অনলাইন ডেস্ক
গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির মতো জটিল বিষয়ের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সহায়তা দিতে সার্চ ও লেন্সে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। সার্চবারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে ধাপে ধাপে সমাধান দেবে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটডস নাওয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গুগলের প্রডাক্ট লিড রব ওং বলেন, ফিচারগুলো মানুষের জানার আগ্রহ বাড়াবে ও নির্বিঘ্নে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে।
শিক্ষার্থীদের উপযোগী করে প্ল্যাটফর্মটির সার্চ ও লেন্স আপডেট করা হয়েছে। বিজ্ঞান ও গণিত সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান দেবে গুগল। ‘ম্যাথ সলভার’ নামে ফিচার এখন ডেস্কটপে ব্যবহার করা যাবে। শিগররিই মোবাইল ভার্সনেও এটি ছাড়া হবে।
সমীকরণ সমাধানের জন্য ‘ম্যাথ সলভার’
বিজ্ঞান ও গণিতের সমস্যা সমাধানে ম্যাথ সলভার সাহায্য করবে। ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের মত বিষয়েও এই ফিচার সাহায্য করতে পারবে। এসব বিষয়ে সমীকরণ সার্চ বারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে গুগল ধাপে ধাপে সমাধানগুলো দেখাবে।
জ্যামিতির জন্য গুগল লেন্স
জ্যামিতির অনেক সমস্যার শুধুমাত্র শব্দ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। লেন্স টুলগুলো বিভিন্ন ভিজ্যুয়াল সমস্যা বুঝতে সাহায্য করে। যেমন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এরকম জ্যামিতির বিভিন্ন সমস্যা পরিষ্কার করে বোঝাবে গুগল।
এআই দিয়ে পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান
উন্নত ল্যাঙ্গুয়েজ মডেলের সাহায্যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন শব্দের সমস্যা দেবে গুগল। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ফিচারের পরিচিতি, অজানা মান শনাক্ত ও সমস্যা সমাধানের জন্য সঠিক সূত্র নির্বাচন করতে সহায়তা করে এই ফিচার।
দেখার মাধ্যমে বিষয়গুলো জানা
জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার মত বিষয়গুলোর এক হাজারটিরও বেশি ৩ডি মডেল ও ডায়াগ্রাম গুগলে পাওয়া যাবে। এগুলো শিক্ষার্থীদের দেখে দেখে বুঝতে সাহায্য করবে।
গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির মতো জটিল বিষয়ের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সহায়তা দিতে সার্চ ও লেন্সে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। সার্চবারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে ধাপে ধাপে সমাধান দেবে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটডস নাওয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গুগলের প্রডাক্ট লিড রব ওং বলেন, ফিচারগুলো মানুষের জানার আগ্রহ বাড়াবে ও নির্বিঘ্নে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে।
শিক্ষার্থীদের উপযোগী করে প্ল্যাটফর্মটির সার্চ ও লেন্স আপডেট করা হয়েছে। বিজ্ঞান ও গণিত সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান দেবে গুগল। ‘ম্যাথ সলভার’ নামে ফিচার এখন ডেস্কটপে ব্যবহার করা যাবে। শিগররিই মোবাইল ভার্সনেও এটি ছাড়া হবে।
সমীকরণ সমাধানের জন্য ‘ম্যাথ সলভার’
বিজ্ঞান ও গণিতের সমস্যা সমাধানে ম্যাথ সলভার সাহায্য করবে। ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের মত বিষয়েও এই ফিচার সাহায্য করতে পারবে। এসব বিষয়ে সমীকরণ সার্চ বারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে গুগল ধাপে ধাপে সমাধানগুলো দেখাবে।
জ্যামিতির জন্য গুগল লেন্স
জ্যামিতির অনেক সমস্যার শুধুমাত্র শব্দ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। লেন্স টুলগুলো বিভিন্ন ভিজ্যুয়াল সমস্যা বুঝতে সাহায্য করে। যেমন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এরকম জ্যামিতির বিভিন্ন সমস্যা পরিষ্কার করে বোঝাবে গুগল।
এআই দিয়ে পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান
উন্নত ল্যাঙ্গুয়েজ মডেলের সাহায্যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন শব্দের সমস্যা দেবে গুগল। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ফিচারের পরিচিতি, অজানা মান শনাক্ত ও সমস্যা সমাধানের জন্য সঠিক সূত্র নির্বাচন করতে সহায়তা করে এই ফিচার।
দেখার মাধ্যমে বিষয়গুলো জানা
জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার মত বিষয়গুলোর এক হাজারটিরও বেশি ৩ডি মডেল ও ডায়াগ্রাম গুগলে পাওয়া যাবে। এগুলো শিক্ষার্থীদের দেখে দেখে বুঝতে সাহায্য করবে।
জাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
৩ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
৫ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
৬ ঘণ্টা আগেডিপফেক ও ভুয়া ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে গত দুই বছরে প্রতারণা শিকার হয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৬ হাজার ব্যক্তি। জর্জিয়ার তিবলিসি শহরে অবস্থিত একটি কল সেন্টারের প্রতারণা চক্রটি একাধিক প্রতারণা কার্যক্রম চালিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২৭ মিলিয়ন ইউরো) হাতিয়ে
৬ ঘণ্টা আগে