প্রযুক্তি ডেস্ক
কম্পিউটার কিংবা মোবাইল ফোনের র্যাম বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ভার্চুয়াল র্যাম! সে বিষয়ে খুব একটা কিছু জানা না গেলেও বাজারে শোনা যাচ্ছে এর কথা।
আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, তারা অন ড্রাইভ নামে একটি ফিচারের কথা কমবেশি জানি। সেখানে ল্যাপটপের কিছু ফাইল জমা থাকে। ঠিক তেমনি ভার্চুয়াল র্যামেও এ ধরনের মেমোরি হিসেবে ব্যবহার করা হয়।
ভার্চুয়াল র্যামের সুবিধা
র্যাম বেশি হওয়ার সুবিধা আমরা সবাই কমবেশি জানি। ভার্চুয়াল র্যাম একধরনের মেমোরি। এটি ব্যবহার করা হয় এখনকার আপডেট মোবাইল ফোনে। আপনার মোবাইল ফোনে যদি ভার্চুয়াল র্যাম ও রম থাকে, তাহলে আপনি কিছু ক্ষেত্রে অতিরিক্ত মেমোরির সুবিধা পাবেন। যেমন অনলাইন গেম খেলার সময় মোবাইল ফোনের র্যামের পরিমাণ কম থাকলে ভার্চুয়াল র্যাম অতিরিক্ত সুবিধা দেবে। এ ছাড়া নির্মাতাপ্রতিষ্ঠান চাইলে আপনার মোবাইল ফোনটি আপডেট করার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল র্যামের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যেভাবে আমরা গুগল ড্রাইভের স্পেস ব্যবহার করি, সেভাবে ভার্চুয়াল র্যামের স্পেস ব্যবহার করা যাবে।
ভার্চুয়াল র্যামের অসুবিধা
মোবাইল ফোনের ভার্চুয়াল র্যাম চাইলেও ফিজিক্যাল র্যামের মতো ব্যবহার করা যাবে না। ভার্চুয়াল র্যাম ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এটি মোবাইল ফোনের আসল র্যামের মতো সব সময় সাপোর্ট না-ও দিতে পারে। ভার্চুয়াল র্যাম সিস্টেমের ধারণা বেশ পুরোনো। কিছু সীমাবদ্ধতার কথা চিন্তা করে এই র্যাম চালু করা হয়নি এত দিন। কয়েক দিন বাদেই ফাইভ-জি প্রযুক্তি আসছে। সে সুবিধা কাজে লাগাতে এবার বাজারে আসছে ভার্চুয়াল র্যাম সিস্টেম।
কম্পিউটার কিংবা মোবাইল ফোনের র্যাম বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ভার্চুয়াল র্যাম! সে বিষয়ে খুব একটা কিছু জানা না গেলেও বাজারে শোনা যাচ্ছে এর কথা।
আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, তারা অন ড্রাইভ নামে একটি ফিচারের কথা কমবেশি জানি। সেখানে ল্যাপটপের কিছু ফাইল জমা থাকে। ঠিক তেমনি ভার্চুয়াল র্যামেও এ ধরনের মেমোরি হিসেবে ব্যবহার করা হয়।
ভার্চুয়াল র্যামের সুবিধা
র্যাম বেশি হওয়ার সুবিধা আমরা সবাই কমবেশি জানি। ভার্চুয়াল র্যাম একধরনের মেমোরি। এটি ব্যবহার করা হয় এখনকার আপডেট মোবাইল ফোনে। আপনার মোবাইল ফোনে যদি ভার্চুয়াল র্যাম ও রম থাকে, তাহলে আপনি কিছু ক্ষেত্রে অতিরিক্ত মেমোরির সুবিধা পাবেন। যেমন অনলাইন গেম খেলার সময় মোবাইল ফোনের র্যামের পরিমাণ কম থাকলে ভার্চুয়াল র্যাম অতিরিক্ত সুবিধা দেবে। এ ছাড়া নির্মাতাপ্রতিষ্ঠান চাইলে আপনার মোবাইল ফোনটি আপডেট করার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল র্যামের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যেভাবে আমরা গুগল ড্রাইভের স্পেস ব্যবহার করি, সেভাবে ভার্চুয়াল র্যামের স্পেস ব্যবহার করা যাবে।
ভার্চুয়াল র্যামের অসুবিধা
মোবাইল ফোনের ভার্চুয়াল র্যাম চাইলেও ফিজিক্যাল র্যামের মতো ব্যবহার করা যাবে না। ভার্চুয়াল র্যাম ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এটি মোবাইল ফোনের আসল র্যামের মতো সব সময় সাপোর্ট না-ও দিতে পারে। ভার্চুয়াল র্যাম সিস্টেমের ধারণা বেশ পুরোনো। কিছু সীমাবদ্ধতার কথা চিন্তা করে এই র্যাম চালু করা হয়নি এত দিন। কয়েক দিন বাদেই ফাইভ-জি প্রযুক্তি আসছে। সে সুবিধা কাজে লাগাতে এবার বাজারে আসছে ভার্চুয়াল র্যাম সিস্টেম।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতাপ্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগির আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।
৬ ঘণ্টা আগেকোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১ দিন আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
২ দিন আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২ দিন আগে