প্রযুক্তি ডেস্ক
প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ব্রিটিশ ট্যাবলয়েড ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালফাবেটের নতুন ‘পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকদের নিম্ন কর্মদক্ষতাসম্পন্ন কর্মীদের চিহ্নিত করে তাঁদের ছাঁটাই করতে সাহায্য করবে।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুসারে, আগামী বছরের শুরু থেকেই ছাঁটাই কার্যক্রম শুরু হবে। গুগলের নতুন ব্যবস্থা এরই মধ্যে ৬ শতাংশ কর্মীকে নিম্ন কর্মদক্ষতাসম্পন্ন বলে চিহ্নিত করেছে। এই সিস্টেমের ফলে গুগলের পক্ষ থেকে কর্মীদের দেওয়া বিভিন্ন প্রণোদনা কমে যেতে পারে। কমে যেতে পারে কর্মদক্ষতার পুরস্কার হিসেবে স্টক দেওয়ার হারও।
গত জুলাইয়ে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেছিলেন, ‘এটি স্পষ্ট যে আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছি। সামনে আরও অনিশ্চয়তা অপেক্ষা করছে আমাদের জন্য।’ বিগত কয়েক মাস ধরেই সুন্দর পিচাই তাঁর কর্মীদের কাজে আরও উন্নতির লক্ষ্যে অনুরোধ জানিয়ে আসছিলেন। কর্মীদের সঙ্গে এক মিটিং এ তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা সবাই সবকিছুর খবর রাখছেন। আপনারা জানেন, আমরা বিগত দশকের শেষ থেকেই কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। ফলে আমরা একটু বেশি দায়িত্বশীল হয়েছি। আমি মনে করি, কোম্পানির স্বার্থে আমাদের সবার এক হয়ে এই কঠিন সময় পার হওয়া অনেক গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, করোনা মহামারি ও মূল্যস্ফীতির কারণে এই বছর গুগলের মাতৃ প্রতিষ্ঠান অ্যালফাবেট নানা সমস্যার মুখোমুখি হয়েছে। গত বছরের তুলনায় এ বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা প্রায় ২৭ শতাংশ কমে যায়। এর আগে, চলতি মাসের শুরুতে মেটা তাঁদের ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। তারও আগে, আরেক জনপ্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারও তাঁদের সাড়ে ৩ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করে।
প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ব্রিটিশ ট্যাবলয়েড ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালফাবেটের নতুন ‘পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকদের নিম্ন কর্মদক্ষতাসম্পন্ন কর্মীদের চিহ্নিত করে তাঁদের ছাঁটাই করতে সাহায্য করবে।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুসারে, আগামী বছরের শুরু থেকেই ছাঁটাই কার্যক্রম শুরু হবে। গুগলের নতুন ব্যবস্থা এরই মধ্যে ৬ শতাংশ কর্মীকে নিম্ন কর্মদক্ষতাসম্পন্ন বলে চিহ্নিত করেছে। এই সিস্টেমের ফলে গুগলের পক্ষ থেকে কর্মীদের দেওয়া বিভিন্ন প্রণোদনা কমে যেতে পারে। কমে যেতে পারে কর্মদক্ষতার পুরস্কার হিসেবে স্টক দেওয়ার হারও।
গত জুলাইয়ে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেছিলেন, ‘এটি স্পষ্ট যে আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছি। সামনে আরও অনিশ্চয়তা অপেক্ষা করছে আমাদের জন্য।’ বিগত কয়েক মাস ধরেই সুন্দর পিচাই তাঁর কর্মীদের কাজে আরও উন্নতির লক্ষ্যে অনুরোধ জানিয়ে আসছিলেন। কর্মীদের সঙ্গে এক মিটিং এ তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা সবাই সবকিছুর খবর রাখছেন। আপনারা জানেন, আমরা বিগত দশকের শেষ থেকেই কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। ফলে আমরা একটু বেশি দায়িত্বশীল হয়েছি। আমি মনে করি, কোম্পানির স্বার্থে আমাদের সবার এক হয়ে এই কঠিন সময় পার হওয়া অনেক গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, করোনা মহামারি ও মূল্যস্ফীতির কারণে এই বছর গুগলের মাতৃ প্রতিষ্ঠান অ্যালফাবেট নানা সমস্যার মুখোমুখি হয়েছে। গত বছরের তুলনায় এ বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা প্রায় ২৭ শতাংশ কমে যায়। এর আগে, চলতি মাসের শুরুতে মেটা তাঁদের ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। তারও আগে, আরেক জনপ্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারও তাঁদের সাড়ে ৩ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১৫ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১৬ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১৭ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
২০ ঘণ্টা আগে