অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিরুদ্ধে মামলা করেছেন টুইটারের সাবেক চেয়ারম্যান ওমিদ কোর্দেস্তানি। এই মামলার অভিযোগে বলা হয়, কোর্দেস্তানির পাওনা ২০ মিলিয়ন বা ২ কোটি ডলারেরও বেশি শেয়ার পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে প্ল্যাটফরমটির মালিক বিলিয়নিয়ার ইলন মাস্ক। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত টুইটারে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে কোর্দেস্তানি। মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণ করা পর্যন্ত বোর্ডের সদস্য হিসেবে ছিলেন তিনি। মামলার অভিযোগে তিনি বলেন, কোর্দেস্তানি ক্ষতিপূরণের সিংহভাগই শেয়ার হিসেবে ছিল, যা মাস্ক পরিশোধ করতে অস্বীকার করছেন।
উল্লেখ্য, টুইটার অধিগ্রহণের কিছুদিন পর মাস্ক কোম্পানিটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন।
প্রাক্তন চেয়ারম্যানের আইনজীবীরা দাবি করেন, টুইটারে কোর্দেস্তানির সাত বছর ধরে দেওয়া সেবার সুফলগুলো মাস্ক কোনো অর্থ প্রদান না করেই ভোগ করছেন।
সান ফ্রানসিসকোর ক্যালিফোর্নিয়া সুপিরিয়র আদালতে মামলাটি দায়ের করা হয়। টুইটার কিনে নেওয়ার পর কোম্পানির সাবেক নেতারা মাস্কের বিরুদ্ধে একাধিক আইনি পদক্ষেপ নিয়েছেন।
গত মার্চে টুইটারের চারজন সাবেক নির্বাহী মাস্কের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার অভিযোগে বলা হয়, কোম্পানি থেকে বহিষ্কার করার পর নির্বাহীদের ১২৮ মিলিয়ন বা ১২ কোটি ৮০ লাখ বেশি পাওনা অর্থ আটকে দিয়েছেন মাস্ক।
তবে এক্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
টুইটারে কাজ করার আগে ওমিদ কোর্দেস্তান অ্যালফাবেট গুগলের ব্যবসায়িক নেতা হিসেবে দীর্ঘদিন কাজ করেন।
অপরদিকে গত ৫ আগস্ট চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে ফের মামলা করেছেন ইলন মাস্ক। মানবতার সুবিধার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিকাশ না করার অভিযোগ তুলে এই মামলা দায়ের করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একই ধরনের মামলা করেন ইলন মাস্ক। পরবর্তীতে ওপেনএআই মাস্কের পুরোনো ইমেইল প্রকাশ করলে কোনো কারণ দর্শানো ছাড়াই মামলাটি প্রত্যাহার করেন এই বিলিয়নিয়ার।
২০১৫ সালে ওপেনএআইয়ের দুই সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান ও স্যাম অল্টম্যান একটি ওপেনসোর্স ও অলাভজনক কোম্পানি তৈরি করার জন্য ইলন মাস্কের সঙ্গে যোগযোগ করেছিলেন। প্রায় তিন বছর পর ২০১৮ সালে ওপেনএআই থেকে বিনিয়োগ প্রত্যাখ্যান করে কোম্পানিটি থেকে সরে যান। ২০২২ সালে চ্যাটজিপিটির মাধ্যমে ওপেনএআই বেশ সাফল্য লাভ করে। তাই ওপেনএআই দাবি করে, ঈর্ষা থেকেই ইলন মাস্ক একের পর এক মামলা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিরুদ্ধে মামলা করেছেন টুইটারের সাবেক চেয়ারম্যান ওমিদ কোর্দেস্তানি। এই মামলার অভিযোগে বলা হয়, কোর্দেস্তানির পাওনা ২০ মিলিয়ন বা ২ কোটি ডলারেরও বেশি শেয়ার পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে প্ল্যাটফরমটির মালিক বিলিয়নিয়ার ইলন মাস্ক। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত টুইটারে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে কোর্দেস্তানি। মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণ করা পর্যন্ত বোর্ডের সদস্য হিসেবে ছিলেন তিনি। মামলার অভিযোগে তিনি বলেন, কোর্দেস্তানি ক্ষতিপূরণের সিংহভাগই শেয়ার হিসেবে ছিল, যা মাস্ক পরিশোধ করতে অস্বীকার করছেন।
উল্লেখ্য, টুইটার অধিগ্রহণের কিছুদিন পর মাস্ক কোম্পানিটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন।
প্রাক্তন চেয়ারম্যানের আইনজীবীরা দাবি করেন, টুইটারে কোর্দেস্তানির সাত বছর ধরে দেওয়া সেবার সুফলগুলো মাস্ক কোনো অর্থ প্রদান না করেই ভোগ করছেন।
সান ফ্রানসিসকোর ক্যালিফোর্নিয়া সুপিরিয়র আদালতে মামলাটি দায়ের করা হয়। টুইটার কিনে নেওয়ার পর কোম্পানির সাবেক নেতারা মাস্কের বিরুদ্ধে একাধিক আইনি পদক্ষেপ নিয়েছেন।
গত মার্চে টুইটারের চারজন সাবেক নির্বাহী মাস্কের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার অভিযোগে বলা হয়, কোম্পানি থেকে বহিষ্কার করার পর নির্বাহীদের ১২৮ মিলিয়ন বা ১২ কোটি ৮০ লাখ বেশি পাওনা অর্থ আটকে দিয়েছেন মাস্ক।
তবে এক্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
টুইটারে কাজ করার আগে ওমিদ কোর্দেস্তান অ্যালফাবেট গুগলের ব্যবসায়িক নেতা হিসেবে দীর্ঘদিন কাজ করেন।
অপরদিকে গত ৫ আগস্ট চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে ফের মামলা করেছেন ইলন মাস্ক। মানবতার সুবিধার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিকাশ না করার অভিযোগ তুলে এই মামলা দায়ের করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একই ধরনের মামলা করেন ইলন মাস্ক। পরবর্তীতে ওপেনএআই মাস্কের পুরোনো ইমেইল প্রকাশ করলে কোনো কারণ দর্শানো ছাড়াই মামলাটি প্রত্যাহার করেন এই বিলিয়নিয়ার।
২০১৫ সালে ওপেনএআইয়ের দুই সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান ও স্যাম অল্টম্যান একটি ওপেনসোর্স ও অলাভজনক কোম্পানি তৈরি করার জন্য ইলন মাস্কের সঙ্গে যোগযোগ করেছিলেন। প্রায় তিন বছর পর ২০১৮ সালে ওপেনএআই থেকে বিনিয়োগ প্রত্যাখ্যান করে কোম্পানিটি থেকে সরে যান। ২০২২ সালে চ্যাটজিপিটির মাধ্যমে ওপেনএআই বেশ সাফল্য লাভ করে। তাই ওপেনএআই দাবি করে, ঈর্ষা থেকেই ইলন মাস্ক একের পর এক মামলা করছেন।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৫ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৭ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
২০ ঘণ্টা আগে