অনলাইন ডেস্ক
ফ্ল্যাগশিপ ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার যুক্ত করা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছ। গুগল, স্যামসাং ও সম্প্রতি অ্যাপলের পরে এই তালিকায় নাম লেখাল ওয়ানপ্লাস। কালারওএসের অপারেটিং সিস্টেম আপডেটের মাধ্যমে ওয়ানপ্লাস ১১ ও ওয়ানপ্লাস ১২ মডেলে জেনারেটিভ এআই ফিচার নিয়ে আসছে কোম্পানিটি। ছবি এডিটর, সামারাইজেশন বা সারাংশ তৈরি করার মতো এআইভিত্তিক ফিচার থাকবে এসব মডেলে।
রেডিট প্ল্যাটফর্মের এক পোস্টে বিষয়টি তুলে ধরেন মিশাল রহমান। তিনি বলেন, কালারওএস আপডেটের মাধ্যমে ওয়ানপ্লাস ১১ মডেলে এই ফিচার দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এই আপডেট ওয়ানপ্লাস ১২ মডেলেও দেখতে পান।
ওয়ানপ্লাস ১১ আপডেটে ইংরেজি সংস্করণের চেঞ্জলগে (যেখানে আপডেটে কী কী ফিচার পরিবর্তন হয়েছে লেখা থাকে) এআইভিত্তিক নতুন সংযোজনগুলো তুলে ধরা হয়েছে। এখানে এআইভিত্তিক তিনটি ফিচারের তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এআইভিত্তিক সামারাইজেশন। এই ফিচারের মাধ্যমে যেকোনো ফোন কলের সারাংশ স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেবে। এ ছাড়া লোকেশন, সময়, তারিখসহ কলের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করবে এই ফিচার।
এআইভিত্তিক ছবি এডিটর টুলও নিয়ে আসছে ওয়ানপ্লাস। এর মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড থেকে ছবির বিষয়বস্তু বা মানুষকে আলাদা করা যাবে। এটি পিক্সেল ৮ ও গ্যালাক্সি এস ২৪ মডেলের এআইভিত্তিক ছবি এডিটরের মতো। ওয়ানপ্লাসের চেঞ্জলগে শুধু ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরানোর তথ্য উল্লেখ রয়েছে। তবে ভিডিওর ক্ষেত্রে এই ফিচার কাজ করবে কি না, তা জানানো হয়নি।
আর তৃতীয় ফিচারটি হলো আর্টিকেল বা প্রতিবেদনের সারাংশ তৈরি। ওয়ানপ্লাস বলছে, একটি ট্যাপের মাধ্যমেই ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গ্রাহকের কাছে তুলে ধরবে এই ফিচার। ফলে গ্রাহককে পুরো প্রতিবেদন পড়তে হবে না এবং তার সময় বাঁচবে।
ফোন আনলক না করেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে খুব সহজেই ওয়ানপ্লাসে এআইভিত্তিক এসব ফিচার ব্যবহার করা যাবে। এ ছাড়া ডিভাইসের সেটিংসে মোশন ও ওরিয়েন্টশন পারমিশন অপশনও এসব মডেলে যুক্ত করা হয়েছে। এটি অন্যান্য অ্যাপ গেসচার ও ডিসপ্লে ওরিয়েন্টেশনের মতো বিভিন্ন ফিচার ব্যবহার করতে বাধা দেবে।
কালারওএসের পরিবর্তে অক্সিজেনওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের ফ্ল্যাগশিপ মডেলগুলোয়। দুটি অপারেটিং সিস্টেম প্রায় একই ধরনের হলেও কালারওএস এআইভিত্তিক ফিচার যুক্ত করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ওয়ানপ্লাস সব সময় তাদের ফ্ল্যাগশিপ ফোনে এআইভিত্তিক যুক্ত করতে চেয়েছিল। তবে গত ডিসেম্বরের প্রথম দিকে ওয়ানপ্লাস ১২ ফোন চীনের বাজারে ছাড়ায় ফিচারগুলো যুক্ত করতে পারেনি কোম্পানিটি। যুক্তরাষ্ট্রে এখন মডেলটি প্রিঅর্ডার করা যাচ্ছে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ফ্ল্যাগশিপ ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার যুক্ত করা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছ। গুগল, স্যামসাং ও সম্প্রতি অ্যাপলের পরে এই তালিকায় নাম লেখাল ওয়ানপ্লাস। কালারওএসের অপারেটিং সিস্টেম আপডেটের মাধ্যমে ওয়ানপ্লাস ১১ ও ওয়ানপ্লাস ১২ মডেলে জেনারেটিভ এআই ফিচার নিয়ে আসছে কোম্পানিটি। ছবি এডিটর, সামারাইজেশন বা সারাংশ তৈরি করার মতো এআইভিত্তিক ফিচার থাকবে এসব মডেলে।
রেডিট প্ল্যাটফর্মের এক পোস্টে বিষয়টি তুলে ধরেন মিশাল রহমান। তিনি বলেন, কালারওএস আপডেটের মাধ্যমে ওয়ানপ্লাস ১১ মডেলে এই ফিচার দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এই আপডেট ওয়ানপ্লাস ১২ মডেলেও দেখতে পান।
ওয়ানপ্লাস ১১ আপডেটে ইংরেজি সংস্করণের চেঞ্জলগে (যেখানে আপডেটে কী কী ফিচার পরিবর্তন হয়েছে লেখা থাকে) এআইভিত্তিক নতুন সংযোজনগুলো তুলে ধরা হয়েছে। এখানে এআইভিত্তিক তিনটি ফিচারের তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এআইভিত্তিক সামারাইজেশন। এই ফিচারের মাধ্যমে যেকোনো ফোন কলের সারাংশ স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেবে। এ ছাড়া লোকেশন, সময়, তারিখসহ কলের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করবে এই ফিচার।
এআইভিত্তিক ছবি এডিটর টুলও নিয়ে আসছে ওয়ানপ্লাস। এর মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড থেকে ছবির বিষয়বস্তু বা মানুষকে আলাদা করা যাবে। এটি পিক্সেল ৮ ও গ্যালাক্সি এস ২৪ মডেলের এআইভিত্তিক ছবি এডিটরের মতো। ওয়ানপ্লাসের চেঞ্জলগে শুধু ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরানোর তথ্য উল্লেখ রয়েছে। তবে ভিডিওর ক্ষেত্রে এই ফিচার কাজ করবে কি না, তা জানানো হয়নি।
আর তৃতীয় ফিচারটি হলো আর্টিকেল বা প্রতিবেদনের সারাংশ তৈরি। ওয়ানপ্লাস বলছে, একটি ট্যাপের মাধ্যমেই ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গ্রাহকের কাছে তুলে ধরবে এই ফিচার। ফলে গ্রাহককে পুরো প্রতিবেদন পড়তে হবে না এবং তার সময় বাঁচবে।
ফোন আনলক না করেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে খুব সহজেই ওয়ানপ্লাসে এআইভিত্তিক এসব ফিচার ব্যবহার করা যাবে। এ ছাড়া ডিভাইসের সেটিংসে মোশন ও ওরিয়েন্টশন পারমিশন অপশনও এসব মডেলে যুক্ত করা হয়েছে। এটি অন্যান্য অ্যাপ গেসচার ও ডিসপ্লে ওরিয়েন্টেশনের মতো বিভিন্ন ফিচার ব্যবহার করতে বাধা দেবে।
কালারওএসের পরিবর্তে অক্সিজেনওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের ফ্ল্যাগশিপ মডেলগুলোয়। দুটি অপারেটিং সিস্টেম প্রায় একই ধরনের হলেও কালারওএস এআইভিত্তিক ফিচার যুক্ত করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ওয়ানপ্লাস সব সময় তাদের ফ্ল্যাগশিপ ফোনে এআইভিত্তিক যুক্ত করতে চেয়েছিল। তবে গত ডিসেম্বরের প্রথম দিকে ওয়ানপ্লাস ১২ ফোন চীনের বাজারে ছাড়ায় ফিচারগুলো যুক্ত করতে পারেনি কোম্পানিটি। যুক্তরাষ্ট্রে এখন মডেলটি প্রিঅর্ডার করা যাচ্ছে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টেদের ওপর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার পরিকল্পনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের প্রস্তাবিত একটি আইন অনুযায়ী, কোম্পানিগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছিল দেশটি।
৩ ঘণ্টা আগেমার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগে