ভারতে ইমোসহ ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ 

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৩, ১২: ২৮
আপডেট : ০২ মে ২০২৩, ১৩: ০৩

ইমোসহ ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। তথ্যপ্রযুক্তি আইন, ২০২০-এর ৬৯(এ) ধারায় অ্যাপগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। মূলত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। 

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ হওয়া অ্যাপগুলো হলো—ইমো, ক্রিপভাইজার, এনিগমা, সেফসউইস, উইকর্ম, মিডিয়াফায়ার, ব্রায়ার, বিচ্যাট, ন্যান্ডবক্স, কনিয়ন, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি ও থ্রিমা।

গোয়েন্দা সদস্যরা দাবি করেছেন, এসব অ্যাপ ব্যবহার করে সন্ত্রাসবাদ ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই অ্যাপগুলোর মাধ্যমে পাকিস্তানের জঙ্গিরা তাদের সমর্থক এবং গোপনে কাজ করা সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখত। এ ছাড় জঙ্গি হামলার প্রস্তুতি, খবরাখবর পাচারের কাজেও ব্যবহার করা হচ্ছিল এসব অ্যাপ।
 
এর আগে ভারত সরকার প্রায় ২৫০ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল। জনপ্রিয় মোবাইল গেম পাবজি ও ফ্রি ফায়ারও নিষিদ্ধ করে ভারত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত