আয়শা আফরোজা
বিশ্বব্যাপী কোটি মানুষের পছন্দের মুঠোফোন অ্যাপলের আইফোন। ২০০৭ সালে যাত্রা শুরু করে আইফোন বিশ্বব্যাপী যে ঝড় তুলেছিল, তা মনে হয় না শিগগির থামবে; বরং ফিচার নিয়ে কিছু সমালোচনা বাদ দিলে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।
আইফোন এখন মধ্যবিত্তের হাতেও চলে এসেছে। দাম বেশি হলেও অত্যাধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন লুক আর নিরাপত্তার কারণে বিশ্বব্যাপী অ্যাপল পণ্যের চাহিদা তুঙ্গে।
আইফোনের নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল। এ প্রতিষ্ঠানের পণ্য শুধু আইফোন নয়; আছে আইপড, আইপ্যাড, আইম্যাক কম্পিউটার ইত্যাদি। এসব পণ্যের কারণে অ্যাপল এখন প্রযুক্তিপণ্য তৈরিকারী প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তার শিখরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অ্যাপলের তৈরি পণ্যে নামের আগে ‘আই’ থাকে কেন।
আই কোথা থেকে এল
১৯৯৮ সালে বিল্টইন ইন্টারনেট অ্যাকসেস দিয়ে প্রথম যে পারসোনাল কম্পিউটার বাজারে আনা হয়েছিল, তা ছিল আইম্যাক। তখন আদ্যক্ষর ‘আই’ ব্যবহার করা হয়েছিল। সে সময় অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন স্টিভ জবস। তিনিই প্রথম ‘আইম্যাক’ শব্দটি ব্যবহার করেন। এরপর অ্যাপলের বিভিন্ন পণ্যের নামের সঙ্গে আদ্যক্ষর ‘আই’ জুড়ে দেওয়া হয়।
আইফোনের আই আসলে কী
স্টিভ জবস যখন আইম্যাক প্রদর্শনীর আয়োজন করেন, তখন তিনি একটি নয়; বরং ‘আই’-এর পাঁচটি সম্ভাব্য অর্থ উপস্থাপন করেন। তিনি বলেন, আই অর্থ হলো ইন্টারনেট, ইনডিভিজ্যুয়াল (স্বতন্ত্র), ইনস্ট্রাক্ট (নির্দেশ), ইনফর্ম (জানানো) ও ইন্সপায়ার (অনুপ্রাণিত করা)।
জবস বলেছিলেন, আই-এর আসলে কোনো অফিশিয়াল অর্থ ছিল না। এটি শুধু একটি ব্যক্তিবাচক সর্বনাম ও নির্দেশনার প্রতীক ছিল, যা কর্মচারী ও গ্রাহকদের কোম্পানির মূল্যবোধ এবং নীতি শেখানোর জন্য ব্যবহার করা হয়েছে।
ব্যবহারকারীদের অনেকের মধ্যে একটি ভাবনা চলে এসেছে যে আই অর্থ তিনি ও তাঁর সত্তা। এখন আইকে ব্যবহারকারীর অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানটির উদ্ভাবনী শক্তি হিসেবেই ধরা হয়।
বিশ্বব্যাপী কোটি মানুষের পছন্দের মুঠোফোন অ্যাপলের আইফোন। ২০০৭ সালে যাত্রা শুরু করে আইফোন বিশ্বব্যাপী যে ঝড় তুলেছিল, তা মনে হয় না শিগগির থামবে; বরং ফিচার নিয়ে কিছু সমালোচনা বাদ দিলে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।
আইফোন এখন মধ্যবিত্তের হাতেও চলে এসেছে। দাম বেশি হলেও অত্যাধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন লুক আর নিরাপত্তার কারণে বিশ্বব্যাপী অ্যাপল পণ্যের চাহিদা তুঙ্গে।
আইফোনের নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল। এ প্রতিষ্ঠানের পণ্য শুধু আইফোন নয়; আছে আইপড, আইপ্যাড, আইম্যাক কম্পিউটার ইত্যাদি। এসব পণ্যের কারণে অ্যাপল এখন প্রযুক্তিপণ্য তৈরিকারী প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তার শিখরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অ্যাপলের তৈরি পণ্যে নামের আগে ‘আই’ থাকে কেন।
আই কোথা থেকে এল
১৯৯৮ সালে বিল্টইন ইন্টারনেট অ্যাকসেস দিয়ে প্রথম যে পারসোনাল কম্পিউটার বাজারে আনা হয়েছিল, তা ছিল আইম্যাক। তখন আদ্যক্ষর ‘আই’ ব্যবহার করা হয়েছিল। সে সময় অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন স্টিভ জবস। তিনিই প্রথম ‘আইম্যাক’ শব্দটি ব্যবহার করেন। এরপর অ্যাপলের বিভিন্ন পণ্যের নামের সঙ্গে আদ্যক্ষর ‘আই’ জুড়ে দেওয়া হয়।
আইফোনের আই আসলে কী
স্টিভ জবস যখন আইম্যাক প্রদর্শনীর আয়োজন করেন, তখন তিনি একটি নয়; বরং ‘আই’-এর পাঁচটি সম্ভাব্য অর্থ উপস্থাপন করেন। তিনি বলেন, আই অর্থ হলো ইন্টারনেট, ইনডিভিজ্যুয়াল (স্বতন্ত্র), ইনস্ট্রাক্ট (নির্দেশ), ইনফর্ম (জানানো) ও ইন্সপায়ার (অনুপ্রাণিত করা)।
জবস বলেছিলেন, আই-এর আসলে কোনো অফিশিয়াল অর্থ ছিল না। এটি শুধু একটি ব্যক্তিবাচক সর্বনাম ও নির্দেশনার প্রতীক ছিল, যা কর্মচারী ও গ্রাহকদের কোম্পানির মূল্যবোধ এবং নীতি শেখানোর জন্য ব্যবহার করা হয়েছে।
ব্যবহারকারীদের অনেকের মধ্যে একটি ভাবনা চলে এসেছে যে আই অর্থ তিনি ও তাঁর সত্তা। এখন আইকে ব্যবহারকারীর অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানটির উদ্ভাবনী শক্তি হিসেবেই ধরা হয়।
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
২ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
৫ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
৭ ঘণ্টা আগে