Ajker Patrika

ম্যাক ডিভাইসে উইন্ডোজ ১১ চালানোর অনুমতি দিল মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক
ম্যাক ডিভাইসে উইন্ডোজ ১১ চালানোর অনুমতি দিল মাইক্রোসফট

এখন থেকে নতুন উপায়ে ‘এআরএম’ ভিত্তিক ম্যাক ডিভাইসে উইন্ডোজ ১১ ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান ‘প্যারালালস’-এর তৈরি ‘প্যারালালস ডেস্কটপ ১৮’ সফটওয়্যার ব্যবহার করে ‘এম১’ ও ‘এম২’ চিপ ভিত্তিক বিভিন্ন ম্যাক ডিভাইসে উইন্ডোজ-১১ এর ‘প্রো’ ও ‘এন্টারপ্রাইজ’ সংস্করণ ব্যবহারের অনুমোদন দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারসের প্রতিবেদন অনুযায়ী, ‘প্যারালালস’ একটি জনপ্রিয় ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার, যার মাধ্যমে ম্যাক মেশিনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অ্যাপ ব্যবহার করা যায়। অ্যাপলের নিজস্ব বুট ক্যাম্প সমাধানের মাধ্যমে এই সুবিধা পাওয়ার সুযোগ থাকলেও ম্যাকে এই বুট ক্যাম্পের সুবিধা নেই। ফলে ম্যাক ব্যবহারকারীদের কাছে একমাত্র সমাধান প্যারালালস এর ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। এবার আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ায় অনেক সীমাবদ্ধতা কমে আসবে বলে আশা করছেন ব্যবহারকারীরা।  

এর আগে, ফেব্রুয়ারি থেকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এর লাইসেন্স বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। ফলে গ্রাহকেরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে পুরোনো সংস্করণের উইন্ডোজ আর ডাউনলোড করতে পারবেন না। তবে, আগামী ২০২৫ সাল পর্যন্ত সব রকমের সিকিউরিটি আপডেট পাবে উইন্ডোজ ১০। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট জানুয়ারির শেষ থেকে উইন্ডোজ ১০-এর লাইসেন্স আর বিক্রি করবে না বলে ঘোষণা দেয়। উইন্ডোজ ১০ হোম, ১০ প্রো ও ১০ ওয়ার্কস্টেশন ব্যবহারকারীদের ৩১ জানুয়ারি থেকে উইন্ডোজ ডাউনলোড না করতে পারার বিষয়ে সতর্ক করা হয়েছে। মাইক্রোসফটের পক্ষ থেকে ব্যবহারকারীদের উইন্ডোজ ১১ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে, ফেব্রুয়ারি থেকে ব্যবহারকারীরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০-এর কোনো সংস্করণই আর ডাউনলোড করতে পারছেন না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত