প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা
অফিস-আদালতে তো বটেই, কম্পিউটারের ব্যবহার ছাড়া আমাদের যাপিত জীবন এখন কল্পনা করা প্রায় অসম্ভব। যাঁরা লেখালেখির মতো কাজ করেন, তাঁদের কাজের গতি বাড়ানোর বিকল্প নেই। এ জন্য কি-বোর্ডের কিছু শর্টকাট জানা জরুরি। এগুলো শুধু কাজের গতি বাড়ায় না; বরং মাউসের ক্লিক ও ড্র্যাগের ঝামেলাও কমিয়ে দেয়।
টেক্সট কপি, পেস্ট, আনডু ও রিডুর জন্য যথাক্রমে Ctrl+C, Ctrl +V, Ctrl+Z এবং Ctrl+Y ব্যবহার করার বিষয়টি প্রায় সবাই জানেন। এসব বাদেও অসংখ্য শর্টকাট রয়েছে।
Windows+tab
একটি ডেস্কটপে কোন কোন উইন্ডো চালু আছে তা দেখা যায় এর মাধ্যমে। এটি দিয়ে চালু থাকা যেকোনো উইন্ডো বন্ধ করাও যাবে। এভাবে একটি ডেস্কটপে গেম খেলা ও আরেকটি কাজের জন্য ব্যবহার করা যায়।
Ctrl+Shift+T
ব্রাউজারে কোনো ট্যাব ভুলক্রমে বন্ধ করলে এই শর্টকাট ব্যবহার করে সেটি পুনরায় চালু করা যাবে।
Alt+Esc
এই শর্টকাট খুব দ্রুত কোনো অ্যাপলিকেশনকে মিনিমাইজ করতে পারে। তাই আশপাশে হুট করে কেউ এসে গেলে কি-বোর্ড এই শর্টকাট ব্যবহার করে নিজের ব্যক্তিগত তথ্য স্ক্রিনের সামনে থেকে সরিয়ে ফেলা যাবে।
Ctrl+F
কোনো ডকুমেন্ট বা ব্রাউজারের পেজে কোনো শব্দ খোঁজার জন্য এই শর্টকাট ব্যবহার করা যায়। এই শর্টকাট চালু করলে সার্চ করার জন্য একটি প্যানেল বা ছোট সার্চ বক্স দেখা যাবে। সেই সার্চ বক্সে টাইপ করে কাঙ্ক্ষিত শব্দটি খুঁজে পাওয়া যাবে।
CTRL+H
এই শর্টকাটের মাধ্যমে ডকুমেন্টের (যেমন মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল) কোনো শব্দ খুঁজে তা পরিবর্তন করা যাবে।
Ctrl+A
কোনো ডকুমেন্ট বা ওয়েব পেজের সব টেক্সট বা কনটেন্ট নির্বাচন করার জন্য এই শর্টকাট ব্যবহার করুন।
Windows+L
এর মাধ্যমে কম্পিউটার শাটডাউন না করে শুধু স্ক্রিন বন্ধ করা যাবে।
Shift+Arrow Keys (তীর চিহ্ন)
কোনো ডকুমেন্টের নির্দিষ্ট কিছু শব্দ বা লাইন নির্বাচন করতে এই শর্টকাট ব্যবহার করতে পারবেন।
Ctrl+Backspace
যাঁরা দিনে অনেক শব্দ টাইপ করেন, তাঁদের জন্য এই শর্টকাট অনেক সাহায্য করে। এর মাধ্যমে একটি শব্দ মুছে ফেলা যায়। শুধু ‘Backspace’-এর মাধ্যমে একটিমাত্র বর্ণ মুছে ফেলা যায়।
Windows+M বা Windows+D
ডেস্কটপের খোলা থাকা সব উইন্ডো একই সঙ্গে মিনিমাইজ করতে চাইলে শর্টকাট দুটির যেকোনো একটি ব্যবহার করতে পারেন।
Alt+D
কোনো ওয়েবপেজের ঠিকানা বা ইউআরএল নির্বাচন করতে এই শর্টকাট ব্যবহার করতে পারেন। এরপর Ctrl+C ও Ctrl+V ব্যবহার করে ওয়েবপেজের ঠিকানাটি কপি ও পেস্ট করা যাবে।
Ctrl+W
ব্রাউজারে অনেক ট্যাব খোলা থাকলে এই শর্টকাট ব্যবহার করে এক এক করে ট্যাবগুলো বন্ধ করা যাবে। সব ট্যাব বন্ধ হওয়ার পর ব্রাউজারটি বন্ধ হয়ে যাবে।
Ctrl+N
ব্রাউজারে নতুন ট্যাব খুলতে বা মাইক্রোসফট ওয়ার্ডে নতুন একটি পেজ খুলতে এই শর্টকাট ব্যবহার করা যায়।
Ctrl+Shift+N
কম্পিউটারে এই শর্টকাট নতুন ফোল্ডার তৈরি করে দেবে। এ ছাড়া এটি দিয়ে ব্রাউজারে ইনকগনিটো মুড চালু করা যাবে।
Ctrl+P
কোনো ডকুমেন্ট বা ওয়েবপেজ প্রিন্ট করার জন্য এই শর্টকাট ব্যবহার করতে পারেন।
Ctrl+Home এবং Ctrl+End
বড় ডকুমেন্টে কাজ করার সময় প্রথম পেজে যাওয়ার ক্ষেত্রে Ctrl+Home শর্টকাট সাহায্য করবে। আর ডকুমেন্টের শেষ পেজে যাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে Ctrl+End শর্টকাট।
Win+PrintScreen
এই শর্টকাটের সাহায্যে পুরো স্ক্রিনের ছবি ক্লিপবোর্ড কপি করা যাবে। এই কপি পিএনজি ফাইল হিসেবে ফোল্ডারে সংরক্ষণ করা যায়।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
অফিস-আদালতে তো বটেই, কম্পিউটারের ব্যবহার ছাড়া আমাদের যাপিত জীবন এখন কল্পনা করা প্রায় অসম্ভব। যাঁরা লেখালেখির মতো কাজ করেন, তাঁদের কাজের গতি বাড়ানোর বিকল্প নেই। এ জন্য কি-বোর্ডের কিছু শর্টকাট জানা জরুরি। এগুলো শুধু কাজের গতি বাড়ায় না; বরং মাউসের ক্লিক ও ড্র্যাগের ঝামেলাও কমিয়ে দেয়।
টেক্সট কপি, পেস্ট, আনডু ও রিডুর জন্য যথাক্রমে Ctrl+C, Ctrl +V, Ctrl+Z এবং Ctrl+Y ব্যবহার করার বিষয়টি প্রায় সবাই জানেন। এসব বাদেও অসংখ্য শর্টকাট রয়েছে।
Windows+tab
একটি ডেস্কটপে কোন কোন উইন্ডো চালু আছে তা দেখা যায় এর মাধ্যমে। এটি দিয়ে চালু থাকা যেকোনো উইন্ডো বন্ধ করাও যাবে। এভাবে একটি ডেস্কটপে গেম খেলা ও আরেকটি কাজের জন্য ব্যবহার করা যায়।
Ctrl+Shift+T
ব্রাউজারে কোনো ট্যাব ভুলক্রমে বন্ধ করলে এই শর্টকাট ব্যবহার করে সেটি পুনরায় চালু করা যাবে।
Alt+Esc
এই শর্টকাট খুব দ্রুত কোনো অ্যাপলিকেশনকে মিনিমাইজ করতে পারে। তাই আশপাশে হুট করে কেউ এসে গেলে কি-বোর্ড এই শর্টকাট ব্যবহার করে নিজের ব্যক্তিগত তথ্য স্ক্রিনের সামনে থেকে সরিয়ে ফেলা যাবে।
Ctrl+F
কোনো ডকুমেন্ট বা ব্রাউজারের পেজে কোনো শব্দ খোঁজার জন্য এই শর্টকাট ব্যবহার করা যায়। এই শর্টকাট চালু করলে সার্চ করার জন্য একটি প্যানেল বা ছোট সার্চ বক্স দেখা যাবে। সেই সার্চ বক্সে টাইপ করে কাঙ্ক্ষিত শব্দটি খুঁজে পাওয়া যাবে।
CTRL+H
এই শর্টকাটের মাধ্যমে ডকুমেন্টের (যেমন মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল) কোনো শব্দ খুঁজে তা পরিবর্তন করা যাবে।
Ctrl+A
কোনো ডকুমেন্ট বা ওয়েব পেজের সব টেক্সট বা কনটেন্ট নির্বাচন করার জন্য এই শর্টকাট ব্যবহার করুন।
Windows+L
এর মাধ্যমে কম্পিউটার শাটডাউন না করে শুধু স্ক্রিন বন্ধ করা যাবে।
Shift+Arrow Keys (তীর চিহ্ন)
কোনো ডকুমেন্টের নির্দিষ্ট কিছু শব্দ বা লাইন নির্বাচন করতে এই শর্টকাট ব্যবহার করতে পারবেন।
Ctrl+Backspace
যাঁরা দিনে অনেক শব্দ টাইপ করেন, তাঁদের জন্য এই শর্টকাট অনেক সাহায্য করে। এর মাধ্যমে একটি শব্দ মুছে ফেলা যায়। শুধু ‘Backspace’-এর মাধ্যমে একটিমাত্র বর্ণ মুছে ফেলা যায়।
Windows+M বা Windows+D
ডেস্কটপের খোলা থাকা সব উইন্ডো একই সঙ্গে মিনিমাইজ করতে চাইলে শর্টকাট দুটির যেকোনো একটি ব্যবহার করতে পারেন।
Alt+D
কোনো ওয়েবপেজের ঠিকানা বা ইউআরএল নির্বাচন করতে এই শর্টকাট ব্যবহার করতে পারেন। এরপর Ctrl+C ও Ctrl+V ব্যবহার করে ওয়েবপেজের ঠিকানাটি কপি ও পেস্ট করা যাবে।
Ctrl+W
ব্রাউজারে অনেক ট্যাব খোলা থাকলে এই শর্টকাট ব্যবহার করে এক এক করে ট্যাবগুলো বন্ধ করা যাবে। সব ট্যাব বন্ধ হওয়ার পর ব্রাউজারটি বন্ধ হয়ে যাবে।
Ctrl+N
ব্রাউজারে নতুন ট্যাব খুলতে বা মাইক্রোসফট ওয়ার্ডে নতুন একটি পেজ খুলতে এই শর্টকাট ব্যবহার করা যায়।
Ctrl+Shift+N
কম্পিউটারে এই শর্টকাট নতুন ফোল্ডার তৈরি করে দেবে। এ ছাড়া এটি দিয়ে ব্রাউজারে ইনকগনিটো মুড চালু করা যাবে।
Ctrl+P
কোনো ডকুমেন্ট বা ওয়েবপেজ প্রিন্ট করার জন্য এই শর্টকাট ব্যবহার করতে পারেন।
Ctrl+Home এবং Ctrl+End
বড় ডকুমেন্টে কাজ করার সময় প্রথম পেজে যাওয়ার ক্ষেত্রে Ctrl+Home শর্টকাট সাহায্য করবে। আর ডকুমেন্টের শেষ পেজে যাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে Ctrl+End শর্টকাট।
Win+PrintScreen
এই শর্টকাটের সাহায্যে পুরো স্ক্রিনের ছবি ক্লিপবোর্ড কপি করা যাবে। এই কপি পিএনজি ফাইল হিসেবে ফোল্ডারে সংরক্ষণ করা যায়।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৭ ঘণ্টা আগে