অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্প সতর্কতা (অ্যালার্ট) ফিচারের সুবিধা দেয় গুগল। ভূমিকম্পপ্রবণ এলাকার মানুষদের আগে থেকে সতর্ক করে এই ফিচার। অ্যান্ড্রয়েড ৫ ও এরপরের ভার্সনগুলোতে ফিচারটি পাওয়া যায়।
এই সার্ভিসটি বিনামূল্যে ব্যবহার করা যায় ও সমগ্র বিশ্বের ভূমিকম্প চিহ্নিত করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে অ্যালার্ট পাঠায়।
ফিচারটি আপনার ফোনে যেভাবে চালু করবেন তার ধাপগুলো গেজেডটস নাও–এর প্রতিবেদন অনুসারে উল্লেখ করা হল–
ফিচারটি ব্যবহারের জন্য যা যা লাগবে–
১. স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ৫ বা এরপরের ভার্সনগুলোতে ফিচারটি ব্যবহার করা যাবে।
২. ফোনে সেলুলার বা ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সংযোগ সচল থাকতে হবে।
অ্যান্ড্রয়েডে যেভাবে অ্যালার্টটি চালু করবেন
১. প্রথমেই ফোনের সেটিংস অপশনে গিয়ে লোকেশন সার্ভিস চালু করতে হবে। এর ফলে গুগল আপনার লোকেশন জানতে পারবে এবং এর মাধ্যমে সেই অঞ্চলে কোনো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকলে আগে থেকেই অ্যালার্ট দিবে।
২. এরপর ফোনের ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমটি সচল করতে হবে। এ জন্য সেটিংসে গিয়ে ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ অপশনে ট্যাপ করতে হবে এবং সেখান থেকে ভূমিকম্প অ্যালার্ট নির্বাচন করে টোগল বাটনটি চালু করতে হবে।
অ্যালার্ট সিস্টেমটি চালু হলে ডিভাইসে ভূমিকম্পের আপডেট আসতে থাকবে। তবে ফিচারটি দুই ধরনের অ্যালার্ট থাকবে–‘বি অ্যাওয়ার’ (সতর্কতা অবলম্বনের জন্য) ও ‘টেক–অ্যাকশন’ (পদক্ষেপ গ্রহণ) অ্যালার্ট।
বি অ্যাওয়ার অ্যালার্ট বা সতর্ক থাকার অ্যালার্ট
এই অ্যালার্টের মাধ্যমে ডিভাইসে স্বল্প মাত্রার ভূমিকম্পের নোটিফিকেশন দেখা যাবে এবং ‘মোর ইনফরমেশনে’ ট্যাপ করলে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে। নোটিফিকেশনটি শুধুমাত্র সেই ব্যবহারকারীদের পাঠানো হবে, যারা ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের অঞ্চলে থাকবে এবং এমএমআই স্কেলে তীব্রতা ৩ বা ৪ হবে। ফোনের ভলিউম, ভাইব্রেশন ব্যবহার করে এই অ্যালার্ট জানানো হবে।
টেক অ্যাকশন অ্যালার্ট বা পদক্ষেপ গ্রহণের অ্যালার্ট
মাঝারি থেকে উচ্চ মাত্রার ভূমিকম্পে ব্যবহারকারীর সুরক্ষায় পদক্ষেপ নিতে এই অ্যালার্ট দেওয়া হবে। ৪ দশমিক ৫ বা তার চেয়ে বেশি মাত্রার এবং এমএমআই স্কেলে তীব্রতা ৫ বা তার বেশি হলে এই অ্যালার্ট দেওয়া হবে। ফোনের ‘ডু নট ডিস্টার্ব’ ফিচারটি বন্ধ করে পুরো স্ক্রিন জুড়ে এই নোটিফিকেশন দেখা যাবে। সেই সঙ্গে ফোনে উচ্চ স্বরে রিংটোন বা নোটিফিকেশন সাউন্ড বাজবে।
অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্প সতর্কতা (অ্যালার্ট) ফিচারের সুবিধা দেয় গুগল। ভূমিকম্পপ্রবণ এলাকার মানুষদের আগে থেকে সতর্ক করে এই ফিচার। অ্যান্ড্রয়েড ৫ ও এরপরের ভার্সনগুলোতে ফিচারটি পাওয়া যায়।
এই সার্ভিসটি বিনামূল্যে ব্যবহার করা যায় ও সমগ্র বিশ্বের ভূমিকম্প চিহ্নিত করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে অ্যালার্ট পাঠায়।
ফিচারটি আপনার ফোনে যেভাবে চালু করবেন তার ধাপগুলো গেজেডটস নাও–এর প্রতিবেদন অনুসারে উল্লেখ করা হল–
ফিচারটি ব্যবহারের জন্য যা যা লাগবে–
১. স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ৫ বা এরপরের ভার্সনগুলোতে ফিচারটি ব্যবহার করা যাবে।
২. ফোনে সেলুলার বা ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সংযোগ সচল থাকতে হবে।
অ্যান্ড্রয়েডে যেভাবে অ্যালার্টটি চালু করবেন
১. প্রথমেই ফোনের সেটিংস অপশনে গিয়ে লোকেশন সার্ভিস চালু করতে হবে। এর ফলে গুগল আপনার লোকেশন জানতে পারবে এবং এর মাধ্যমে সেই অঞ্চলে কোনো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকলে আগে থেকেই অ্যালার্ট দিবে।
২. এরপর ফোনের ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমটি সচল করতে হবে। এ জন্য সেটিংসে গিয়ে ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ অপশনে ট্যাপ করতে হবে এবং সেখান থেকে ভূমিকম্প অ্যালার্ট নির্বাচন করে টোগল বাটনটি চালু করতে হবে।
অ্যালার্ট সিস্টেমটি চালু হলে ডিভাইসে ভূমিকম্পের আপডেট আসতে থাকবে। তবে ফিচারটি দুই ধরনের অ্যালার্ট থাকবে–‘বি অ্যাওয়ার’ (সতর্কতা অবলম্বনের জন্য) ও ‘টেক–অ্যাকশন’ (পদক্ষেপ গ্রহণ) অ্যালার্ট।
বি অ্যাওয়ার অ্যালার্ট বা সতর্ক থাকার অ্যালার্ট
এই অ্যালার্টের মাধ্যমে ডিভাইসে স্বল্প মাত্রার ভূমিকম্পের নোটিফিকেশন দেখা যাবে এবং ‘মোর ইনফরমেশনে’ ট্যাপ করলে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে। নোটিফিকেশনটি শুধুমাত্র সেই ব্যবহারকারীদের পাঠানো হবে, যারা ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের অঞ্চলে থাকবে এবং এমএমআই স্কেলে তীব্রতা ৩ বা ৪ হবে। ফোনের ভলিউম, ভাইব্রেশন ব্যবহার করে এই অ্যালার্ট জানানো হবে।
টেক অ্যাকশন অ্যালার্ট বা পদক্ষেপ গ্রহণের অ্যালার্ট
মাঝারি থেকে উচ্চ মাত্রার ভূমিকম্পে ব্যবহারকারীর সুরক্ষায় পদক্ষেপ নিতে এই অ্যালার্ট দেওয়া হবে। ৪ দশমিক ৫ বা তার চেয়ে বেশি মাত্রার এবং এমএমআই স্কেলে তীব্রতা ৫ বা তার বেশি হলে এই অ্যালার্ট দেওয়া হবে। ফোনের ‘ডু নট ডিস্টার্ব’ ফিচারটি বন্ধ করে পুরো স্ক্রিন জুড়ে এই নোটিফিকেশন দেখা যাবে। সেই সঙ্গে ফোনে উচ্চ স্বরে রিংটোন বা নোটিফিকেশন সাউন্ড বাজবে।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে