Ajker Patrika

হ্যাকিংয়ের ঘটনায় তদন্তে নামল উবার

অনলাইন ডেস্ক
হ্যাকিংয়ের ঘটনায় তদন্তে নামল উবার

জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের কম্পিউটার সিস্টেম হ্যাকিংয়ের শিকার হওয়ার পর এই ‘সাইবার নিরাপত্তাজনিত ঘটনাটি’ তদন্ত করছে বলে গত বৃহস্পতিবার এক টুইটে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উবারের কমিউনিকেশন টিম একটি টুইট বার্তায় বলেছে, ‘যিনি হ্যাক করেছিলেন, তিনি ‘সাংবাদিক এবং নিরাপত্তা গবেষকদের সঙ্গে উবারের কম্পিউটার সিস্টেম হ্যাক করা হয়েছে’—এমন প্রমাণ শেয়ার করার পরে এই তদন্ত শুরু করে উবার। আমরা এই সাইবার নিরাপত্তাজনিত ঘটনার প্রতিক্রিয়ায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছি এবং এ সংক্রান্ত আপডেট হাতে আসা মাত্রই সেগুলো এখানে পোস্ট করব।’ 

নিউইয়র্ক টাইমস সর্বপ্রথম এই হ্যাকিংয়ের ঘটনাটি জানায়। তবে এখন পর্যন্ত যাত্রীদের রাইডিং হিস্ট্রিতে হ্যাকারের এক্সেস পাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে গত শুক্রবার উবার থেকে জানানো হয়। 

শুক্রবার উবার আরও জানিয়েছে, সতর্কতার কারণে অভ্যন্তরীণ সফটওয়্যার টুলসগুলো আমরা অফলাইন করে দিয়েছিলাম। আজ সকালে তা আবার অনলাইনে কার্যকর করেছি। একই সঙ্গে আমাদের অন্যান্য পরিষেবা যেমন উবার ইটস, উবার ফ্রেইট এবং উবার ড্রাইভার অ্যাপ চালু রয়েছে।’ 

এই ঘটনায় উবারের মুখপাত্র অ্যান্ড্রু হাসবুন কোনো মন্তব্য করতে রাজি হননি। 

এর আগেও ২০১৬ সালে উবারের ৫ কোটি ৭০ লাখ চালক ও যাত্রীর তথ্য চুরির ঘটনা ঘটিয়েছিল হ্যাকারেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত