Ajker Patrika

অনলাইন গেম খেলার সতর্কতা

ফিচার ডেস্ক
অনলাইন গেম খেলার সতর্কতা

পৃথিবী এখন বলতে গেলে ইন্টারনেটনির্ভর হয়ে গেছে। তাই খেলাধুলাও যে অনলাইনেই হবে, সেটাই স্বাভাবিক। তবে অনলাইনে গেম খেলার সময় অবশ্যই কিছু সাবধানতা মেনে চলা জরুরি। অনেকে গেমিংয়ে এতটাই মগ্ন হয়ে পড়ে যে, আশপাশে কী ঘটছে, তার কোনো ধারণা থাকে না। সাইবার অপরাধীরা এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার সুযোগ নিতে পারে। সে জন্য কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তাব্যবস্থা মেনে চলুন।

  • গেম ডাউনলোডের জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
  • অনলাইন গেমে নিজের নামের পরিবর্তে ছদ্মনাম ব্যবহার করুন।
  • গেম খেলার সময় বিভিন্ন মেসেজের উত্তর দেওয়া থেকে বিরত থাকুন।
  • গেম চলাকালে প্রতিপক্ষের পাঠানো কোনো লিংক ব্যবহার করে পেমেন্ট করবেন না।
  • যে ডিভাইস থেকে গেমে অংশ নিচ্ছেন, সেটিতে লাইসেন্সড অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার ইনস্টল করুন।
  • যে ডিভাইস থেকে গেম খেলছেন, সেটি থেকে অনলাইন ব্যাংকিং ট্রানজেকশন বা অফিশিয়াল কাজকর্ম না করাই ভালো।
  • সুরক্ষিত ওয়াই-ফাই ছাড়া অনলাইন গেম খেলবেন না।
  • ভিপিএন ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
  • অনেক গেমের ক্ষেত্রে ই-মেইল আইডি দিয়ে লগইন করতে হয়। সে ক্ষেত্রে আলাদা কোনো অ্যাকাউন্ট তৈরি করে রাখুন।

সূত্র: কেপিএমজে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত