে হবে কোন উৎসের আগুন কীভাবে নেভাতে হয়। এতে কমানো সম্ভব ক্ষয়ক্ষতির পরিমাণ।
আগুনের উৎস চারটি
বাংলাদেশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নানের সঙ্গে কথা হয় আগুনের উৎস এবং তা নিয়ন্ত্রণের উপায় নিয়ে। তিনি জানান, আগুন মূলত তাপ, দাহ্যবস্তু ও অক্সিজেন—এই তিনটি উপাদানে তৈরি হয়। যখনই এই তিনটি বস্তুর সংযোগ ঘটে, তখন আগুন লেগে তা প্রতিরোধের অভাবে ছড়িয়ে পড়ে। এই উপাদানগুলোর মধ্যে যদি কোনো একটি উপাদান নিয়ন্ত্রণ করা যায়, তাহলেই আগুন নিভে যাবে বা বন্ধ হয়ে যাবে।
দাহ্যবস্তুর ধরন অনুসারে আগুন চার শ্রেণির।
কঠিন পদার্থের আগুন: কঠিন পদার্থ তৈরি হওয়া আগুন। এর আকার, আয়তন আছে এবং এই উৎসের আগুন থেকে জ্বলন্ত অঙ্গার সৃষ্টি হয়। যেমন বাঁশ, পাট, কাঠ, তুলা, কাপড় কিংবা এমন উৎস থেকে তৈরি হওয়া আগুন। এ ধরনের আগুন পর্যাপ্ত পানি ছিটিয়ে নিয়ন্ত্রণে আনা যায়। এই পানিকে আবার কয়েকভাবে ব্যবহার করা যায়। যেমন স্প্রে আকারে, ফগ আকারে, জেট আকারে। রয়েছে বহনযোগ্য রাসায়নিক অগ্নিনির্বাপণ যন্ত্র ওয়াটার পাইপ, কার্বন ডাই-অক্সাইড ও ড্রাই কেমিক্যাল পাউডার। আগুনের ঝুঁকি অনুসারে হাইড্রেন্ট, ড্রেনচার, হোজরিল ইত্যাদি আগুন নেভানোর স্থায়ী ব্যবস্থা।
তরল পদার্থের আগুন: তেল, মবিল, পেট্রল বা অন্যান্য তরল পদার্থ থেকে আগুনের সূত্রপাত হলে সাবানের ফেনা বা ফোম ছড়িয়ে, ভেজা কম্বল, বস্তা, কাঁথা বা ভারী কাপড় ছড়িয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। পানি দিয়ে এ ধরনের আগুন নিয়ন্ত্রণে আনা যাবে না; বরং এতে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কাই বেশি। যদি কোনো কিছুই পাওয়া না যায়, তবে শুকনো বালু ছিটিয়েও তরল পদার্থ থেকে সৃষ্ট আগুন বশে আনা যায়।
গ্যাসীয় পদার্থের আগুন: যেকোনো ধরনের গ্যাস থেকে ছড়িয়ে পড়া আগুনের ক্ষেত্রে গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে দিতে বা রাইজারের নব ঘুরিয়ে দিতে হবে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে ভেজা কাঁথা, কম্বল, বস্তা বা ভারী কাপড় সিলিন্ডারের গায়ে জড়িয়ে চাপ দিয়ে বা নব ঘুরিয়ে কিংবা পানির জোর ঝাপটা দিয়ে গ্যাসের সরবরাহ বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে, গ্যাস লিক করছে বোঝা গেলে কোনোভাবেই সে জায়গার কাছাকাছি দেশলাই, সিগারেট, জ্বলন্ত মোমবাতি, কুপি জ্বালানো যাবে না।
গ্যাসের আগুন, লিকুইড গ্যাস এবং মিথেন, প্রোপেন, বিউটেন, এলপি গ্যাস থেকে আগুন লাগলে তা নেভাতে কার্বন ডাই-অক্সাইড ও রাসায়নিক পাউডার ব্যবহার করতে হবে।
ধাতব পদার্থের আগুন: ধাতব পদার্থের আগুন বা সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি থেকে তৈরি হওয়া আগুন সব থেকে আগ্রাসী। সরাসরি পানি ব্যবহার করলে বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকে। তাই অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে স্প্রে করে এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সতর্কতা
সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম জানান, অসতর্কতা থেকে মূলত অগ্নিকাণ্ড ঘটে থাকে। ফলে কিছু বিষয় নিয়মিত খেয়াল করতে হবে। যেমন:
বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ হয়ে গেলে নিরাপদ দূরত্ব থেকে পানি ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হবে। তবে ভালো হয় যদি ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে দেওয়া যায়। এ জন্য অফিস-আদালত, কারখানা, হোটেল, মোটেল, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, এমনকি প্রতিটি বাসায় এক্সটিংগুইশার রাখতে হবে।
সম্প্রতি বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। এগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণও বিশাল। অগ্নিকাণ্ড থেকে বাঁচতে সতর্ক থাকার পাশাপাশি জানতে হবে কোন উৎসের আগুন কীভাবে নেভাতে হয়।
বদলেছে আগুনের উৎস
একটা সময় ছিল, চৈত্র-বৈশাখ মাসে প্রায়ই বাড়িতে বাড়িতে আগুন লেগে যেত ছাইয়ের গাদা, রান্নাঘরের কাঠ-কয়লা থেকে। সেসব আগুন পানিতেই নিভে যেত। এখন সময় বদলেছে। আধুনিক হয়েছে মানুষের যাপন। এখন শুধু ছাইয়ের গাদা কিংবা কাঠ-কয়লার থেকেই অগ্নিকাণ্ড ঘটে না, কারখানায় রাখা নানা রকম রাসায়নিক দাহ্য পদার্থ, শর্টসার্কিট, গ্যাসলাইন বা গ্যাসের চুলার লিকেজ থেকেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বিভিন্ন উৎসের আগুন শুধু পানি দিয়ে নেভানো যায় না; বরং কখনো কখনো এর ফল হয় উল্টো। ফলে জানতে হবে কোন উৎসের আগুন কীভাবে নেভাতে হয়। এতে কমানো সম্ভব ক্ষয়ক্ষতির পরিমাণ।
আগুনের উৎস চারটি
বাংলাদেশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নানের সঙ্গে কথা হয় আগুনের উৎস এবং তা নিয়ন্ত্রণের উপায় নিয়ে। তিনি জানান, আগুন মূলত তাপ, দাহ্যবস্তু ও অক্সিজেন—এই তিনটি উপাদানে তৈরি হয়। যখনই এই তিনটি বস্তুর সংযোগ ঘটে, তখন আগুন লেগে তা প্রতিরোধের অভাবে ছড়িয়ে পড়ে। এই উপাদানগুলোর মধ্যে যদি কোনো একটি উপাদান নিয়ন্ত্রণ করা যায়, তাহলেই আগুন নিভে যাবে বা বন্ধ হয়ে যাবে।
দাহ্যবস্তুর ধরন অনুসারে আগুন চার শ্রেণির।
কঠিন পদার্থের আগুন: কঠিন পদার্থ তৈরি হওয়া আগুন। এর আকার, আয়তন আছে এবং এই উৎসের আগুন থেকে জ্বলন্ত অঙ্গার সৃষ্টি হয়। যেমন বাঁশ, পাট, কাঠ, তুলা, কাপড় কিংবা এমন উৎস থেকে তৈরি হওয়া আগুন। এ ধরনের আগুন পর্যাপ্ত পানি ছিটিয়ে নিয়ন্ত্রণে আনা যায়। এই পানিকে আবার কয়েকভাবে ব্যবহার করা যায়। যেমন স্প্রে আকারে, ফগ আকারে, জেট আকারে। রয়েছে বহনযোগ্য রাসায়নিক অগ্নিনির্বাপণ যন্ত্র ওয়াটার পাইপ, কার্বন ডাই-অক্সাইড ও ড্রাই কেমিক্যাল পাউডার। আগুনের ঝুঁকি অনুসারে হাইড্রেন্ট, ড্রেনচার, হোজরিল ইত্যাদি আগুন নেভানোর স্থায়ী ব্যবস্থা।
তরল পদার্থের আগুন: তেল, মবিল, পেট্রল বা অন্যান্য তরল পদার্থ থেকে আগুনের সূত্রপাত হলে সাবানের ফেনা বা ফোম ছড়িয়ে, ভেজা কম্বল, বস্তা, কাঁথা বা ভারী কাপড় ছড়িয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। পানি দিয়ে এ ধরনের আগুন নিয়ন্ত্রণে আনা যাবে না; বরং এতে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কাই বেশি। যদি কোনো কিছুই পাওয়া না যায়, তবে শুকনো বালু ছিটিয়েও তরল পদার্থ থেকে সৃষ্ট আগুন বশে আনা যায়।
গ্যাসীয় পদার্থের আগুন: যেকোনো ধরনের গ্যাস থেকে ছড়িয়ে পড়া আগুনের ক্ষেত্রে গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে দিতে বা রাইজারের নব ঘুরিয়ে দিতে হবে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে ভেজা কাঁথা, কম্বল, বস্তা বা ভারী কাপড় সিলিন্ডারের গায়ে জড়িয়ে চাপ দিয়ে বা নব ঘুরিয়ে কিংবা পানির জোর ঝাপটা দিয়ে গ্যাসের সরবরাহ বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে, গ্যাস লিক করছে বোঝা গেলে কোনোভাবেই সে জায়গার কাছাকাছি দেশলাই, সিগারেট, জ্বলন্ত মোমবাতি, কুপি জ্বালানো যাবে না।
গ্যাসের আগুন, লিকুইড গ্যাস এবং মিথেন, প্রোপেন, বিউটেন, এলপি গ্যাস থেকে আগুন লাগলে তা নেভাতে কার্বন ডাই-অক্সাইড ও রাসায়নিক পাউডার ব্যবহার করতে হবে।
ধাতব পদার্থের আগুন: ধাতব পদার্থের আগুন বা সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি থেকে তৈরি হওয়া আগুন সব থেকে আগ্রাসী। সরাসরি পানি ব্যবহার করলে বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকে। তাই অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে স্প্রে করে এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সতর্কতা
সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম জানান, অসতর্কতা থেকে মূলত অগ্নিকাণ্ড ঘটে থাকে। ফলে কিছু বিষয় নিয়মিত খেয়াল করতে হবে। যেমন:
বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ হয়ে গেলে নিরাপদ দূরত্ব থেকে পানি ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হবে। তবে ভালো হয় যদি ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে দেওয়া যায়। এ জন্য অফিস-আদালত, কারখানা, হোটেল, মোটেল, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, এমনকি প্রতিটি বাসায় এক্সটিংগুইশার রাখতে হবে।
বৈদ্যুতিক গাড়ি বা ইভি চার্জিংয়ের জন্য নতুন ধরনের সোলার পেইন্ট (সূর্যশক্তি শোষণকারী রং) তৈরি করছে জার্মানির গাড়ি প্রস্তুতকারক কোম্পানি মার্সিডিজ-বেঞ্চ। এই বিশেষ রঙটিতে ফোটোভোলটাইক সেল (সোলার প্যানেল) রয়েছে, যা সূর্যালোক শোষণ করে
৮ ঘণ্টা আগেইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগেভুলক্রমে বয়ফ্রেন্ডের ৫৬৯ মিলিয়ন বা ৫৬ কোটি ৯০ লাখ পাউন্ডের মূল্যের বিটকয়েন ‘কী’ ভাগাড়ে ফেলে দিয়েছিলেন এক নারী। এখন বয়ফ্রেন্ড বিটকয়েনগুলো ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে।
১০ ঘণ্টা আগেপ্রযুক্তির জগতের অন্যতম পরিচিত নাম চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া এর প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তবে শুধু এনভিডিয়ার সাফল্যই তাঁর পুরো জীবনের গল্প নয়, বরং কলেজজীবনের একটি রোমান্টিক ও মজাদার অধ্যায়ও হুয়াংয়ের রয়েছে। যখন ১৭ বছর বয়সী কলেজ ছাত্র হুয়াং তাঁর ১৯ বছরের হবু স্ত্রী লরি হুয়াংয়ের মন জয়...
১১ ঘণ্টা আগে