অনলাইন ডেস্ক
স্যামসাংয়ের পর এবার আইফোনের ক্ষেত্রে একই উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করেছে ভারতের কম্পিউটার জরুরি সাড়াদান টিমের (সিইআরটি–ইন) নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার ইউজার ডেটা ও ডিভাইস নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন বেশ কয়েকটি দুর্বলতাকে উদ্ধৃত করে এ সতর্কতা দেওয়া হয়।
সিইআরটি–ইনের এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যাপলের পণ্যে বিভিন্ন দুর্বলতা ধরা পড়েছে যা ব্যবহার করে কোনো হ্যাকার সংবেদনশীল তথ্য নিয়ে নিতে পারে, ব্যবহারকারীর অনুমতি ছাড়াই টার্গেট সিস্টেমে নিজস্ব কোড প্রবেশ করাতে পারে, নিরাপত্তা বিষয়ক বিধিনিষেধ পাশ কাটাতে পারে, ডিভাইসে বিশেষ অধিকার পেতে পারে এবং টার্গেট ডিভাইসে আক্রমণ করতে পারে।’
ঝুঁকিতে থাকা পণ্যগুলোর মধ্যে রয়েছে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস, ওয়াচওএস এবং সাফারি ব্রাউজার।
গত বুধবার ভারত সরকার স্যামসাং গ্যালাক্সি ফোনের বিরুদ্ধেও একই সতর্কতা জারি করে।
স্যামসাংয়ের বিষয়ে সিইআরটি–ইনের এক বিবৃতিতে বলা হয়, ‘স্যামসাংয়ের পণ্যগুলোতে একাধিক দুর্বলতা রিপোর্ট করা হয়েছে। এতে কোনো আক্রমণকারী কার্যকরী নিরাপত্তা বিধি–নিষেধগুলো পাশ কাটাতে পারবে, সংবেদনশীল তথ্য অ্যাকসেস করতে এবং টার্গেটেড সিস্টেমে নিজের কোড প্রবেশ করাতে পারবে।’
বিবৃতিতে স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ভার্সন ১১, ১২, ১৩ ও ১৪ এ ঝুঁকিতে আছে বলে উল্লেখ করা হয়।
স্যামসাংয়ের পর এবার আইফোনের ক্ষেত্রে একই উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করেছে ভারতের কম্পিউটার জরুরি সাড়াদান টিমের (সিইআরটি–ইন) নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার ইউজার ডেটা ও ডিভাইস নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন বেশ কয়েকটি দুর্বলতাকে উদ্ধৃত করে এ সতর্কতা দেওয়া হয়।
সিইআরটি–ইনের এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যাপলের পণ্যে বিভিন্ন দুর্বলতা ধরা পড়েছে যা ব্যবহার করে কোনো হ্যাকার সংবেদনশীল তথ্য নিয়ে নিতে পারে, ব্যবহারকারীর অনুমতি ছাড়াই টার্গেট সিস্টেমে নিজস্ব কোড প্রবেশ করাতে পারে, নিরাপত্তা বিষয়ক বিধিনিষেধ পাশ কাটাতে পারে, ডিভাইসে বিশেষ অধিকার পেতে পারে এবং টার্গেট ডিভাইসে আক্রমণ করতে পারে।’
ঝুঁকিতে থাকা পণ্যগুলোর মধ্যে রয়েছে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস, ওয়াচওএস এবং সাফারি ব্রাউজার।
গত বুধবার ভারত সরকার স্যামসাং গ্যালাক্সি ফোনের বিরুদ্ধেও একই সতর্কতা জারি করে।
স্যামসাংয়ের বিষয়ে সিইআরটি–ইনের এক বিবৃতিতে বলা হয়, ‘স্যামসাংয়ের পণ্যগুলোতে একাধিক দুর্বলতা রিপোর্ট করা হয়েছে। এতে কোনো আক্রমণকারী কার্যকরী নিরাপত্তা বিধি–নিষেধগুলো পাশ কাটাতে পারবে, সংবেদনশীল তথ্য অ্যাকসেস করতে এবং টার্গেটেড সিস্টেমে নিজের কোড প্রবেশ করাতে পারবে।’
বিবৃতিতে স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ভার্সন ১১, ১২, ১৩ ও ১৪ এ ঝুঁকিতে আছে বলে উল্লেখ করা হয়।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৪ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৬ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৬ ঘণ্টা আগে