চলতি বছরের প্রথমার্ধে কত অর্থ খোয়ালেন ইলন? 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২২, ১৪: ১৯
আপডেট : ০২ জুলাই ২০২২, ১৫: ৫৯

বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের চলতি বছরের প্রথমার্ধে ৬২ বিলিয়ন ডলার কমে গেছে। এ ছাড়া জেফ বেজোসের ৬৩ বিলিয়ন ও মার্ক জাকারবার্গের মোট সম্পদের অর্ধেক কমে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ। 

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের প্রথমার্ধে বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার সম্পদ কমে গেছে। খবরটি বিশ্বব্যাপী চমক সৃষ্টি করেছে, কারণ এর আগে প্রথম ছয় মাসে এত বিপুল পরিমাণ অর্থ কারও কমেনি। 

দুই বছর আগের তুলনায় এটি একটি বড় ধাক্কা। কারণ করোনা মহামারির সময় বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। ফলে অতি ধনীদের ভাগ্যে শিকে ছিঁড়েছিল। তাঁরা আরও ধনী হয়ে উঠেছিলেন। কিন্তু এখন মূল্যস্ফীতি মোকাবিলা করতে গিয়ে নীতিনির্ধারকেরা সুদের হার বাড়াচ্ছেন। ফলে ধনীদের সম্পদ কমতে শুরু করেছে। 

এদিকে গত তিন মাস ছিল টেসলা ইনকর্পোরেটেডের সবচেয়ে খারাপ সময়। 

ব্লুমবার্গ বলেছে, বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ কমছে। এটি সম্পদ বৈষম্য কমার জন্য একটি ভালো পদক্ষেপ। তবে সম্পদ কমার পরেও মাস্ক এখনো বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিই রয়েছেন। তাঁর সম্পদের পরিমাণ ২০৮ দশমিক ৫ বিলিয়ন। অন্যদিকে ১২৯ দশমিক ৬ বিলিয়ন সম্পদ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত