অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটির’ জন্য নতুন ফিচার নিয়ে এল ওপেনএআই। এখন চ্যাট হিস্ট্রি বা চ্যাট ইতিহাসে সার্চ করে দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পারবেন ব্যবহারকারীরা। তবে ফিচারটি এখন শুধু ওয়েব সংস্করণের শুধু ব্যবহার করা যাবে।
এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। কারণ এর আগে কোনো তথ্য খুঁজে পেতে আগের চ্যাটগুলো একটি একটি করে চেক করতে হতো।
গত মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে নতুন ফিচারগুলো চালু করে ওপেনএআই। আগের চ্যাটজিপিটিতে সার্চ করার সুবিধা যুক্ত করার জন্য অনেক ব্যবহারকারীই অনুরোধ জানিয়েছিলেন। কারণ প্রাসঙ্গিক বিষয়বস্তু খুঁজে পেতে ব্যবহারকারীর অনেক সময় ব্যয় করতে হয়।
ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি ওয়েব সংস্করণে পাশে একটি নতুন সার্চ আইকন দেখতে পাবেন, যা উইন্ডোর বাম পাশে রয়েছে। এই আইকনে ক্লিক করলে টেক্সট বক্স চালু হবে। এই টেক্সট বক্সে নির্দিষ্ট শব্দ টাইপ করে একটি পুরোনো তথ্য খুঁজে বের করতে পারবেন। টেক্সট বক্সে আগের চ্যাটগুলোও দেখানো হবে, যাতে ব্যবহারকারীরা দ্রুত কোনো চ্যাট নির্বাচন করতে পারেন। এ জন্য কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই।
বর্তমানে চ্যাটজিপিটি প্লাস এবং চ্যাটজিপিটি টিম ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে। ওপেনএআই বলেছে, এন্টারপ্রাইজ এবং শিক্ষা প্ল্যানের সাবস্ক্রাইবাররা এক সপ্তাহের মধ্যে চ্যাট হিস্ট্রি সার্চ ফিচার ব্যবহার করতে পারবেন। তবে যারা প্ল্যাটফর্মটি বিনা মূল্যে ব্যবহার করছেন ফিচারটি ব্যবহারের জন্য তাঁদেরকে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে এখনই অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ও ম্যাক ডিভাইসের অ্যাপে এই ফিচার ব্যবহার করা যাবে না। ভবিষ্যতে এই ফিচার এসব প্ল্যাটফর্মে চালু করা হবে নাকি তা নিশ্চিতভাবে জানায়নি ওপেনএআই।
প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকে ওপেনএআই ধীরে ধীরে চ্যাটজিপিটিতে নতুন নতুন ফিচার যোগ করছে। প্ল্যাটফর্মের ওয়েব সংস্করণে একটি নতুন ফিচার হল ওয়েবে সার্চ করার ক্ষমতা। এটি জিপিটি ৪–এর মডেলের মূল সক্ষমতার থেকে আলাদা, যা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে পারে।
এই ‘সার্চ দ্য ওয়েব’ ফিচার চ্যাটজিপিটির টেক্সট ফিল্ডের মধ্যে ‘গ্লোব’ আইকন হিসেবে পাওয়া যায়।
এটি কেবলমাত্র ওয়েবসাইট ব্যবহার করে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে এবং প্রতিটি নতুন তথ্যের সঙ্গে সোর্সগুলোও তুলে ধরে। এটি কিছুটা পারপ্লেক্সিটি মডেলের এআই ফিচারের মতো।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটির’ জন্য নতুন ফিচার নিয়ে এল ওপেনএআই। এখন চ্যাট হিস্ট্রি বা চ্যাট ইতিহাসে সার্চ করে দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পারবেন ব্যবহারকারীরা। তবে ফিচারটি এখন শুধু ওয়েব সংস্করণের শুধু ব্যবহার করা যাবে।
এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। কারণ এর আগে কোনো তথ্য খুঁজে পেতে আগের চ্যাটগুলো একটি একটি করে চেক করতে হতো।
গত মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে নতুন ফিচারগুলো চালু করে ওপেনএআই। আগের চ্যাটজিপিটিতে সার্চ করার সুবিধা যুক্ত করার জন্য অনেক ব্যবহারকারীই অনুরোধ জানিয়েছিলেন। কারণ প্রাসঙ্গিক বিষয়বস্তু খুঁজে পেতে ব্যবহারকারীর অনেক সময় ব্যয় করতে হয়।
ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি ওয়েব সংস্করণে পাশে একটি নতুন সার্চ আইকন দেখতে পাবেন, যা উইন্ডোর বাম পাশে রয়েছে। এই আইকনে ক্লিক করলে টেক্সট বক্স চালু হবে। এই টেক্সট বক্সে নির্দিষ্ট শব্দ টাইপ করে একটি পুরোনো তথ্য খুঁজে বের করতে পারবেন। টেক্সট বক্সে আগের চ্যাটগুলোও দেখানো হবে, যাতে ব্যবহারকারীরা দ্রুত কোনো চ্যাট নির্বাচন করতে পারেন। এ জন্য কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই।
বর্তমানে চ্যাটজিপিটি প্লাস এবং চ্যাটজিপিটি টিম ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে। ওপেনএআই বলেছে, এন্টারপ্রাইজ এবং শিক্ষা প্ল্যানের সাবস্ক্রাইবাররা এক সপ্তাহের মধ্যে চ্যাট হিস্ট্রি সার্চ ফিচার ব্যবহার করতে পারবেন। তবে যারা প্ল্যাটফর্মটি বিনা মূল্যে ব্যবহার করছেন ফিচারটি ব্যবহারের জন্য তাঁদেরকে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে এখনই অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ও ম্যাক ডিভাইসের অ্যাপে এই ফিচার ব্যবহার করা যাবে না। ভবিষ্যতে এই ফিচার এসব প্ল্যাটফর্মে চালু করা হবে নাকি তা নিশ্চিতভাবে জানায়নি ওপেনএআই।
প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকে ওপেনএআই ধীরে ধীরে চ্যাটজিপিটিতে নতুন নতুন ফিচার যোগ করছে। প্ল্যাটফর্মের ওয়েব সংস্করণে একটি নতুন ফিচার হল ওয়েবে সার্চ করার ক্ষমতা। এটি জিপিটি ৪–এর মডেলের মূল সক্ষমতার থেকে আলাদা, যা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে পারে।
এই ‘সার্চ দ্য ওয়েব’ ফিচার চ্যাটজিপিটির টেক্সট ফিল্ডের মধ্যে ‘গ্লোব’ আইকন হিসেবে পাওয়া যায়।
এটি কেবলমাত্র ওয়েবসাইট ব্যবহার করে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে এবং প্রতিটি নতুন তথ্যের সঙ্গে সোর্সগুলোও তুলে ধরে। এটি কিছুটা পারপ্লেক্সিটি মডেলের এআই ফিচারের মতো।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৪ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৬ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৮ ঘণ্টা আগে