অনলাইন ডেস্ক
প্রতিবছরের মতো এবারও বার্ষিক ‘অ্যানপ্যাকড ইভেন্টে’–এর মাধ্যমে নতুন পণ্য ও সেবা উন্মোচন করবে স্যামসাং। ২২ জানুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিভিন্ন তথ্য সূত্র অনুয়ায়ী, এই ইভেন্টে গ্যালাক্সি এস ২৫ ফোনের সিরিজ সবার সামনে নিয়ে আসবে কোম্পানিটি। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন নতুন ফিচারও উন্মোচন করা সম্ভাবনা রয়েছে।
নিউজ রুমের একটি পোস্টে কোম্পানি গ্যালাক্সি অ্যানপ্যাকড ২০২৫-এর বিস্তারিত তথ্য শেয়ার করেছে কোম্পানিটি। এটি ২২ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ বাংলাদেশের সময় অনুযায়ী আগামীকাল রাত ১২টায় অনুষ্ঠানটি দেখা যাবে।
স্যামসাংয়ের ওয়েবসাইট, স্যামসাং নিউজ রুম ও কোম্পানির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করা যাবে।
স্যামসাংয়ের অ্যানপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি এস সিরিজের তিনটি মডেল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে–গ্যালাক্সি এস ২৫, গ্যালাক্সি এস ২৫ প্লাস এবং গ্যালাক্সি এস ২৫ আলট্রা। সমস্ত মডেলই কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলাইট চিপসেট ব্যবহার করা হতে পারে। সেই সঙ্গে ১২ জিবি র্যাম থাকবে।
স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস ২৫ মডেলটিতে একটি ৪০০০ এমএইচের ব্যাটারি থাকতে পারে। অপর দিকে প্লাস এবং আলট্রা মডেলে যথাক্রমে ৪৯০০ এমএএইচ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
বিভিন্ন তথ্য অনুসারে, কোম্পানির জনপ্রিয় বক্স আকারের ডিজাইনটি ছেড়ে গ্যালাক্সি এস ২৫ আলট্রা মডেলটির ডিজাইন গোলাকার নির্ধারণ করা হতে পারে। আর অন্য দুটি মডেলের ডিজাইন একই থাকবে।
গ্যালাক্সি এস ২৫ সিরিজের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের ‘এক্সটেনডেড রিয়্যালিটি’ (এক্সআর) হ্যান্ডসেট প্রকল্প ‘মুহান’ উন্মোচন করা হতে পারে। ২০২৪ সালে ডিসেম্বর মাসে এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এটি গুগলের নতুন অ্যান্ড্রয়েড এক্সআর প্ল্যাটফর্মে চলতে পারে। প্ল্যাটফর্মটি অগমেন্টেড রিয়্যালিটি (এআর), ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) এবং এআইকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে। এ ছাড়া কোম্পানিটি একটি নতুন গ্যালাক্সি এস ২৫ স্লিম ফোনও নিয়ে আসতে পারে।
এ অনুষ্ঠানে দুটি নতুন সাইজসহ গ্যালাক্সি রিং ২ নিয়ে আসা হতে পারে। এগুলো প্রথম প্রজন্মের গ্যালাক্সি রিংয়ের তুলনায় উন্নতমানের ডেটা সেন্সর, এআই প্রযুক্তি ও আরও বড় ব্যাটারি যুক্ত করা হতে পারে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস ও সিনেট
প্রতিবছরের মতো এবারও বার্ষিক ‘অ্যানপ্যাকড ইভেন্টে’–এর মাধ্যমে নতুন পণ্য ও সেবা উন্মোচন করবে স্যামসাং। ২২ জানুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিভিন্ন তথ্য সূত্র অনুয়ায়ী, এই ইভেন্টে গ্যালাক্সি এস ২৫ ফোনের সিরিজ সবার সামনে নিয়ে আসবে কোম্পানিটি। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন নতুন ফিচারও উন্মোচন করা সম্ভাবনা রয়েছে।
নিউজ রুমের একটি পোস্টে কোম্পানি গ্যালাক্সি অ্যানপ্যাকড ২০২৫-এর বিস্তারিত তথ্য শেয়ার করেছে কোম্পানিটি। এটি ২২ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ বাংলাদেশের সময় অনুযায়ী আগামীকাল রাত ১২টায় অনুষ্ঠানটি দেখা যাবে।
স্যামসাংয়ের ওয়েবসাইট, স্যামসাং নিউজ রুম ও কোম্পানির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করা যাবে।
স্যামসাংয়ের অ্যানপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি এস সিরিজের তিনটি মডেল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে–গ্যালাক্সি এস ২৫, গ্যালাক্সি এস ২৫ প্লাস এবং গ্যালাক্সি এস ২৫ আলট্রা। সমস্ত মডেলই কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলাইট চিপসেট ব্যবহার করা হতে পারে। সেই সঙ্গে ১২ জিবি র্যাম থাকবে।
স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস ২৫ মডেলটিতে একটি ৪০০০ এমএইচের ব্যাটারি থাকতে পারে। অপর দিকে প্লাস এবং আলট্রা মডেলে যথাক্রমে ৪৯০০ এমএএইচ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
বিভিন্ন তথ্য অনুসারে, কোম্পানির জনপ্রিয় বক্স আকারের ডিজাইনটি ছেড়ে গ্যালাক্সি এস ২৫ আলট্রা মডেলটির ডিজাইন গোলাকার নির্ধারণ করা হতে পারে। আর অন্য দুটি মডেলের ডিজাইন একই থাকবে।
গ্যালাক্সি এস ২৫ সিরিজের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের ‘এক্সটেনডেড রিয়্যালিটি’ (এক্সআর) হ্যান্ডসেট প্রকল্প ‘মুহান’ উন্মোচন করা হতে পারে। ২০২৪ সালে ডিসেম্বর মাসে এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এটি গুগলের নতুন অ্যান্ড্রয়েড এক্সআর প্ল্যাটফর্মে চলতে পারে। প্ল্যাটফর্মটি অগমেন্টেড রিয়্যালিটি (এআর), ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) এবং এআইকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে। এ ছাড়া কোম্পানিটি একটি নতুন গ্যালাক্সি এস ২৫ স্লিম ফোনও নিয়ে আসতে পারে।
এ অনুষ্ঠানে দুটি নতুন সাইজসহ গ্যালাক্সি রিং ২ নিয়ে আসা হতে পারে। এগুলো প্রথম প্রজন্মের গ্যালাক্সি রিংয়ের তুলনায় উন্নতমানের ডেটা সেন্সর, এআই প্রযুক্তি ও আরও বড় ব্যাটারি যুক্ত করা হতে পারে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস ও সিনেট
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
২ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
২ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৩ দিন আগেওপেনএআইয়ের এর চ্যাটজিপিটি-এর নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল মতো ক্লাসিক কিছু মুভির জন্য জনপ্রিয়। চ্যাটজিপিটির
৩ দিন আগে