প্রযুক্তি ডেস্ক
অক্টোবরে বাজারে আসছে প্রযুক্তি জায়ান্ট গুগলের নতুন পিক্সেল স্মার্টফোন ও পরবর্তী প্রজন্মের সফটওয়্যার। এগুলো সামনে রেখেই সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন লোগো প্রকাশ করেছে গুগল। এ ছাড়া উন্নত উইজেট, লুকে পরিবর্তন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক্সেসিবিলিটি টুল এবং গুগল ওয়ালেট ও অ্যান্ড্রয়েড অটোর জন্য বেশ কিছু ফিচারও আনছে প্রতিষ্ঠানটি।
নতুন লোগো
আগে অ্যান্ড্রয়েড লোগোতে সব অক্ষরই ছিল ছোট হাতের। বর্তমানে বড় হাতের ‘এ’ দিয়ে শুরু হচ্ছে অ্যান্ড্রয়েডের বানান। অক্ষরগুলো থাকছে সামান্য বাঁকানো। মূলত অ্যান্ড্রয়েডকে নতুন করে ব্র্যান্ডিং করতে চাইছে গুগল। জীবন্ত ও বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রাখতে অ্যান্ড্রয়েড রোবটেও পরিবর্তন আসছে।
এআইয়ের মাধ্যমে তথ্য সরবরাহ
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন সব ধরনের সহযোগিতা পাবেন ‘অ্যাট আ গ্ল্যান্স’ উইজেট থেকে। এ উইজেটটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সরাসরি হোম স্ক্রিনে তথ্য সরবরাহ করে। এই ফিচারের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, ভ্রমণের তথ্য এবং আসন্ন ইভেন্টসহ বিভিন্ন বিষয়ে রিমাইন্ডার পাওয়া যাবে। সঠিক সময়, সঠিক তথ্য সরবরাহের জন্য অ্যাট আ গ্ল্যান্স উইজেট খুবই কার্যকরী।
গুগল ওয়ালেটে নতুনত্ব
দৈনন্দিন কাজ আরও সহজ করতে থাকছে গুগল ওয়ালেট পাস ফটো ইমপোর্ট। এর মাধ্যমে জিম বা লাইব্রেরি কার্ডের মতো জিনিসগুলো বারকোড বা কিউআর কোড আকারে গুগল ওয়ালেটে ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। এসব টিকিট প্রয়োজনের সময় খুব দ্রুত স্মার্টফোনের গুগল ওয়ালেট থেকে ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড অটো আপডেট
অ্যান্ড্রয়েড অটোতে আসছে বড় ধরনের পরিবর্তন। সিসকো ও জুমের তৈরি যোগাযোগের নতুন অ্যাপ ‘ওয়েবএক্স’ যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড অটোর নতুন আপডেটে। এখন থেকে অডিওর মাধ্যমে কনফারেন্স কল শুরু এবং এতে অংশ নেওয়া যাবে। সঙ্গে গাড়ির ডিসপ্লেতে থাকছে মিটিংয়ের সূচি দেখার সুযোগ। গাড়ি চালু থাকা অবস্থায় সক্রিয়ভাবে কল নিয়ন্ত্রণ করা যাবে।
লুকআউটে পরিবর্তন
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ করতে গুগল লুকআউট ফিচারে পরিবর্তন আনা হচ্ছে। এআই ব্যবহারের মাধ্যমে গ্রুপ চ্যাট, ক্যামেরা অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান কনটেন্টগুলো আরও সহজলভ্য হচ্ছে।
ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে যেকোনো ছবি এবং প্রশ্ন খুঁজে এ-সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারেন। সর্বশেষ লুকআউট আপডেটে বেশ কিছু ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছাতে বর্তমানে জাপানিজ, কোরিয়ান, চায়নিজসহ প্রায় ৩৪টি ভাষা আছে গুগল লুকআউটে।
সূত্র: নিউজ বাইটস অ্যাপ
অক্টোবরে বাজারে আসছে প্রযুক্তি জায়ান্ট গুগলের নতুন পিক্সেল স্মার্টফোন ও পরবর্তী প্রজন্মের সফটওয়্যার। এগুলো সামনে রেখেই সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন লোগো প্রকাশ করেছে গুগল। এ ছাড়া উন্নত উইজেট, লুকে পরিবর্তন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক্সেসিবিলিটি টুল এবং গুগল ওয়ালেট ও অ্যান্ড্রয়েড অটোর জন্য বেশ কিছু ফিচারও আনছে প্রতিষ্ঠানটি।
নতুন লোগো
আগে অ্যান্ড্রয়েড লোগোতে সব অক্ষরই ছিল ছোট হাতের। বর্তমানে বড় হাতের ‘এ’ দিয়ে শুরু হচ্ছে অ্যান্ড্রয়েডের বানান। অক্ষরগুলো থাকছে সামান্য বাঁকানো। মূলত অ্যান্ড্রয়েডকে নতুন করে ব্র্যান্ডিং করতে চাইছে গুগল। জীবন্ত ও বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রাখতে অ্যান্ড্রয়েড রোবটেও পরিবর্তন আসছে।
এআইয়ের মাধ্যমে তথ্য সরবরাহ
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন সব ধরনের সহযোগিতা পাবেন ‘অ্যাট আ গ্ল্যান্স’ উইজেট থেকে। এ উইজেটটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সরাসরি হোম স্ক্রিনে তথ্য সরবরাহ করে। এই ফিচারের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, ভ্রমণের তথ্য এবং আসন্ন ইভেন্টসহ বিভিন্ন বিষয়ে রিমাইন্ডার পাওয়া যাবে। সঠিক সময়, সঠিক তথ্য সরবরাহের জন্য অ্যাট আ গ্ল্যান্স উইজেট খুবই কার্যকরী।
গুগল ওয়ালেটে নতুনত্ব
দৈনন্দিন কাজ আরও সহজ করতে থাকছে গুগল ওয়ালেট পাস ফটো ইমপোর্ট। এর মাধ্যমে জিম বা লাইব্রেরি কার্ডের মতো জিনিসগুলো বারকোড বা কিউআর কোড আকারে গুগল ওয়ালেটে ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। এসব টিকিট প্রয়োজনের সময় খুব দ্রুত স্মার্টফোনের গুগল ওয়ালেট থেকে ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড অটো আপডেট
অ্যান্ড্রয়েড অটোতে আসছে বড় ধরনের পরিবর্তন। সিসকো ও জুমের তৈরি যোগাযোগের নতুন অ্যাপ ‘ওয়েবএক্স’ যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড অটোর নতুন আপডেটে। এখন থেকে অডিওর মাধ্যমে কনফারেন্স কল শুরু এবং এতে অংশ নেওয়া যাবে। সঙ্গে গাড়ির ডিসপ্লেতে থাকছে মিটিংয়ের সূচি দেখার সুযোগ। গাড়ি চালু থাকা অবস্থায় সক্রিয়ভাবে কল নিয়ন্ত্রণ করা যাবে।
লুকআউটে পরিবর্তন
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ করতে গুগল লুকআউট ফিচারে পরিবর্তন আনা হচ্ছে। এআই ব্যবহারের মাধ্যমে গ্রুপ চ্যাট, ক্যামেরা অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান কনটেন্টগুলো আরও সহজলভ্য হচ্ছে।
ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে যেকোনো ছবি এবং প্রশ্ন খুঁজে এ-সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারেন। সর্বশেষ লুকআউট আপডেটে বেশ কিছু ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছাতে বর্তমানে জাপানিজ, কোরিয়ান, চায়নিজসহ প্রায় ৩৪টি ভাষা আছে গুগল লুকআউটে।
সূত্র: নিউজ বাইটস অ্যাপ
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৬ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৮ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
২০ ঘণ্টা আগে