অনলাইন ডেস্ক
আইফোনের ব্যাটারি পরিবর্তন করে ডিভাইসগুলো আরও দীর্ঘদিন ব্যবহারের সুযোগ দিতে নতুন প্রযুক্তি বিকাশের জন্য কাজ করছে অ্যাপল। এই প্রযুক্তির মাধ্যমে আইফোনের ব্যাটারি পরিবর্তন করার প্রক্রিয়াটি আরও সহজ হবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘দ্য ইনফরমেশন’এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আইফোনের ব্যাটারির কেসিংয়ের ডিজাইন বা নকশা পরিবর্তন করার জন্য কাজ করার কথা আগেই জানিয়েছিল এই টেক জায়ান্ট। তবে নতুন প্রযুক্তি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোম্পানিটি। ইলেকট্রিক পণ্যে ব্যাটারি পরিবর্তনের ফিচার নিয়ে আসার জন্য প্রযুক্তি কোম্পানিগুলোকে বাধ্য করছে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল আইন। তাই ধারণা করা হচ্ছে, দ্রুতই এই সুবিধা নিয়ে আসতে পারে অ্যাপল।
কোম্পানির এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়, আইফোনের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য একটি নতুন পদ্ধতি নিয়ে কাজ করছে অ্যাপল। ‘ইলেকট্রিক্যালি ইনডিউসড অ্যাডহেসিভ ডিবোন্ডিং’ প্রযুক্তি আইফোনের ব্যাটারি প্রতিস্থাপন করতে সাহায্য করবে।
বর্তমানের আইফোন মডেলগুলোর ব্যাটারি ফয়েলে আবৃত থাকে এবং আঠালো স্ট্রিপ ব্যবহার করে এগুলো ফোনে লাগানো থাকে। অর্থাৎ, ফোন থেকে ব্যাটারি বের করার জন্য ব্যবহারকারীদের এক জোড়া চিমটি ব্যবহার করতে হয়। এটি কোনো সহজ প্রক্রিয়া নয়। এ সম্পর্কে অ্যাপলের সাপোর্ট পেজে আরও বিস্তারিত রয়েছে।
প্রতিবেদন অনুসারে, কোম্পানিটি ভবিষ্যতের আইফোন ব্যাটারিগুলো ঢেকে রাখার জন্য ফয়েলের পরিবর্তে অন্য কোনো ধাতু ব্যবহার করতে পারে। নতুন প্রযুক্তিটি ব্যাটারিকে ‘সরিয়ে’ ফেলতে ও প্রতিস্থাপন করতে সাহায্য করবে। এই প্রযুক্তি হ্যান্ডসেট থেকে ব্যাটারি বের করার প্রক্রিয়া সহজ করলেও ব্যবহারকারীরা যেন নিজেরা ব্যাটারি পরিবর্তন করার চেষ্টা না করে, সে জন্য পরামর্শ দিতে থাকবে কোম্পানিটি।
প্রতিবেদনে আরও বলা হয়, আইফোন ১৬ সিরিজের অন্তত একটি মডেলে ব্যাটারি পরিবর্তন করার প্রক্রিয়াটি আরও সহজ করবে অ্যাপল। তবে ২০২৫ সালের আইফোনের নতুন মডেলগুলোয় নতুন প্রযুক্তিটি ব্যবহার করা হতে পারে।
গত বছর আইফোন ১৬ প্রো-এর সম্ভাব্য ব্যাটারির একটি ছবি ফাঁস হয়েছিল। ছবিতে দেখা যায়, ব্যাটারিতে একটি মেটাল শেল বা ধাতুর খোলস ব্যবহার করা হতে পারে।
হার্ডওয়্যারের কোনো পরিবর্তন নিয়ে আসা হলেও ডিভাইস উন্মোচনের আগ পর্যন্ত তা গোপন করে রাখে অ্যাপল। আর এটি আসলেই নতুন কী কী পরিবর্তন নিয়ে আসবে অ্যাপল তা জানার জন্য আইফোনের ১৬ সিরিজ উন্মোচনের জন্য অপেক্ষা করতে হবে।
আইফোনের ব্যাটারি পরিবর্তন করে ডিভাইসগুলো আরও দীর্ঘদিন ব্যবহারের সুযোগ দিতে নতুন প্রযুক্তি বিকাশের জন্য কাজ করছে অ্যাপল। এই প্রযুক্তির মাধ্যমে আইফোনের ব্যাটারি পরিবর্তন করার প্রক্রিয়াটি আরও সহজ হবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘দ্য ইনফরমেশন’এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আইফোনের ব্যাটারির কেসিংয়ের ডিজাইন বা নকশা পরিবর্তন করার জন্য কাজ করার কথা আগেই জানিয়েছিল এই টেক জায়ান্ট। তবে নতুন প্রযুক্তি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোম্পানিটি। ইলেকট্রিক পণ্যে ব্যাটারি পরিবর্তনের ফিচার নিয়ে আসার জন্য প্রযুক্তি কোম্পানিগুলোকে বাধ্য করছে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল আইন। তাই ধারণা করা হচ্ছে, দ্রুতই এই সুবিধা নিয়ে আসতে পারে অ্যাপল।
কোম্পানির এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়, আইফোনের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য একটি নতুন পদ্ধতি নিয়ে কাজ করছে অ্যাপল। ‘ইলেকট্রিক্যালি ইনডিউসড অ্যাডহেসিভ ডিবোন্ডিং’ প্রযুক্তি আইফোনের ব্যাটারি প্রতিস্থাপন করতে সাহায্য করবে।
বর্তমানের আইফোন মডেলগুলোর ব্যাটারি ফয়েলে আবৃত থাকে এবং আঠালো স্ট্রিপ ব্যবহার করে এগুলো ফোনে লাগানো থাকে। অর্থাৎ, ফোন থেকে ব্যাটারি বের করার জন্য ব্যবহারকারীদের এক জোড়া চিমটি ব্যবহার করতে হয়। এটি কোনো সহজ প্রক্রিয়া নয়। এ সম্পর্কে অ্যাপলের সাপোর্ট পেজে আরও বিস্তারিত রয়েছে।
প্রতিবেদন অনুসারে, কোম্পানিটি ভবিষ্যতের আইফোন ব্যাটারিগুলো ঢেকে রাখার জন্য ফয়েলের পরিবর্তে অন্য কোনো ধাতু ব্যবহার করতে পারে। নতুন প্রযুক্তিটি ব্যাটারিকে ‘সরিয়ে’ ফেলতে ও প্রতিস্থাপন করতে সাহায্য করবে। এই প্রযুক্তি হ্যান্ডসেট থেকে ব্যাটারি বের করার প্রক্রিয়া সহজ করলেও ব্যবহারকারীরা যেন নিজেরা ব্যাটারি পরিবর্তন করার চেষ্টা না করে, সে জন্য পরামর্শ দিতে থাকবে কোম্পানিটি।
প্রতিবেদনে আরও বলা হয়, আইফোন ১৬ সিরিজের অন্তত একটি মডেলে ব্যাটারি পরিবর্তন করার প্রক্রিয়াটি আরও সহজ করবে অ্যাপল। তবে ২০২৫ সালের আইফোনের নতুন মডেলগুলোয় নতুন প্রযুক্তিটি ব্যবহার করা হতে পারে।
গত বছর আইফোন ১৬ প্রো-এর সম্ভাব্য ব্যাটারির একটি ছবি ফাঁস হয়েছিল। ছবিতে দেখা যায়, ব্যাটারিতে একটি মেটাল শেল বা ধাতুর খোলস ব্যবহার করা হতে পারে।
হার্ডওয়্যারের কোনো পরিবর্তন নিয়ে আসা হলেও ডিভাইস উন্মোচনের আগ পর্যন্ত তা গোপন করে রাখে অ্যাপল। আর এটি আসলেই নতুন কী কী পরিবর্তন নিয়ে আসবে অ্যাপল তা জানার জন্য আইফোনের ১৬ সিরিজ উন্মোচনের জন্য অপেক্ষা করতে হবে।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৮ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২০ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১ দিন আগে