Ajker Patrika

টিপি–লিংক রাউটার বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক    
যুক্তরাষ্ট্রে রাউটার বিক্রিতে টিপি–লিংকের প্রায় ৬৫ শতাংশ বাজার শেয়ার রয়েছে। ছবি: ইনডাস্ট্রিয়াল সাইবার
যুক্তরাষ্ট্রে রাউটার বিক্রিতে টিপি–লিংকের প্রায় ৬৫ শতাংশ বাজার শেয়ার রয়েছে। ছবি: ইনডাস্ট্রিয়াল সাইবার

জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে চীনের তৈরি টিপি–লিংক রাউটার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সরকার। চীনের রাউটারগুলো সাইবার হামলার সঙ্গে জড়িত বলে প্রযুক্তি কোম্পানিটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গত বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রাউটার নির্মাতা কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তিনটি ফেডারেল দপ্তর—বাণিজ্য, প্রতিরক্ষা এবং বিচার বিভাগ। তদন্তের স্বার্থে কোম্পানিটিকে প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে বাণিজ্য দপ্তরের একটি অফিস।

যুক্তরাষ্ট্রে রাউটার বিক্রিতে টিপি–লিংকের প্রায় ৬৫ শতাংশ বাজার শেয়ার রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৩০০ টিরও বেশি ইন্টারনেট সেবার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নতুন গ্রাহকদের জন্য রাউটার সরবরাহ করে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিফেন্স সহ বেশ কিছু ফেডারেল সংস্থাতেও ব্যবহৃত হয় টিপি লিংক–এর রাউটার।

গত অক্টোবর মাসের শেষদিকে মাইক্রোসফট জানায়, চীনা সরকারের পৃষ্ঠপোষকতায় হ্যাকার গ্রুপগুলো হাজার হাজার ইন্টারনেট-কানেক্টেড ডিভাইস ব্যবহার করে পাসওয়ার্ড-স্প্রে আক্রমণ চালিয়েছে। যার মধ্যে টিপি লিংক রাউটারগুলো একটি বড় অংশ ছিল।

এই হ্যাকার গ্রুপটিকে ‘স্টর্ম-০৯৪০’ হিসেবে চিহ্নিত করেছে মাইক্রোসফট। উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন সংস্থা যেমন: থিংক ট্যাংক, সরকারি সংস্থা, এনজিও, আইন সংস্থা এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশ করেছে এই হ্যাকার গ্রুপটি।

২০২১ সাল থেকে এই হামলাগুলো শুরু হয়েছে এবং টিপি–লিংক রাউটারগুলো এসব হামলায় ব্যবহৃত হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির ডিভাইস ব্যবহার করে বটনেট (এক বা একাধিক হ্যাকারের নিয়ন্ত্রিত একাধিক সংযুক্ত কম্পিউটার) তৈরি করে গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোর ওপর সাইবার আক্রমণ চালাচ্ছে চীনা গোয়েন্দা সংস্থাগুলো।

এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, সিসকো এবং নেটগিয়ার রাউটারে ম্যালওয়্যার ইনস্টল করেছে চীনা সরকার-পৃষ্ঠপোষিত হ্যাকার গ্রুপ ভোল্ট টাইফুন। এসব ডিভাইস ব্যবহার করে ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের শক্তি, পানি এবং উৎপাদন সংস্থাগুলোতে অনুপ্রবেশ করছে হ্যাকাররা।

এ ছাড়া গত মাসে আরেক প্রতিবেদনে উঠে আসে যে, ভোল্ট টাইফুন আবারও পুরোনো সিসকো রাউটারগুলো ব্যবহার করে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নেটওয়ার্কে অনুপ্রবেশ করছে এবং সাইবার আক্রমণ চালাচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোকে লক্ষ্য করে সাল্ট টাইফুন এর গুপ্তচরবৃত্তির অভিযানে টিপি লিংক রাউটারগুলো ব্যবহৃত হয়নি বলে মনে হচ্ছে।

২০১৯ সালে হুয়াওয়ে কে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে ট্রাম্প প্রশাসন এবং ওই কোম্পানির প্রযুক্তি যুক্তরাষ্ট্রের টেলিকম নেটওয়ার্কে ব্যবহার নিষিদ্ধ করেছিল। সেসময়ও চীনবিরোধী কঠোর অবস্থান নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। টিপি লিংক রাউটার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প তার আগের প্রশাসনের নীতি অনুসরণ করবে বলে মনে হচ্ছে।

সম্প্রতি সিবিএস নিউজকে কংগ্রেসম্যান মাইক ওয়াল্টজ (আর-এফএল) বলেন, ‘আমরা সাইবার নিরাপত্তায় প্রতিরক্ষা শক্তিশালী করার চেষ্টা করছি। তবে এখন আমাদের আক্রমণাত্মক কৌশল গ্রহণ করতে হবে। বিদেশি দেশগুলোর এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।’

তবে বিষয়টি নিয়ে টিপি লিংক এখনো কোনো মন্তব্য না করলেও। যদি যুক্তরাষ্ট্রে চীনা ডিভাইস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে উঠে আসবে।

তথ্যসূত্র: দ্য রেজিস্টার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত