অনলাইন ডেস্ক
প্রতি বছর সেপ্টেম্বরে নতুন আইফোন সিরিজ উন্মোচন করে থাকে অ্যাপল। তাই অন্যান্য মাসের তুলনায় আসন্ন আইফোন ১৬ সিরিজ নিয়ে উত্তেজনা বেশি থাকে আগস্টে। সিরিজটি নিয়ে বিভিন্ন তথ্য অললাইনে ফাঁস করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আইফোন ১৬ সিরিজের মডেলগুলোর ক্যামেরা, ডিসপ্লে ও সাইজ সম্পর্কে তথ্য ফাঁস হতে দেখা গিয়েছে।
এখন পর্যন্ত আইফোন ১৬ সিরিজ সম্পর্কে যা যা জানা গেছে তাই তুলে ধরা হল—
আইফোন ১৬ সিরিজ উন্মোচনের সম্ভাব্য তারিখ
আইফোন ১৬ সিরিজ উন্মোচনের তারিখ এখনো প্রকাশ করেনি অ্যাপল। প্রায় প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবারে একটি ইভেন্টে আইফোন উন্মোচন করে কোম্পানিটি। তাই আগামী ১০ সেপ্টেম্বর আইফোন ১৬ সিরিজ উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ইভেন্টের এক সপ্তাহ পরই আইফোনে বিক্রি শুরু হয়। তাই আগামী ২০ সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ বাজারে আসার সম্ভাবনা দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
আইফোন ১৬ সিরিজের ডিজাইন
এই বছর আইফোন ১৬ মডেলের ডিজাইন বা নকশায় বেশ কিছু বদল আনবে অ্যাপল। আইফোন এক্স অথবা আইফোন ১২-এর মতো ভার্টিক্যাল ক্যামেরা লে–আউট দেখা যেতে পারে। সেই সঙ্গে আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেলে স্পেশিয়াল অডিও সাপোর্ট করবে। এ ছাড়া, বেস মডেলের মিউট বাটনটির পরিবর্তে নতুন অ্যাকশন বাটন থাকতে পারে। আবার নতুন ক্যাপচার বাটনও যুক্ত হতে পারে, যার মাধ্যমে ভিডিয়ো রেকর্ড স্টার্ট, জুম ইন-আউট, ও কোনো বস্তুর ওপর ফোকাস করা যাবে।
সম্ভাব্য রং
বিখ্যাত অ্যাপল কোম্পানির বিশ্লেষক আইফোন ১৬ সিরিজের সম্ভাব্য রং প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে গত মে মাসে তিনি বলেন, আইফোন ১৫ প্রো মডেলের নীল রং বাদ দিয়ে আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সে নতুন রোজ (লাল) রং দেখা যাবে।
তিনি আরও বলেন, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস সাদা রঙে পাওয়া যাবে। আইফোন ১৬ সিরিজের সম্ভাব্য রংগুলো তুলে ধরা হল—
আইফোন ১৬: কালো, নীল, সবুজ, গোলাপি, সাদা
আইফোন ১৬ প্লাস: কালো, নীল, সবুজ, গোলাপি, সাদা
আইফোন ১৬ প্রো: কালো, ন্যাচারাল, গোলাপি টাইটানিয়াম সাদা
আইফোন ১৬ ম্যাক্স: কালো, ন্যাচারাল, গোলাপি টাইটানিয়াম সাদা
আইফোন ১৬ এর স্ক্রিনের আকার
২০২০ সালে আইফোন প্রো মডেলগুলো দুটি স্ক্রিন সাইজে পাওয়া যায় আইফোন ১২ প্রো মডেলে ৬.১ ইঞ্চি ডিসপ্লে ও আইফোন প্রো ম্যাক্সে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা। সেই সময় থেকে ১৩–১৫ সিরিজের এসব মডেলে একই আকারের ডিসপ্লে দেখা গিয়েছে।
ডিসপ্লে বিশেষজ্ঞ রস ইয়াং বলেন, আইফোন ১৬ প্রো মডেলে ৬.৩ ইঞ্চি ও আইফোন ১৬ প্রো মডেলে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হতে পারে।
ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান বলেন, আইফোন ১৬ প্রো মডেলগুলোর আকার তির্যকভাবে এক ইঞ্চি করে বাড়তে পারে।
আইফোন ১৬ এর স্ক্রিনের সম্ভাব্য আকার
আইফোন ১৬: ৬.১ ইঞ্চি
আইফোন ১৬ প্লাস: ৬.৭ ইঞ্চি
আইফোন ১৬ প্রো: ৬.৩ ইঞ্চি
আইফোন ১৬ প্রো ম্যাক্স: ৬.৯ ইঞ্চি
আইফোন ১৬ ডিসপ্লেতে স্যামসাংয়ের নতুন ডিসপ্লে উপাদান সেট ‘এম ১৪’ ব্যবহার করা হতে পারে। এটি বর্তমানে আইফোন প্রো মডেলে ব্যবহৃত এলটিপিও স্ক্রিনের চেয়ে আরও বিদ্যুৎ সাশ্রয়ী হবে।
এআই এর জয়জয়কার
স্যামসাং ও গুগলের পণ্যে ইতিমধ্যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এবার প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো অনুসরণ করে বিভিন্ন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার আইফোন ১৬ সিরিজে যুক্ত করবে অ্যাপল। জুন মাসে অনুষ্ঠিত অ্যাপলের ডেভেলপার সম্মেলনে ফিচারগুলো উন্মোচন করা হয়।
আইফোন ১৬ সিরিজে চ্যাটজিপিটির সমর্থন থাকবে। এর মাধ্যমে এআই দিয়ে টেক্সট তৈরি ও বিভিন্ন প্রশ্নের উত্তর জানা যাবে। সিরির সঙ্গেও এআই ফিচার যুক্ত করা হয়েছে। আইফোন ১৬ সিরিজে এআই দিয়ে ছবি ও ইমোজি তৈরির সুবিধাও থাকবে।
ক্যামেরা ফিচার
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৫ এক্স টেলিফোটো লেন্স থাকতে পারে। আর অ্যাপল বিশ্লেষক মিং চি কু এর মতে, উভয় মডেলে টেট্রাপ্রিজম লেন্স ব্যবহার করা হতে পারে। গত বছর শুধু আইফোন প্রো ম্যাক্স মডেলে এই লেন্স ব্যবহার করা হয়েছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার বলছে, ছবির মান আরও বাড়ানোর নতুন কৌশল অবলম্বন করবে অ্যাপল। কোম্পানিটি অ্যান্টি রিফলেক্টিভ (প্রতিফলন প্রতিরোধী) প্রযুক্তি ক্যামেরায় ব্যবহার করতে পারে। এর মাধ্যমে লেন্সে অনাকাঙ্ক্ষিত আলোর প্রতিফলন হবে না।
আইফোন ১৬ এর প্রসেসর
আইফোন ১৬ সিরিজের চারটি মডেলেই অ্যাপলের নতুন প্রজন্মের এ১৮ চিপ ব্যবহার করা হতে পারে। ম্যাকরিউমারে মতে, চারটি মডেলেই এ১৮ সিরিজের চিপ ব্যবহার করা হতে পারে। তবে আইফোন প্রো মডেলগুলোয় এ১৮ বায়োনিক প্রো চিপ ও বেজ মডেলগুলো সাধারণ এ১৮ চিপ ব্যবহার করা হতে পারে।
এ ১৮ চিপগুলো টিএসএমসি এর (তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড) ৩ ন্যানোমিটার প্রসেস ব্যবহার করে তৈরি করা হবে।
আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলে এ১৬ বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে। অপরদিকে আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এ১৭ প্রো প্রসেসর রয়েছে।
আইফোনে ১৬ সিরিজে কি ফোল্ডেবল ফোন থাকবে
গুগল, অপো, ওয়ানপ্লাস ও স্যামসাংয়ের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো নিজস্ব ফোল্ডেবল ফোন তৈরি করেছে। তবে বিভিন্ন ফাঁস হওয়া তথ্য মতে, ২০১৬ সালের অ্যাপলের ফোল্ডেবল ফোন বাজারে আসবে। আর এটি ঝিনুকের খোলসের মতো ভাঁজ করা যাবে।
২০১৯ সালে থেকে কোম্পানিটি ফোল্ডেবল ফোন তৈরি করবে বলে শোনা যাচ্ছে।
তথ্যসূত্র: সিনেট
প্রতি বছর সেপ্টেম্বরে নতুন আইফোন সিরিজ উন্মোচন করে থাকে অ্যাপল। তাই অন্যান্য মাসের তুলনায় আসন্ন আইফোন ১৬ সিরিজ নিয়ে উত্তেজনা বেশি থাকে আগস্টে। সিরিজটি নিয়ে বিভিন্ন তথ্য অললাইনে ফাঁস করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আইফোন ১৬ সিরিজের মডেলগুলোর ক্যামেরা, ডিসপ্লে ও সাইজ সম্পর্কে তথ্য ফাঁস হতে দেখা গিয়েছে।
এখন পর্যন্ত আইফোন ১৬ সিরিজ সম্পর্কে যা যা জানা গেছে তাই তুলে ধরা হল—
আইফোন ১৬ সিরিজ উন্মোচনের সম্ভাব্য তারিখ
আইফোন ১৬ সিরিজ উন্মোচনের তারিখ এখনো প্রকাশ করেনি অ্যাপল। প্রায় প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবারে একটি ইভেন্টে আইফোন উন্মোচন করে কোম্পানিটি। তাই আগামী ১০ সেপ্টেম্বর আইফোন ১৬ সিরিজ উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ইভেন্টের এক সপ্তাহ পরই আইফোনে বিক্রি শুরু হয়। তাই আগামী ২০ সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ বাজারে আসার সম্ভাবনা দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
আইফোন ১৬ সিরিজের ডিজাইন
এই বছর আইফোন ১৬ মডেলের ডিজাইন বা নকশায় বেশ কিছু বদল আনবে অ্যাপল। আইফোন এক্স অথবা আইফোন ১২-এর মতো ভার্টিক্যাল ক্যামেরা লে–আউট দেখা যেতে পারে। সেই সঙ্গে আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেলে স্পেশিয়াল অডিও সাপোর্ট করবে। এ ছাড়া, বেস মডেলের মিউট বাটনটির পরিবর্তে নতুন অ্যাকশন বাটন থাকতে পারে। আবার নতুন ক্যাপচার বাটনও যুক্ত হতে পারে, যার মাধ্যমে ভিডিয়ো রেকর্ড স্টার্ট, জুম ইন-আউট, ও কোনো বস্তুর ওপর ফোকাস করা যাবে।
সম্ভাব্য রং
বিখ্যাত অ্যাপল কোম্পানির বিশ্লেষক আইফোন ১৬ সিরিজের সম্ভাব্য রং প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে গত মে মাসে তিনি বলেন, আইফোন ১৫ প্রো মডেলের নীল রং বাদ দিয়ে আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সে নতুন রোজ (লাল) রং দেখা যাবে।
তিনি আরও বলেন, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস সাদা রঙে পাওয়া যাবে। আইফোন ১৬ সিরিজের সম্ভাব্য রংগুলো তুলে ধরা হল—
আইফোন ১৬: কালো, নীল, সবুজ, গোলাপি, সাদা
আইফোন ১৬ প্লাস: কালো, নীল, সবুজ, গোলাপি, সাদা
আইফোন ১৬ প্রো: কালো, ন্যাচারাল, গোলাপি টাইটানিয়াম সাদা
আইফোন ১৬ ম্যাক্স: কালো, ন্যাচারাল, গোলাপি টাইটানিয়াম সাদা
আইফোন ১৬ এর স্ক্রিনের আকার
২০২০ সালে আইফোন প্রো মডেলগুলো দুটি স্ক্রিন সাইজে পাওয়া যায় আইফোন ১২ প্রো মডেলে ৬.১ ইঞ্চি ডিসপ্লে ও আইফোন প্রো ম্যাক্সে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা। সেই সময় থেকে ১৩–১৫ সিরিজের এসব মডেলে একই আকারের ডিসপ্লে দেখা গিয়েছে।
ডিসপ্লে বিশেষজ্ঞ রস ইয়াং বলেন, আইফোন ১৬ প্রো মডেলে ৬.৩ ইঞ্চি ও আইফোন ১৬ প্রো মডেলে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হতে পারে।
ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান বলেন, আইফোন ১৬ প্রো মডেলগুলোর আকার তির্যকভাবে এক ইঞ্চি করে বাড়তে পারে।
আইফোন ১৬ এর স্ক্রিনের সম্ভাব্য আকার
আইফোন ১৬: ৬.১ ইঞ্চি
আইফোন ১৬ প্লাস: ৬.৭ ইঞ্চি
আইফোন ১৬ প্রো: ৬.৩ ইঞ্চি
আইফোন ১৬ প্রো ম্যাক্স: ৬.৯ ইঞ্চি
আইফোন ১৬ ডিসপ্লেতে স্যামসাংয়ের নতুন ডিসপ্লে উপাদান সেট ‘এম ১৪’ ব্যবহার করা হতে পারে। এটি বর্তমানে আইফোন প্রো মডেলে ব্যবহৃত এলটিপিও স্ক্রিনের চেয়ে আরও বিদ্যুৎ সাশ্রয়ী হবে।
এআই এর জয়জয়কার
স্যামসাং ও গুগলের পণ্যে ইতিমধ্যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এবার প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো অনুসরণ করে বিভিন্ন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার আইফোন ১৬ সিরিজে যুক্ত করবে অ্যাপল। জুন মাসে অনুষ্ঠিত অ্যাপলের ডেভেলপার সম্মেলনে ফিচারগুলো উন্মোচন করা হয়।
আইফোন ১৬ সিরিজে চ্যাটজিপিটির সমর্থন থাকবে। এর মাধ্যমে এআই দিয়ে টেক্সট তৈরি ও বিভিন্ন প্রশ্নের উত্তর জানা যাবে। সিরির সঙ্গেও এআই ফিচার যুক্ত করা হয়েছে। আইফোন ১৬ সিরিজে এআই দিয়ে ছবি ও ইমোজি তৈরির সুবিধাও থাকবে।
ক্যামেরা ফিচার
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৫ এক্স টেলিফোটো লেন্স থাকতে পারে। আর অ্যাপল বিশ্লেষক মিং চি কু এর মতে, উভয় মডেলে টেট্রাপ্রিজম লেন্স ব্যবহার করা হতে পারে। গত বছর শুধু আইফোন প্রো ম্যাক্স মডেলে এই লেন্স ব্যবহার করা হয়েছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার বলছে, ছবির মান আরও বাড়ানোর নতুন কৌশল অবলম্বন করবে অ্যাপল। কোম্পানিটি অ্যান্টি রিফলেক্টিভ (প্রতিফলন প্রতিরোধী) প্রযুক্তি ক্যামেরায় ব্যবহার করতে পারে। এর মাধ্যমে লেন্সে অনাকাঙ্ক্ষিত আলোর প্রতিফলন হবে না।
আইফোন ১৬ এর প্রসেসর
আইফোন ১৬ সিরিজের চারটি মডেলেই অ্যাপলের নতুন প্রজন্মের এ১৮ চিপ ব্যবহার করা হতে পারে। ম্যাকরিউমারে মতে, চারটি মডেলেই এ১৮ সিরিজের চিপ ব্যবহার করা হতে পারে। তবে আইফোন প্রো মডেলগুলোয় এ১৮ বায়োনিক প্রো চিপ ও বেজ মডেলগুলো সাধারণ এ১৮ চিপ ব্যবহার করা হতে পারে।
এ ১৮ চিপগুলো টিএসএমসি এর (তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড) ৩ ন্যানোমিটার প্রসেস ব্যবহার করে তৈরি করা হবে।
আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলে এ১৬ বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে। অপরদিকে আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এ১৭ প্রো প্রসেসর রয়েছে।
আইফোনে ১৬ সিরিজে কি ফোল্ডেবল ফোন থাকবে
গুগল, অপো, ওয়ানপ্লাস ও স্যামসাংয়ের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো নিজস্ব ফোল্ডেবল ফোন তৈরি করেছে। তবে বিভিন্ন ফাঁস হওয়া তথ্য মতে, ২০১৬ সালের অ্যাপলের ফোল্ডেবল ফোন বাজারে আসবে। আর এটি ঝিনুকের খোলসের মতো ভাঁজ করা যাবে।
২০১৯ সালে থেকে কোম্পানিটি ফোল্ডেবল ফোন তৈরি করবে বলে শোনা যাচ্ছে।
তথ্যসূত্র: সিনেট
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৮ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৯ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৪ ঘণ্টা আগে