অনলাইন ডেস্ক
কর্মস্থলে সশরীরে না ফিরলে কর্মীদের ছাঁটাই করার হুমকি দিয়েছিলেন টেসলার মালিক ইলন মাস্ক। এর পর কর্মীরা ফিরেছেন ঠিকই, তবে তাদের কাজের জায়গা দিতে পারছে না টেসলা।
করোনার বিধিনিষেধের কারণে যে কর্মীরা বাসায় বসে কাজ করছিলেন, তাঁদের সশরীরে অফিসে ফেরার নির্দেশ দিয়ে মাস্ক বলেছিলেন, অফিসে হাজির না থাকলে ধরে নেওয়া হবে যে তারা ইস্তফা দিয়েছেন।
দ্য ভার্জের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে অবস্থিত টেসলার অফিসে ফিরে নিজের গাড়ি রাখারই জায়গা পাচ্ছিলেন না টেসলা কর্মীরা। এত গেল অফিসের বাইরের পরিস্থিতি, ভেতরেও কাজে বসার জন্য ডেস্ক খালি পাচ্ছিলেন না তাঁরা। এমনকি দুর্বল ইন্টারনেট সংযোগও হোম অফিস থেকে ফিরে আসা কর্মীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
টেসলার কয়েকজন কর্মী জানান, অফিসে ডেস্ক সংকট এতটাই ছিল যে, ম্যানেজাররা নিজের কর্মীদের বাসা থেকেই কাজ করতে বলে ফেরত পাঠিয়ে দিচ্ছিলেন। আর যারা কাজ করার জন্য বসার জায়গা পেয়েছেন, তাঁদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল দুর্বল ওয়াই-ফাই সংযোগ।
ফ্রেমন্টে টেসলার অফিস ও নির্মাণ কারখানা দুটোই আছে এবং করোনা মহামারির প্রকোপে সিংহভাগ কর্মী নিজের বাসা থেকেই কাজ করছিলেন বলে জানিয়েছে ভার্জ।
২০১৯ সালের পর থেকে টেসলার কর্মী সংখ্যা দ্বিগুণ হয়ে ৯৯ হাজার ২১০ জনে পৌঁছেছে। কিন্তু এ মাসের শুরুতে বিশ্ব অর্থনীতি নিয়ে নিজের ‘বাজে অনুভূতি হচ্ছে’ বলে প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ স্থগিত করেছেন মাস্ক।
কর্মস্থলে সশরীরে না ফিরলে কর্মীদের ছাঁটাই করার হুমকি দিয়েছিলেন টেসলার মালিক ইলন মাস্ক। এর পর কর্মীরা ফিরেছেন ঠিকই, তবে তাদের কাজের জায়গা দিতে পারছে না টেসলা।
করোনার বিধিনিষেধের কারণে যে কর্মীরা বাসায় বসে কাজ করছিলেন, তাঁদের সশরীরে অফিসে ফেরার নির্দেশ দিয়ে মাস্ক বলেছিলেন, অফিসে হাজির না থাকলে ধরে নেওয়া হবে যে তারা ইস্তফা দিয়েছেন।
দ্য ভার্জের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে অবস্থিত টেসলার অফিসে ফিরে নিজের গাড়ি রাখারই জায়গা পাচ্ছিলেন না টেসলা কর্মীরা। এত গেল অফিসের বাইরের পরিস্থিতি, ভেতরেও কাজে বসার জন্য ডেস্ক খালি পাচ্ছিলেন না তাঁরা। এমনকি দুর্বল ইন্টারনেট সংযোগও হোম অফিস থেকে ফিরে আসা কর্মীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
টেসলার কয়েকজন কর্মী জানান, অফিসে ডেস্ক সংকট এতটাই ছিল যে, ম্যানেজাররা নিজের কর্মীদের বাসা থেকেই কাজ করতে বলে ফেরত পাঠিয়ে দিচ্ছিলেন। আর যারা কাজ করার জন্য বসার জায়গা পেয়েছেন, তাঁদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল দুর্বল ওয়াই-ফাই সংযোগ।
ফ্রেমন্টে টেসলার অফিস ও নির্মাণ কারখানা দুটোই আছে এবং করোনা মহামারির প্রকোপে সিংহভাগ কর্মী নিজের বাসা থেকেই কাজ করছিলেন বলে জানিয়েছে ভার্জ।
২০১৯ সালের পর থেকে টেসলার কর্মী সংখ্যা দ্বিগুণ হয়ে ৯৯ হাজার ২১০ জনে পৌঁছেছে। কিন্তু এ মাসের শুরুতে বিশ্ব অর্থনীতি নিয়ে নিজের ‘বাজে অনুভূতি হচ্ছে’ বলে প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ স্থগিত করেছেন মাস্ক।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৬ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৮ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৮ ঘণ্টা আগে