টি এইচ মাহির
মহাকাশের মহাজগৎ ছুঁয়ে দেখার স্বপ্নে বিভোর দেশের অ্যারোস্পেস প্রতিষ্ঠান ‘ধূমকেতু এক্স’। ময়মনসিংহের এ প্রতিষ্ঠান রকেট, স্যাটেলাইট, ড্রোন ইত্যাদি তৈরি ও উৎক্ষেপণের কাজ করে। এটি দেশের প্রথম অ্যারোস্পেস এবং ডিফেন্স রিসার্চ প্রতিষ্ঠান। এরই মধ্যে দেশে প্রথম প্রোটোটাইপ রকেট উৎক্ষেপণ করছে ধূমকেতু এক্স।
ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড (ধূমকেতু এক্স) নামে দেশের প্রথম অ্যারোস্পেস প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ২০২৪ সালে। মহাকাশ গবেষণা এবং দেশে রকেট তৈরির লক্ষ্য রয়েছে এ প্রতিষ্ঠানের। এর প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী নাহিয়ান আল রহমান। তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্পেস সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পর্বে পড়াশোনা করছেন। এ ছাড়া ড্রোন, ভিটোল, স্যাটেলাইট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ধূমকেতু এক্স আংশিকভাবে এবং সম্পূর্ণরূপে পুনর্ব্যবহারযোগ্য প্রোটোটাইপ রকেট তৈরির কাজ করছে।
দেশের প্রথম প্রোটোটাইপ রকেট
দেশের প্রথম প্রোটোটাইপ রকেট উৎক্ষেপণ করে ধূমকেতু এক্স। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সফলভাবে এ কাজ করেন নাহিয়ান ও তাঁর জুনিয়র দল ধূমকেতু এক্স জুনিয়র। ‘পুঁটি মাছ ০.১’ নামের এই প্রোটোটাইপ রকেট ভূপৃষ্ঠ থেকে এক কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। ধূমকেতু ০.৬, ধূমকেতু ০.৭, বায়ান্ন ৫২ নামের বেশ কিছু প্রোটোটাইপ রকেট নিয়েও কাজ চলছে ধূমকেতু এক্সে। এগুলো ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় উড়ে বায়ুপ্রবাহ, তাপ, চাপ, আর্দ্রতা ইত্যাদির তথ্য দিতে সক্ষম। প্রতিষ্ঠানটির ‘বায়ান্ন ৫২’ প্রোটোটাইপ রকেটটির ধারণা ‘রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২’ বিজয়ী হয়। দেশের আইসিটি বিভাগের এটুআইয়ের ইনোভেশন প্রজেক্টের ইনোভেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছিল ধূমকেতু এক্স দল।
ধূমকেতু এক্স-রকেট
বিভিন্ন মিশন ও প্রজেক্ট নিয়ে কাজ করছে ধূমকেতু এক্স। পৃথিবীর মেসোস্ফিয়ার স্তরের উদ্দেশে রওনা দেবে প্রতিষ্ঠানটির প্রোটোটাইপ রকেট ‘একুশে’। বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করে বায়ুমণ্ডলীয় ডেটা সংগ্রহ, আবহাওয়ার অবস্থা, জলবায়ু পরিবর্তনের ডেটা সংগ্রহ করা হবে এই প্রোটোটাইপ রকেটের কাজ। ২০২৩ সালে কাজ শেষ হওয়া এই রকেটের ধারণক্ষমতা ৫ কেজি। বর্তমানে উড্ডয়নের অপেক্ষায় রয়েছে এটি।
পৃথিবী ও মহাকাশের সীমারেখার উদ্দেশে যাত্রা করবে প্রতিষ্ঠানটির আরেকটি প্রোটোটাইপ রকেট ‘বিদ্রোহী ৭১’। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার উচ্চতায় উঠতে পারবে এবং পৃথিবীর কারমান লাইনে পৌঁছাবে। এটির ধারণক্ষমতা ২৫ কেজি। এই রকেট আবহাওয়া ও জলবায়ুর রিয়েল টাইম ডেটা পাঠাতে পারবে। চলমান কাজ শেষ হলেই এটি হবে দেশের প্রথম বাণিজ্যিক রকেট। যথাযথ পৃষ্ঠপোষকতা ও অনুমোদন পেলে আগামী বছর বিদ্রোহী ৭১ নামের এই প্রোটোটাইপ রকেটের কাজ শেষ হবে বলে জানান ধূমকেতু এক্সের হেড অব ম্যানেজমেন্ট হানজালা রহমান মুন্না।
লোয়ার আর্থ অরবিট পর্যন্ত পৌঁছাবে ধূমকেতু এক্সের রকেট ‘নজরুল ০১’। এই রকেট বানানো হচ্ছে ছোট স্যাটেলাইট বা কিউব সেট মহাকাশে পাঠানোর জন্য। ৪৫০ কিলোমিটার পরিসীমায় এর ধারণক্ষমতা ৫১০ কেজি। ধূমকেতু এক্স জানিয়েছে, ভবিষ্যতে বাণিজ্যিক রকেট নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।
অ্যারোস্পেসের আরও প্রজেক্ট
ধূমকেতু এক্স শুধু প্রোটোটাইপ রকেট বানানোতেই সীমাবদ্ধ নয়; এর পাশাপাশি প্রতিষ্ঠানটি স্যাটেলাইট, ড্রোন ইত্যাদি তৈরির কাজেও ব্যস্ত। তাদের কিউব স্যাটেলাইট ‘বাংলা ০১’ ২০২৫ সালের মার্চের দিকে মহাকাশের উদ্দেশে রওনা দিতে পারে। এটি জলবায়ু পর্যবেক্ষণ, কৃষি গবেষণা এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ডেটা সংগ্রহ করবে।
‘বিজয়’ নামে আরেকটি মাইক্রো স্যাটেলাইট প্রকল্প নিয়ে কাজ করছে ধূমকেতু এক্স। এর ওজন হবে প্রায় ১০০ কেজি। এটি উৎক্ষেপণ করা হবে ‘নজরুল ০১’ প্রোটোটাইপ রকেট দিয়ে। কৃষি গবেষণা, নগর উন্নয়ন পরিকল্পনা এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ডেটা সংগ্রহ করবে বিজয়। সৌর প্যানেল, মাল্টিস্পেকট্রাল ইমেজিং সেন্সর, উন্নত অনবোর্ড কম্পিউটারসহ অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত এই মাইক্রো স্যাটেলাইট ২০২৭ সালের দিকে মহাকাশে উৎক্ষেপণ করা হবে।
ধূমকেতু এক্সের রকেট টিম ‘বোসন ইঞ্জিন’ নামে আরেকটি রকেট ইঞ্জিন তৈরি করছে। এর নাম রাখা হয়েছে বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নামে। তা ছাড়া ‘বি.ফায়ারফ্লাই’ নামের দুটি অগ্নিনির্বাপণের ড্রোন তৈরির কাজও করছে ধূমকেতু এক্স।
টিম ধূমকেতু এক্স
বর্তমানে ৫০ জনের বেশি সদস্য কাজ করছেন ধূমকেতু এক্সে। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাহিয়ান আল রহমানের সঙ্গে মূল দলে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাইফ বিন রায়হান ও শাহরুখ খান। লিড সফটওয়্যার সিস্টেম আর্কিটেক্টের দায়িত্বে আছেন সাদমান রাফিদ সৌরভ ও আহসান হাবীব, লিড এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার এরফান মাহমুদ তুষার, মেশিন লার্নিংয়ে সারা করিম, লিড ফার্মওয়্যার ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এবং হেড অব ম্যানেজমেন্ট হানজালা রহমান মুন্না। এ ছাড়া বিভিন্ন গবেষক ও প্রকৌশলী কাজ করছেন ধূমকেতু এক্সের মূল দলে। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে দূত হিসেবে আছেন একাধিক বাংলাদেশি শিক্ষার্থী। আবার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘জিরো জুনিয়র টিম’ নামে একটি দল আছে ধূমকেতু এক্সের।
ধূমকেতু এক্সের প্রধান নির্বাহী নাহিয়ান আল রহমান অলি তাঁদের কার্যক্রম সম্পর্কে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো অত্যাধুনিক ডিজাইন এবং উদ্ভাবনের মাধ্যমে অ্যারোস্পেস খাতে বিপ্লব ঘটানো। নিরাপদ ও সহজলভ্য প্রযুক্তি নির্মাণে কাজ করা। আমরা আমাদের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে চাই।’ নিজেদের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা দেশকে সারা বিশ্বের অ্যারোস্পেস কমিউনিটিতে একটি মর্যাদাপূর্ণ স্থান দিতে চাই।’
আগামী ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরে বাংলাদেশ অ্যারোস্পেস সেক্টরের প্রতিনিধিত্ব করতে ধূমকেতু এক্স যোগ দেবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের কর্মশালায়।
মহাকাশের মহাজগৎ ছুঁয়ে দেখার স্বপ্নে বিভোর দেশের অ্যারোস্পেস প্রতিষ্ঠান ‘ধূমকেতু এক্স’। ময়মনসিংহের এ প্রতিষ্ঠান রকেট, স্যাটেলাইট, ড্রোন ইত্যাদি তৈরি ও উৎক্ষেপণের কাজ করে। এটি দেশের প্রথম অ্যারোস্পেস এবং ডিফেন্স রিসার্চ প্রতিষ্ঠান। এরই মধ্যে দেশে প্রথম প্রোটোটাইপ রকেট উৎক্ষেপণ করছে ধূমকেতু এক্স।
ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড (ধূমকেতু এক্স) নামে দেশের প্রথম অ্যারোস্পেস প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ২০২৪ সালে। মহাকাশ গবেষণা এবং দেশে রকেট তৈরির লক্ষ্য রয়েছে এ প্রতিষ্ঠানের। এর প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী নাহিয়ান আল রহমান। তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্পেস সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পর্বে পড়াশোনা করছেন। এ ছাড়া ড্রোন, ভিটোল, স্যাটেলাইট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ধূমকেতু এক্স আংশিকভাবে এবং সম্পূর্ণরূপে পুনর্ব্যবহারযোগ্য প্রোটোটাইপ রকেট তৈরির কাজ করছে।
দেশের প্রথম প্রোটোটাইপ রকেট
দেশের প্রথম প্রোটোটাইপ রকেট উৎক্ষেপণ করে ধূমকেতু এক্স। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সফলভাবে এ কাজ করেন নাহিয়ান ও তাঁর জুনিয়র দল ধূমকেতু এক্স জুনিয়র। ‘পুঁটি মাছ ০.১’ নামের এই প্রোটোটাইপ রকেট ভূপৃষ্ঠ থেকে এক কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। ধূমকেতু ০.৬, ধূমকেতু ০.৭, বায়ান্ন ৫২ নামের বেশ কিছু প্রোটোটাইপ রকেট নিয়েও কাজ চলছে ধূমকেতু এক্সে। এগুলো ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় উড়ে বায়ুপ্রবাহ, তাপ, চাপ, আর্দ্রতা ইত্যাদির তথ্য দিতে সক্ষম। প্রতিষ্ঠানটির ‘বায়ান্ন ৫২’ প্রোটোটাইপ রকেটটির ধারণা ‘রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২’ বিজয়ী হয়। দেশের আইসিটি বিভাগের এটুআইয়ের ইনোভেশন প্রজেক্টের ইনোভেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছিল ধূমকেতু এক্স দল।
ধূমকেতু এক্স-রকেট
বিভিন্ন মিশন ও প্রজেক্ট নিয়ে কাজ করছে ধূমকেতু এক্স। পৃথিবীর মেসোস্ফিয়ার স্তরের উদ্দেশে রওনা দেবে প্রতিষ্ঠানটির প্রোটোটাইপ রকেট ‘একুশে’। বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করে বায়ুমণ্ডলীয় ডেটা সংগ্রহ, আবহাওয়ার অবস্থা, জলবায়ু পরিবর্তনের ডেটা সংগ্রহ করা হবে এই প্রোটোটাইপ রকেটের কাজ। ২০২৩ সালে কাজ শেষ হওয়া এই রকেটের ধারণক্ষমতা ৫ কেজি। বর্তমানে উড্ডয়নের অপেক্ষায় রয়েছে এটি।
পৃথিবী ও মহাকাশের সীমারেখার উদ্দেশে যাত্রা করবে প্রতিষ্ঠানটির আরেকটি প্রোটোটাইপ রকেট ‘বিদ্রোহী ৭১’। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার উচ্চতায় উঠতে পারবে এবং পৃথিবীর কারমান লাইনে পৌঁছাবে। এটির ধারণক্ষমতা ২৫ কেজি। এই রকেট আবহাওয়া ও জলবায়ুর রিয়েল টাইম ডেটা পাঠাতে পারবে। চলমান কাজ শেষ হলেই এটি হবে দেশের প্রথম বাণিজ্যিক রকেট। যথাযথ পৃষ্ঠপোষকতা ও অনুমোদন পেলে আগামী বছর বিদ্রোহী ৭১ নামের এই প্রোটোটাইপ রকেটের কাজ শেষ হবে বলে জানান ধূমকেতু এক্সের হেড অব ম্যানেজমেন্ট হানজালা রহমান মুন্না।
লোয়ার আর্থ অরবিট পর্যন্ত পৌঁছাবে ধূমকেতু এক্সের রকেট ‘নজরুল ০১’। এই রকেট বানানো হচ্ছে ছোট স্যাটেলাইট বা কিউব সেট মহাকাশে পাঠানোর জন্য। ৪৫০ কিলোমিটার পরিসীমায় এর ধারণক্ষমতা ৫১০ কেজি। ধূমকেতু এক্স জানিয়েছে, ভবিষ্যতে বাণিজ্যিক রকেট নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।
অ্যারোস্পেসের আরও প্রজেক্ট
ধূমকেতু এক্স শুধু প্রোটোটাইপ রকেট বানানোতেই সীমাবদ্ধ নয়; এর পাশাপাশি প্রতিষ্ঠানটি স্যাটেলাইট, ড্রোন ইত্যাদি তৈরির কাজেও ব্যস্ত। তাদের কিউব স্যাটেলাইট ‘বাংলা ০১’ ২০২৫ সালের মার্চের দিকে মহাকাশের উদ্দেশে রওনা দিতে পারে। এটি জলবায়ু পর্যবেক্ষণ, কৃষি গবেষণা এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ডেটা সংগ্রহ করবে।
‘বিজয়’ নামে আরেকটি মাইক্রো স্যাটেলাইট প্রকল্প নিয়ে কাজ করছে ধূমকেতু এক্স। এর ওজন হবে প্রায় ১০০ কেজি। এটি উৎক্ষেপণ করা হবে ‘নজরুল ০১’ প্রোটোটাইপ রকেট দিয়ে। কৃষি গবেষণা, নগর উন্নয়ন পরিকল্পনা এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ডেটা সংগ্রহ করবে বিজয়। সৌর প্যানেল, মাল্টিস্পেকট্রাল ইমেজিং সেন্সর, উন্নত অনবোর্ড কম্পিউটারসহ অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত এই মাইক্রো স্যাটেলাইট ২০২৭ সালের দিকে মহাকাশে উৎক্ষেপণ করা হবে।
ধূমকেতু এক্সের রকেট টিম ‘বোসন ইঞ্জিন’ নামে আরেকটি রকেট ইঞ্জিন তৈরি করছে। এর নাম রাখা হয়েছে বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নামে। তা ছাড়া ‘বি.ফায়ারফ্লাই’ নামের দুটি অগ্নিনির্বাপণের ড্রোন তৈরির কাজও করছে ধূমকেতু এক্স।
টিম ধূমকেতু এক্স
বর্তমানে ৫০ জনের বেশি সদস্য কাজ করছেন ধূমকেতু এক্সে। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাহিয়ান আল রহমানের সঙ্গে মূল দলে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাইফ বিন রায়হান ও শাহরুখ খান। লিড সফটওয়্যার সিস্টেম আর্কিটেক্টের দায়িত্বে আছেন সাদমান রাফিদ সৌরভ ও আহসান হাবীব, লিড এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার এরফান মাহমুদ তুষার, মেশিন লার্নিংয়ে সারা করিম, লিড ফার্মওয়্যার ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এবং হেড অব ম্যানেজমেন্ট হানজালা রহমান মুন্না। এ ছাড়া বিভিন্ন গবেষক ও প্রকৌশলী কাজ করছেন ধূমকেতু এক্সের মূল দলে। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে দূত হিসেবে আছেন একাধিক বাংলাদেশি শিক্ষার্থী। আবার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘জিরো জুনিয়র টিম’ নামে একটি দল আছে ধূমকেতু এক্সের।
ধূমকেতু এক্সের প্রধান নির্বাহী নাহিয়ান আল রহমান অলি তাঁদের কার্যক্রম সম্পর্কে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো অত্যাধুনিক ডিজাইন এবং উদ্ভাবনের মাধ্যমে অ্যারোস্পেস খাতে বিপ্লব ঘটানো। নিরাপদ ও সহজলভ্য প্রযুক্তি নির্মাণে কাজ করা। আমরা আমাদের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে চাই।’ নিজেদের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা দেশকে সারা বিশ্বের অ্যারোস্পেস কমিউনিটিতে একটি মর্যাদাপূর্ণ স্থান দিতে চাই।’
আগামী ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরে বাংলাদেশ অ্যারোস্পেস সেক্টরের প্রতিনিধিত্ব করতে ধূমকেতু এক্স যোগ দেবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের কর্মশালায়।
চীনে আইফোনের ওপর বিশেষ ছাড় দেওয়া শুরু করেছে অ্যাপল। দেশটির স্থানীয় ব্র্যান্ডগুলোর তীব্র বাড়তি প্রতিযোগিতা বাড়ায় অ্যাপল এই ছাড় দিয়েছে। আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া চার দিনের প্রমোশনে কিছু আইফোন মডেলের ওপর ৫০০ ইউয়ান (প্রায় ৬৮ দশমিক ৫০ ডলার বা ৫৫ দশমিক ৩০ পাউন্ড) পর্যন্ত ছাড় দিচ্ছে টেক জায়ান্টটি।
৭ ঘণ্টা আগেচলতি মাসেই আত্মপ্রকাশ করতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ। এর আগেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার এবং ক্যামেরা নিয়ে বিভিন্ন তথ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। এবার জানা গেলো সিরিজটির চিপসেট সম্পর্কে। এতে সিরিজটির সবগুলো মডেলে ও সংস্করণে স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হতে পারে।
৮ ঘণ্টা আগেপ্রতারণা ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে একটি নতুন ভেরিফিকেশন ফিচার চালুর ঘোষণা দিয়েছে টেলিগ্রাম। এর মাধ্যমে অনুমোদিত তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ও চ্যাটে অতিরিক্ত ভেরিফিকেশন আইকন যুক্ত করার সুযোগ পাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে
১১ ঘণ্টা আগেগোপনীয়তা লঙ্ঘন করার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করতে চাচ্ছে অসংখ্য ব্যবহারকারী। তবে এর আগেই ৯৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলাটি নিষ্পত্তি করতে সম্মত হয়েছে অ্যাপল। এই মামলায় অভিযোগ ছিল যে, অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’ ব্যবহারকারীদের অজান্তেই কথোপকথন রেকর্ড করত।
১২ ঘণ্টা আগে