অনলাইন ডেস্ক
বিশ্বের ইতিহাসে এই প্রথম প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি পাসওয়ার্ড সংবলিত ফাইল ফাঁস হয়েছে। অতীতে এত বিপুলসংখ্যক পাসওয়ার্ড একই সঙ্গে ফাঁস হয়নি বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। গত ৪ জুলাই একটি হ্যাকিং সাইটে ‘ওবামাকেয়ার’ ছদ্মনামে এক ইউজার ফাইলটি আপলোড করেছেন। সাইবার নিউজ নামের এক ওয়েবসাইটের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
পাসওয়ার্ড সংবলিত ফাইলটির নাম ‘রকইউ ২০২৪ ’। ফাইলটিতে পাসওয়ার্ডগুলো প্লেন টেক্সট হিসেবে রয়েছে। অর্থাৎ, সাধারণ ব্যক্তিরাও পাসওয়ার্ডগুলো বুঝতে পারবেন। এর জন্য প্রযুক্তি বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই। । পাসওয়ার্ডের ফাইলটি শেয়ারের সময় হ্যাকার লেখে, ‘এ বছর বড়দিন অনেকটা আগেই এসে গেল। এই নাও তোমাদের বড়দিনের উপহার!’
২০২১ সালে ‘রকইউ ২০২১’ ফাঁস করেছিল হ্যাকাররা। সেই ফাইলে পাসওয়ার্ডের সংখ্যা ছিল প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন বা ৮৫০ কোটি। এর সঙ্গে গত তিন বছরের আরও ১৫০ কোটি পাসওয়ার্ড যুক্ত করে নতুন ফাইলটি আপডেট করেছে হ্যাকার।
সাইবার নিউজের দল বলেছে, হ্যাকাররা ১০ বিলিয়ন শক্তিশালী রকইউ ২০২৪-এর পাসওয়ার্ডগুলোর সংকলন ব্যবহার করে কোনো সিস্টেমকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে। এসব সিস্টেমের মধ্যে রয়েছে—অনলাইন ও অফলাইন পরিষেবা ইন্টারনেটভিত্তিক সিকিউরিটি ক্যামেরা ও বিভিন্ন ডিভাইসের হার্ডওয়্যার। তাছাড়া হ্যাকার ফোরাম ও বিভিন্ন মার্কেটপ্লেসে ফাঁস হওয়া অন্যান্য ডেটাবেইস থেকে ব্যবহারকারীর ইমেইল ঠিকানার মতো বিভিন্ন ডেটা নিয়ে এসব আক্রমণ করতে পারে। ফাইলটি গোপনীয়তার লঙ্ঘন, আর্থিক জালিয়াতি ও পরিচয় চুরির মতো বিভিন্ন অপরাধে অবদান রাখতে পারে।
সাইবার সিকিউরিটি একটি চলমান যুদ্ধ। ২০২১ সাল থেকে পাসওয়ার্ডের তালিকাটি আপডেট করা হচ্ছে। তাই ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। এ ধরনের অনেক ফাইল হ্যাকারদের কাছে থাকতে পারে। এ ধরনের বিপদ এড়ানোর জন্য কিছু উদ্যোগ নিতে—
১. সব ধরনের অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়মিত বদলাতে হবে।
২. কোনো আর্থিক সেবার অ্যাপের (যেমন: ব্যাংকিং অ্যাপ) পিন বা পাসওয়ার্ডও বদলে ফেলতে হবে।
৩. সব সময় প্ল্যাটফরমগুলো টু ফ্যাক্টর অথেনটিকেশন বা মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু করে রাখতে হবে।
৪. ভালো মানের পাসওয়ার্ড ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করুন। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ভিন্ন ভিন্ন প্ল্যাটফরমের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।
চলতি বছরের শুরু দিকে ইন্টারনেট ব্যবহারকারীদের ১২ টেরাবাইট ডেটা ফাঁস হয় বলে জানিয়েছে সাইবার নিউজ।
বিশ্বের ইতিহাসে এই প্রথম প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি পাসওয়ার্ড সংবলিত ফাইল ফাঁস হয়েছে। অতীতে এত বিপুলসংখ্যক পাসওয়ার্ড একই সঙ্গে ফাঁস হয়নি বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। গত ৪ জুলাই একটি হ্যাকিং সাইটে ‘ওবামাকেয়ার’ ছদ্মনামে এক ইউজার ফাইলটি আপলোড করেছেন। সাইবার নিউজ নামের এক ওয়েবসাইটের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
পাসওয়ার্ড সংবলিত ফাইলটির নাম ‘রকইউ ২০২৪ ’। ফাইলটিতে পাসওয়ার্ডগুলো প্লেন টেক্সট হিসেবে রয়েছে। অর্থাৎ, সাধারণ ব্যক্তিরাও পাসওয়ার্ডগুলো বুঝতে পারবেন। এর জন্য প্রযুক্তি বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই। । পাসওয়ার্ডের ফাইলটি শেয়ারের সময় হ্যাকার লেখে, ‘এ বছর বড়দিন অনেকটা আগেই এসে গেল। এই নাও তোমাদের বড়দিনের উপহার!’
২০২১ সালে ‘রকইউ ২০২১’ ফাঁস করেছিল হ্যাকাররা। সেই ফাইলে পাসওয়ার্ডের সংখ্যা ছিল প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন বা ৮৫০ কোটি। এর সঙ্গে গত তিন বছরের আরও ১৫০ কোটি পাসওয়ার্ড যুক্ত করে নতুন ফাইলটি আপডেট করেছে হ্যাকার।
সাইবার নিউজের দল বলেছে, হ্যাকাররা ১০ বিলিয়ন শক্তিশালী রকইউ ২০২৪-এর পাসওয়ার্ডগুলোর সংকলন ব্যবহার করে কোনো সিস্টেমকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে। এসব সিস্টেমের মধ্যে রয়েছে—অনলাইন ও অফলাইন পরিষেবা ইন্টারনেটভিত্তিক সিকিউরিটি ক্যামেরা ও বিভিন্ন ডিভাইসের হার্ডওয়্যার। তাছাড়া হ্যাকার ফোরাম ও বিভিন্ন মার্কেটপ্লেসে ফাঁস হওয়া অন্যান্য ডেটাবেইস থেকে ব্যবহারকারীর ইমেইল ঠিকানার মতো বিভিন্ন ডেটা নিয়ে এসব আক্রমণ করতে পারে। ফাইলটি গোপনীয়তার লঙ্ঘন, আর্থিক জালিয়াতি ও পরিচয় চুরির মতো বিভিন্ন অপরাধে অবদান রাখতে পারে।
সাইবার সিকিউরিটি একটি চলমান যুদ্ধ। ২০২১ সাল থেকে পাসওয়ার্ডের তালিকাটি আপডেট করা হচ্ছে। তাই ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। এ ধরনের অনেক ফাইল হ্যাকারদের কাছে থাকতে পারে। এ ধরনের বিপদ এড়ানোর জন্য কিছু উদ্যোগ নিতে—
১. সব ধরনের অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়মিত বদলাতে হবে।
২. কোনো আর্থিক সেবার অ্যাপের (যেমন: ব্যাংকিং অ্যাপ) পিন বা পাসওয়ার্ডও বদলে ফেলতে হবে।
৩. সব সময় প্ল্যাটফরমগুলো টু ফ্যাক্টর অথেনটিকেশন বা মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু করে রাখতে হবে।
৪. ভালো মানের পাসওয়ার্ড ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করুন। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ভিন্ন ভিন্ন প্ল্যাটফরমের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।
চলতি বছরের শুরু দিকে ইন্টারনেট ব্যবহারকারীদের ১২ টেরাবাইট ডেটা ফাঁস হয় বলে জানিয়েছে সাইবার নিউজ।
চলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
২ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
৩ ঘণ্টা আগেহ্যাকাররা ভুয়া ই–মেইলে নিজেদের মার্কিন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। ই–মেইলে একটি কিউআর কোড দেওয়া হয়। এটি স্ক্যান করলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। তবে, এটি আসলে একটি হ্যাকিং কৌশল।রাশিয়া, হ্যাকার, হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট
১২ ঘণ্টা আগেএকজন ব্যক্তির রুচি প্রকাশ পেতে পারে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। তাই অনেকেই প্রোফাইলটি সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ মনোযোগ দেয়। এ ক্ষেত্রে ফেসবুকও প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের প্রোফাইলগুলো আরও আকর্ষণীয় করতে তুলতে সাহায্য করে। এর মধ্যে ফেসবুক প্রোফাইলে মিউজিক বা গান যোগ করা একটি ফিচা
২১ ঘণ্টা আগে