Ajker Patrika

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় নতুন সুবিধা ফায়ারফক্সের

প্রযুক্তি ডেস্ক
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় নতুন সুবিধা ফায়ারফক্সের

কোনো ওয়েবসাইট ভিজিট করলে ব্যবহারকারীদের ব্রাউজিং সম্পর্কিত কিছু তথ্য গোপনে সংগ্রহ করে ওয়েবসাইটটি। যা সাধারণত ‘কুকি’ নামে পরিচিত। এই তথ্য মূলত ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দ পর্যালোচনা করে বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহার করা হয়। তবে এতে করে গোপনীয়তা ক্ষুণ্ন হয় ব্যবহারকারীর। তবে এবার ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় স্বয়ংক্রিয় ‘টোটাল কুকি প্রোটেকশন’ সুবিধা চালু করেছে ফায়ারফক্স। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এত দিন শুধু উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের ডিভাইসে টোটাল কুকি প্রোটেকশনের সুবিধা পাওয়া যেত। তবে এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও স্বয়ংক্রিয় এই সুবিধা চালু করেছে ফায়ারফক্স। নতুন এ সুবিধা চালুর ফলে কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস গোপনে সংগ্রহ করতে পারবে না।  

সম্প্রতি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সুবিধায় নতুন তিনটি এক্সটেনশন আনে মজিলা ফায়ারফক্স। রিড-অ্যালাউড, ফায়ারফক্স রিলে ও ক্লিয়ার ইউআরএল নামের তিনটি এক্সটেনশন ব্যবহারকারীদের দেবে ইন্টারনেট ব্রাউজিংয়ে উন্নত অভিজ্ঞতা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এক্সটেনশনগুলোর মধ্যে ‘রিড-অ্যালাউড’ এক্সটেনশনটি ‘টেক্সট টু স্পিচ’ প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটের লেখা পড়ে শোনাবে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ও যারা চোখকে একটু আরাম দিতে চান, তাঁরা উপকৃত হবেন।

‘ফায়ারফক্স রিলে’ এক্সটেনশনটি ব্যবহার করে ই-মেইল আইডি গোপন রেখে প্রক্সি ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধনের সুবিধা পাওয়া যাবে। ফলে ওয়েবসাইট থেকে পাঠানো ই-মেইলগুলো প্রথমে এক্সটেনশনের প্রক্সি ই-মেইলে আসবে। পরে সেগুলো ব্যবহারকারীদের নিজস্ব ই-মেইলে পাঠানো হবে। এতে করে ব্যবহারকারী অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নিজের ই-মেইল আইডি প্রকাশ না করেও নিজের কাজ চালিয়ে নিতে পারবেন।

‘ক্লিয়ার ইউআরএল’ এক্সটেনশনটি ব্যবহার করে যেকোনো ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল ছোট করে নেওয়া যাবে। ফলে অন্যকে সহজেই সংক্ষিপ্ত আকারের ইউআরএল পাঠানো যাবে। আপাতত শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই সুবিধাগুলো পেলেও শিগগিরই আইওএস অপারেটিং সিস্টেমেও এই এক্সটেনশনগুলো ব্যবহার করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত