প্রযুক্তি ডেস্ক
কম্পিউটার কিংবা মোবাইল ফোনের র্যাম বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ভার্চুয়াল র্যাম! সে বিষয়ে খুব একটা কিছু জানা না গেলেও বাজারে শোনা যাচ্ছে এর কথা।
আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, তারা অন ড্রাইভ নামে একটি ফিচারের কথা কমবেশি জানি। সেখানে ল্যাপটপের কিছু ফাইল জমা থাকে। ঠিক তেমনি ভার্চুয়াল র্যামেও এ ধরনের মেমোরি হিসেবে ব্যবহার করা হয়।
ভার্চুয়াল র্যামের সুবিধা
র্যাম বেশি হওয়ার সুবিধা আমরা সবাই কমবেশি জানি। ভার্চুয়াল র্যাম একধরনের মেমোরি। এটি ব্যবহার করা হয় এখনকার আপডেট মোবাইল ফোনে। আপনার মোবাইল ফোনে যদি ভার্চুয়াল র্যাম ও রম থাকে, তাহলে আপনি কিছু ক্ষেত্রে অতিরিক্ত মেমোরির সুবিধা পাবেন। যেমন অনলাইন গেম খেলার সময় মোবাইল ফোনের র্যামের পরিমাণ কম থাকলে ভার্চুয়াল র্যাম অতিরিক্ত সুবিধা দেবে। এ ছাড়া নির্মাতাপ্রতিষ্ঠান চাইলে আপনার মোবাইল ফোনটি আপডেট করার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল র্যামের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যেভাবে আমরা গুগল ড্রাইভের স্পেস ব্যবহার করি, সেভাবে ভার্চুয়াল র্যামের স্পেস ব্যবহার করা যাবে।
ভার্চুয়াল র্যামের অসুবিধা
মোবাইল ফোনের ভার্চুয়াল র্যাম চাইলেও ফিজিক্যাল র্যামের মতো ব্যবহার করা যাবে না। ভার্চুয়াল র্যাম ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এটি মোবাইল ফোনের আসল র্যামের মতো সব সময় সাপোর্ট না-ও দিতে পারে। ভার্চুয়াল র্যাম সিস্টেমের ধারণা বেশ পুরোনো। কিছু সীমাবদ্ধতার কথা চিন্তা করে এই র্যাম চালু করা হয়নি এত দিন। কয়েক দিন বাদেই ফাইভ-জি প্রযুক্তি আসছে। সে সুবিধা কাজে লাগাতে এবার বাজারে আসছে ভার্চুয়াল র্যাম সিস্টেম।
কম্পিউটার কিংবা মোবাইল ফোনের র্যাম বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ভার্চুয়াল র্যাম! সে বিষয়ে খুব একটা কিছু জানা না গেলেও বাজারে শোনা যাচ্ছে এর কথা।
আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, তারা অন ড্রাইভ নামে একটি ফিচারের কথা কমবেশি জানি। সেখানে ল্যাপটপের কিছু ফাইল জমা থাকে। ঠিক তেমনি ভার্চুয়াল র্যামেও এ ধরনের মেমোরি হিসেবে ব্যবহার করা হয়।
ভার্চুয়াল র্যামের সুবিধা
র্যাম বেশি হওয়ার সুবিধা আমরা সবাই কমবেশি জানি। ভার্চুয়াল র্যাম একধরনের মেমোরি। এটি ব্যবহার করা হয় এখনকার আপডেট মোবাইল ফোনে। আপনার মোবাইল ফোনে যদি ভার্চুয়াল র্যাম ও রম থাকে, তাহলে আপনি কিছু ক্ষেত্রে অতিরিক্ত মেমোরির সুবিধা পাবেন। যেমন অনলাইন গেম খেলার সময় মোবাইল ফোনের র্যামের পরিমাণ কম থাকলে ভার্চুয়াল র্যাম অতিরিক্ত সুবিধা দেবে। এ ছাড়া নির্মাতাপ্রতিষ্ঠান চাইলে আপনার মোবাইল ফোনটি আপডেট করার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল র্যামের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যেভাবে আমরা গুগল ড্রাইভের স্পেস ব্যবহার করি, সেভাবে ভার্চুয়াল র্যামের স্পেস ব্যবহার করা যাবে।
ভার্চুয়াল র্যামের অসুবিধা
মোবাইল ফোনের ভার্চুয়াল র্যাম চাইলেও ফিজিক্যাল র্যামের মতো ব্যবহার করা যাবে না। ভার্চুয়াল র্যাম ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এটি মোবাইল ফোনের আসল র্যামের মতো সব সময় সাপোর্ট না-ও দিতে পারে। ভার্চুয়াল র্যাম সিস্টেমের ধারণা বেশ পুরোনো। কিছু সীমাবদ্ধতার কথা চিন্তা করে এই র্যাম চালু করা হয়নি এত দিন। কয়েক দিন বাদেই ফাইভ-জি প্রযুক্তি আসছে। সে সুবিধা কাজে লাগাতে এবার বাজারে আসছে ভার্চুয়াল র্যাম সিস্টেম।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
২ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৪ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৫ ঘণ্টা আগে