অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস (৪ জুলাই) ব্যতিক্রমীভাবে উদ্যাপন করেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। নিজের দেশের পতাকা নিয়ে সমুদ্রে সার্ফিং করার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। তবে জাকারবার্গের ভিডিওটি নিয়ে মশকরা করতে ভুললেন না ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক।
জাকারবার্গের ভিডিওতে দেখা যায়, চেইন নেকলেস ও স্যুট পরে সমুদ্রে সার্ফ করছেন তিনি। সেই সঙ্গে মেটার রে-ব্যান স্মার্ট সানগ্লাস চোখে পরে পতাকা নাড়ছেন। এক্স প্ল্যাটফরমেও এই ভিডিও অনেকেই শেয়ার করেন। এমনই এক পোস্টের রিঅ্যাকশনে জাকারবার্গকে নিয়ে মশকরা করেন ইলন মাস্ক।
ইলন মাস্ক ঠাট্টা করে বলেন, ‘সে তার ইয়টগুলোতে মজা করতে থাকুক। আর আমি কাজ করতে পছন্দ করি।’
ইলন মাস্কের পোস্টেও ৪ লাখ ৩০ হাজারেরও বেশি ভিউ হয় এবং পোস্টটিতে ১১ হাজার লাইক পড়েছে। মাস্কের পোস্টেও অনেকে কমেন্ট করে। ইলন মাস্ককে উদ্দেশ্য করে এক্সের এক ব্যবহারকারী বলেন, ‘আপনি টুইটার (এক্স) থেকে এক সপ্তাহের ছুটি নিলে আমরা খুশি হব।’ আরেকজন বলেন, ইলন মাস্ক হিংসা করে এমন মন্তব্য করেছেন।
ব্যবসার বাইরেও দুই কোটিপতিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। বিভিন্ন সময়ে একে অপরকে নিয়ে ঠাট্টা-মশকরা করেন তাঁরা। গত বছরের জুলাই মাসে থ্রেডস চালু হওয়ার পর সামাজিক মাধ্যমের এ দুই শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে কেজ ফাইট বা মল্লযুদ্ধ হবে বলে ঘোষণা আসে। এরপর কয়েক মাস ধরে মল্লযুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি জবাব দেন তাঁরা। মল্লযুদ্ধের জন্য মার্ক জাকারবার্গ ফেসবুকে তারিখও জানিয়ে দেন। গত বছরের আগস্টে থ্রেডসের এক পোস্টে তিনি বলেন, ইলন মাস্ক এই প্রতিযোগিতা নিয়ে আন্তরিক নন। এ কারণে বিষয়টি নিয়ে আটকে না থেকে মল্লযুদ্ধের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানো উচিত।
যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস (৪ জুলাই) ব্যতিক্রমীভাবে উদ্যাপন করেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। নিজের দেশের পতাকা নিয়ে সমুদ্রে সার্ফিং করার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। তবে জাকারবার্গের ভিডিওটি নিয়ে মশকরা করতে ভুললেন না ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক।
জাকারবার্গের ভিডিওতে দেখা যায়, চেইন নেকলেস ও স্যুট পরে সমুদ্রে সার্ফ করছেন তিনি। সেই সঙ্গে মেটার রে-ব্যান স্মার্ট সানগ্লাস চোখে পরে পতাকা নাড়ছেন। এক্স প্ল্যাটফরমেও এই ভিডিও অনেকেই শেয়ার করেন। এমনই এক পোস্টের রিঅ্যাকশনে জাকারবার্গকে নিয়ে মশকরা করেন ইলন মাস্ক।
ইলন মাস্ক ঠাট্টা করে বলেন, ‘সে তার ইয়টগুলোতে মজা করতে থাকুক। আর আমি কাজ করতে পছন্দ করি।’
ইলন মাস্কের পোস্টেও ৪ লাখ ৩০ হাজারেরও বেশি ভিউ হয় এবং পোস্টটিতে ১১ হাজার লাইক পড়েছে। মাস্কের পোস্টেও অনেকে কমেন্ট করে। ইলন মাস্ককে উদ্দেশ্য করে এক্সের এক ব্যবহারকারী বলেন, ‘আপনি টুইটার (এক্স) থেকে এক সপ্তাহের ছুটি নিলে আমরা খুশি হব।’ আরেকজন বলেন, ইলন মাস্ক হিংসা করে এমন মন্তব্য করেছেন।
ব্যবসার বাইরেও দুই কোটিপতিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। বিভিন্ন সময়ে একে অপরকে নিয়ে ঠাট্টা-মশকরা করেন তাঁরা। গত বছরের জুলাই মাসে থ্রেডস চালু হওয়ার পর সামাজিক মাধ্যমের এ দুই শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে কেজ ফাইট বা মল্লযুদ্ধ হবে বলে ঘোষণা আসে। এরপর কয়েক মাস ধরে মল্লযুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি জবাব দেন তাঁরা। মল্লযুদ্ধের জন্য মার্ক জাকারবার্গ ফেসবুকে তারিখও জানিয়ে দেন। গত বছরের আগস্টে থ্রেডসের এক পোস্টে তিনি বলেন, ইলন মাস্ক এই প্রতিযোগিতা নিয়ে আন্তরিক নন। এ কারণে বিষয়টি নিয়ে আটকে না থেকে মল্লযুদ্ধের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানো উচিত।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে